নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩৮ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
২ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে