Ajker Patrika

এখনো বয়কটের সিদ্ধান্তে অনড় স্পেনের বিশ্বজয়ী নারীরা 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ২৭
এখনো বয়কটের সিদ্ধান্তে অনড় স্পেনের বিশ্বজয়ী নারীরা 

আগস্ট থেকে স্পেন ফুটবল দলে চলছে টালমাটাল অবস্থা। বহুল আলোচিত ‘চুমুকাণ্ডের’ পর স্পেন ফুটবল ফেডারেশনে এসেছে অনেক বদল। তবু স্পেন দলে খেলতে চান না বিশ্বকাপজয়ী নারী ফুটবলাররা। 

গত ২০ আগস্ট সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দে আতিশয্যে জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন লুইস রুবিয়ালেস। ঘটনার এক সপ্তাহ পরই স্পেনের ৮১ নারী ফুটবলার বয়কটের ঘোষণা দেন। এরপরই তৎকালীন কোচ হোর্হে ভিলদা বরখাস্ত হয়েছেন। এরপরও এই সিদ্ধান্তে অনড় থাকে তারা। গত শুক্রবার স্পেনের ২১ বিশ্বজয়ী ফুটবলারসহ ৩৯ নারী ফুটবলার যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা এখনো নিরাপদ মনে করছেন না। ফেডারেশনে আর কোনো পরিবর্তন না করা হলে খেলবেনই না। 

এই টালমাটাল অবস্থার মধ্যেই স্পেন নারী দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মোন্তসে তোমি। গতকাল তিনি নেশনস লিগের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই ১৫ জনই স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবল দলের সদস্য। দলে আছেন দুইবারের ব্যালন ডি অরী অ্যালেক্সিয়া পুতেলা। বাদ পড়েছেন হারমোসো। তবে দলে ডাক পেলেও ফুটবলাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড় থেকেছেন। ফুটপ্রোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এমন এক অবস্থায় ফেলা হয়েছে, যেখানে আমরা থাকতে চাইনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) আমরা এরই মধ্যে সবকিছু জানিয়ে দিয়েছি। আরএফএফ আমাদের কাছে যেসব আইনি প্রক্রিয়ার কথা বলেছে, আমরা তা খতিয়ে দেখছি। আশা করি, তারা আমাদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে।’ 

চুমুকাণ্ডের পর প্রথমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে রুবিয়ালেস পদত্যাগ করতে চাননি। কেননা তাঁর কাছে এটাকে গুরুতর মনে হয়নি। এরপরই তাঁর (রুবিয়ালেস) ওপর বেশ ঝড় বয়ে গেছে। ফিফা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। তাঁর মা অনশন ডেকেছিলেন। রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন হারমোসো। এরপর রুবিয়ালেস পদত্যাগই করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত