ক্রীড়া ডেস্ক
এই বছরের জানুয়ারি থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল জুনিয়র। তারপর তাঁর অধীনে ১০ ম্যাচ খেলে ৪টি করে জয় ও ড্র, দুটি ম্যাচ হেরেছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আজ তারা ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে। বাছাইপর্বের শেষ পাঁচ ম্যাচে হার ৪ টিতে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা একদমই অচেনা।
এমন দুঃসময়ের মধ্যেও দল ও সমর্থকদের বিশ্বকাপের ফাইনাল খেলার বড় স্বপ্নের বার্তা দিয়েছিলেন দরিভাল। গত পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার কোনো সংশয়ই নেই এটা নিয়ে। আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।’
ব্রাজিলের মাঠের পারফরম্যান্স অবশ্য ভিন্ন কথা বলছে, দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণী যেন দিলেন দরিভাল। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে গোলের জন্য ৯ শট নিতে পেরেছিল তারা, মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ফুটবলারদের মধ্যে সমন্বয়হীনতা ছিল ছিল স্পষ্ট।
এলোমেলো ব্রাজিলকে দেখে সমর্থকেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের দিন বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়ে পর দিন হার, ব্রাজিল কোচকে নিয়ে চলছে ট্রলের বন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দরিভালের একটি ছবি। প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাগআউট থেকে দুহাতের ছয়টি আঙুল তুলে কিছু বলছিলেন শিষ্যদের। টিভি স্ক্রিন থেকে দেখানো সেই দৃশ্যের স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন ফেসবুক-টুইটারে।
ব্রাজিল ফরএভার নামের একটি ফেসবুক পেজ থেকে দরিভালের সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বসের নতুন ইশারা...। ব্রাজিল শুধু ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই উঠবে না, হেক্সা মিশনও কমপ্লিট করবে। জোকার একটা...।’
আরেকটি পেজ থেকে লেখা হয়, ‘কোচ দরিভাল জুনিয়র আবারও ইশারায় ৬ আঙুল তুলে বুঝিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপেই হেক্সা পূরণ করবেন তিনি। বুদ্ধিমানের জন্য এক ইশারায় যথেষ্ট।’ ব্রাজিল দলের অভিভাবক দরিভালকে উদ্দেশ্য করে সঙ্গে আরও জুড়ে দেওয়া হয় ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল কোট, ‘মুরুব্বি মুরুব্বি হুহু হু।’
আগামী অক্ট্রোবরে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আট ম্যাচে চতুর্থ হারে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
এই বছরের জানুয়ারি থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল জুনিয়র। তারপর তাঁর অধীনে ১০ ম্যাচ খেলে ৪টি করে জয় ও ড্র, দুটি ম্যাচ হেরেছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আজ তারা ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে। বাছাইপর্বের শেষ পাঁচ ম্যাচে হার ৪ টিতে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা একদমই অচেনা।
এমন দুঃসময়ের মধ্যেও দল ও সমর্থকদের বিশ্বকাপের ফাইনাল খেলার বড় স্বপ্নের বার্তা দিয়েছিলেন দরিভাল। গত পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার কোনো সংশয়ই নেই এটা নিয়ে। আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।’
ব্রাজিলের মাঠের পারফরম্যান্স অবশ্য ভিন্ন কথা বলছে, দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণী যেন দিলেন দরিভাল। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে গোলের জন্য ৯ শট নিতে পেরেছিল তারা, মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ফুটবলারদের মধ্যে সমন্বয়হীনতা ছিল ছিল স্পষ্ট।
এলোমেলো ব্রাজিলকে দেখে সমর্থকেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের দিন বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়ে পর দিন হার, ব্রাজিল কোচকে নিয়ে চলছে ট্রলের বন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দরিভালের একটি ছবি। প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাগআউট থেকে দুহাতের ছয়টি আঙুল তুলে কিছু বলছিলেন শিষ্যদের। টিভি স্ক্রিন থেকে দেখানো সেই দৃশ্যের স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন ফেসবুক-টুইটারে।
ব্রাজিল ফরএভার নামের একটি ফেসবুক পেজ থেকে দরিভালের সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বসের নতুন ইশারা...। ব্রাজিল শুধু ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই উঠবে না, হেক্সা মিশনও কমপ্লিট করবে। জোকার একটা...।’
আরেকটি পেজ থেকে লেখা হয়, ‘কোচ দরিভাল জুনিয়র আবারও ইশারায় ৬ আঙুল তুলে বুঝিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপেই হেক্সা পূরণ করবেন তিনি। বুদ্ধিমানের জন্য এক ইশারায় যথেষ্ট।’ ব্রাজিল দলের অভিভাবক দরিভালকে উদ্দেশ্য করে সঙ্গে আরও জুড়ে দেওয়া হয় ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল কোট, ‘মুরুব্বি মুরুব্বি হুহু হু।’
আগামী অক্ট্রোবরে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আট ম্যাচে চতুর্থ হারে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
২৩ মিনিট আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৪২ মিনিট আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে