ক্রীড়া ডেস্ক
অক্টোবর মাস আসতেই যেন বদলে গেল ব্রাজিল। যে ব্রাজিল কয়েক মাস আগেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, কোপা আমেরিকা থেকে ন্যক্কারজনকভাবে বিদায় নিয়েছিল, তাদের এবার জয়রথ ছুটছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পাল্লা দিচ্ছে সবশেষ কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-কলম্বিয়ার সঙ্গে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। দুটি ম্যাচই সেলেসাওরা খেলেছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে পয়েন্ট তালিকার চারে এখন ব্রাজিল। এই তালিকায় সবার ওপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২। দুইয়ে থাকা কলম্বিয়া এখন পর্যন্ত পেয়েছে ১৯ পয়েন্ট। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া-তিনটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ।
আর্জেন্টিনা,ব্রাজিল-লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীই আজ দুর্দান্ত জয় পেয়েছে। প্রতিপক্ষ দলগুলো দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা-ব্রাজিলের সামনে। এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বলিভিয়াকে। আলবিসেলেস্তেরা যেমন স্বাগতিক হিসেবে জয় পেয়েছে, ব্রাজিলও তেমনি। অ্যারেনা বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে পেরুকে ৪-০ গোল উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
ব্রাজিল-পেরু ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ৩৮ মিনিটে।পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো পেনাল্টি বক্সে ব্রাজিলের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দারুণ এক পেনাল্টিতে সেলেসাওদের এগিয়ে নেন রাফিনিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
৫৪ মিনিটে ব্রাজিল পায় দ্বিতীয় গোল। এই গোলটিও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পায় পেনাল্টি থেকে। গোল করেন সেই রাফিনিয়া। এবারও খলনায়ক পেরুর ডিফেন্ডার জামব্রানো। ব্রাজিলের ফরোয়ার্ড সাভিনিওকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সাভিনিও চোটে পড়ায় ম্যাচে সামান্য দেরি হয়। ৫৫ মিনিটে জামব্রানোকে দেখানো হয় হলুদ কার্ড।
রাফিনিয়া জোড়া গোল করার পর ব্রাজিলের তৃতীয় গোল করেন আন্দ্রেস পেরেইরা। ৭১ মিনিটে ডান পাশ থেকে ক্রস করেন লুইস হেনরিক। সেই পাস রিসিভ করে দুর্দান্ত এক সিজার-কিক ভলিতে লক্ষ্যভেদ করেন পেরেইরা। এই হেনরিকের পা থেকে আসে ব্রাজিলের চতুর্থ গোল। ৭৪ মিনিটে হেনরিককে গোল করতে সহায়তা করেন ইগোর হেসুস।
ব্রাজিলের সমান ১৬ পয়েন্ট থাকলেও বাছাইপর্বে উরুগুয়ে এগিয়ে গোল ব্যবধানের কারণে। উরুগুয়ে ও ব্রাজিলের গোল ব্যবধান +৭ ও +৬। দুটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। ব্রাজিল জিতেছে ৫ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে উরুগুয়ে ৪টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দুই ম্যাচ খেলবে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে।
অক্টোবর মাস আসতেই যেন বদলে গেল ব্রাজিল। যে ব্রাজিল কয়েক মাস আগেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, কোপা আমেরিকা থেকে ন্যক্কারজনকভাবে বিদায় নিয়েছিল, তাদের এবার জয়রথ ছুটছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পাল্লা দিচ্ছে সবশেষ কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-কলম্বিয়ার সঙ্গে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। দুটি ম্যাচই সেলেসাওরা খেলেছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে পয়েন্ট তালিকার চারে এখন ব্রাজিল। এই তালিকায় সবার ওপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২। দুইয়ে থাকা কলম্বিয়া এখন পর্যন্ত পেয়েছে ১৯ পয়েন্ট। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া-তিনটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ।
আর্জেন্টিনা,ব্রাজিল-লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীই আজ দুর্দান্ত জয় পেয়েছে। প্রতিপক্ষ দলগুলো দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা-ব্রাজিলের সামনে। এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বলিভিয়াকে। আলবিসেলেস্তেরা যেমন স্বাগতিক হিসেবে জয় পেয়েছে, ব্রাজিলও তেমনি। অ্যারেনা বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে পেরুকে ৪-০ গোল উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
ব্রাজিল-পেরু ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ৩৮ মিনিটে।পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো পেনাল্টি বক্সে ব্রাজিলের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দারুণ এক পেনাল্টিতে সেলেসাওদের এগিয়ে নেন রাফিনিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
৫৪ মিনিটে ব্রাজিল পায় দ্বিতীয় গোল। এই গোলটিও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পায় পেনাল্টি থেকে। গোল করেন সেই রাফিনিয়া। এবারও খলনায়ক পেরুর ডিফেন্ডার জামব্রানো। ব্রাজিলের ফরোয়ার্ড সাভিনিওকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সাভিনিও চোটে পড়ায় ম্যাচে সামান্য দেরি হয়। ৫৫ মিনিটে জামব্রানোকে দেখানো হয় হলুদ কার্ড।
রাফিনিয়া জোড়া গোল করার পর ব্রাজিলের তৃতীয় গোল করেন আন্দ্রেস পেরেইরা। ৭১ মিনিটে ডান পাশ থেকে ক্রস করেন লুইস হেনরিক। সেই পাস রিসিভ করে দুর্দান্ত এক সিজার-কিক ভলিতে লক্ষ্যভেদ করেন পেরেইরা। এই হেনরিকের পা থেকে আসে ব্রাজিলের চতুর্থ গোল। ৭৪ মিনিটে হেনরিককে গোল করতে সহায়তা করেন ইগোর হেসুস।
ব্রাজিলের সমান ১৬ পয়েন্ট থাকলেও বাছাইপর্বে উরুগুয়ে এগিয়ে গোল ব্যবধানের কারণে। উরুগুয়ে ও ব্রাজিলের গোল ব্যবধান +৭ ও +৬। দুটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। ব্রাজিল জিতেছে ৫ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে উরুগুয়ে ৪টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দুই ম্যাচ খেলবে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
২৬ মিনিট আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৩ ঘণ্টা আগে