ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি থাকে পুরো বছরেই। বিভিন্ন প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে খেলোয়াড়দের ভ্রমণ করতে হয় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এমন ঠাসা সূচিতে খেলাধুলার পাশাপাশি ভ্রমণেও ফুটবলারদের চলে যায় অনেকটা সময়। খেলোয়াড়েরা যখন ক্লান্ত-পরিশ্রান্ত, তখন তাঁদের সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার।
ফুটবলারদের ঠাসা সূচিতে বাড়তি যোগ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। এত দিন সাত দলের হলেও আগামী বছর থেকে টুর্নামেন্টটি হবে ৩২ দলের। দল বাড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যা। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ জানিয়েছে, এমন ঠাসা সূচি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। পিএফএ সভাপতি মাহেতা মোলাঙ্গো বলেন, ‘১০ দিন আগের একটা পরিস্থিতির কথা আমি বলতে পারি। ড্রেসিংরুমে যখন যাই, সেটার প্রভাব সরাসরি পড়েছিল এবং বলেছিলাম, এখানে এসে ভালো লাগছে। এখন তো একটু চিৎকার করতে পারি। তবে সবকিছু নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা কত দূর যেতে চাও? খেলোয়াড়দের কেউ বলে, আমি আর পারছি না। ধর্মঘটে যাওয়া দরকার বলে মনে করি। কেউ বলে, ‘হ্যাঁ, আমার কাছে লাখ লাখ টাকা আছে। তবে সেটা ব্যয় করার মতো পর্যাপ্ত সময় পাচ্ছি না।’
পিএফএসহ খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো, বিশ্ব লিগ অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ) সিদ্ধান্ত নিয়েছে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সাধারণ সচিব মাতিয়াস গ্রাফস্টর্মের কাছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ নিয়ে দুশ্চিন্তার কথা জানানো হয়েছে। মোলাঙ্গো বলেন, ‘ইংল্যান্ডের ঘরোয়া সূচিতে জোর করে কিছু পরিবর্তন এনেছে ফিফা ও উয়েফা। কিছু যে একটা করতে হবে, সেটার ব্যাপারে আমরা আরও নিশ্চয়তা চাই। চিঠি পাঠানোর পর উত্তর পেয়েছি। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের বিপক্ষে গেছে।’
ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিযোগ যে শুধু ফুটবলারদের সংগঠনের, ব্যাপারটা তা নয়। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলার মতো চ্যাম্পিয়ন কোচদেরও মনে হচ্ছে যে বাড়তি চাপ হচ্ছে ফুটবলারদের ওপর। মোলাঙ্গো বলেন, ‘এটা শুধু সংগঠনই বলেনি। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলাও বলেছেন। এমন এক অবস্থায় পৌঁছেছি, যখন কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি থাকে পুরো বছরেই। বিভিন্ন প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে খেলোয়াড়দের ভ্রমণ করতে হয় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এমন ঠাসা সূচিতে খেলাধুলার পাশাপাশি ভ্রমণেও ফুটবলারদের চলে যায় অনেকটা সময়। খেলোয়াড়েরা যখন ক্লান্ত-পরিশ্রান্ত, তখন তাঁদের সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার।
ফুটবলারদের ঠাসা সূচিতে বাড়তি যোগ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। এত দিন সাত দলের হলেও আগামী বছর থেকে টুর্নামেন্টটি হবে ৩২ দলের। দল বাড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যা। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ জানিয়েছে, এমন ঠাসা সূচি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। পিএফএ সভাপতি মাহেতা মোলাঙ্গো বলেন, ‘১০ দিন আগের একটা পরিস্থিতির কথা আমি বলতে পারি। ড্রেসিংরুমে যখন যাই, সেটার প্রভাব সরাসরি পড়েছিল এবং বলেছিলাম, এখানে এসে ভালো লাগছে। এখন তো একটু চিৎকার করতে পারি। তবে সবকিছু নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা কত দূর যেতে চাও? খেলোয়াড়দের কেউ বলে, আমি আর পারছি না। ধর্মঘটে যাওয়া দরকার বলে মনে করি। কেউ বলে, ‘হ্যাঁ, আমার কাছে লাখ লাখ টাকা আছে। তবে সেটা ব্যয় করার মতো পর্যাপ্ত সময় পাচ্ছি না।’
পিএফএসহ খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো, বিশ্ব লিগ অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ) সিদ্ধান্ত নিয়েছে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সাধারণ সচিব মাতিয়াস গ্রাফস্টর্মের কাছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ নিয়ে দুশ্চিন্তার কথা জানানো হয়েছে। মোলাঙ্গো বলেন, ‘ইংল্যান্ডের ঘরোয়া সূচিতে জোর করে কিছু পরিবর্তন এনেছে ফিফা ও উয়েফা। কিছু যে একটা করতে হবে, সেটার ব্যাপারে আমরা আরও নিশ্চয়তা চাই। চিঠি পাঠানোর পর উত্তর পেয়েছি। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের বিপক্ষে গেছে।’
ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিযোগ যে শুধু ফুটবলারদের সংগঠনের, ব্যাপারটা তা নয়। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলার মতো চ্যাম্পিয়ন কোচদেরও মনে হচ্ছে যে বাড়তি চাপ হচ্ছে ফুটবলারদের ওপর। মোলাঙ্গো বলেন, ‘এটা শুধু সংগঠনই বলেনি। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলাও বলেছেন। এমন এক অবস্থায় পৌঁছেছি, যখন কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২১ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে