ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির কাছ থেকে ম্যাচটা প্রায় ফস্কেই যাচ্ছিল। এলএ গ্যালাক্সির ম্যাচ জয় ছিল সময়ের ব্যাপার। তবে যেখানে লিওনেল মেসি আছেন, ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা যেন ‘শেষ হয়েও হলো না শেষ।’ ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে আজ ‘উদ্ধারকর্তা’ হয়ে বাঁচালেন মায়ামিকে।
বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে মায়ামি। অন্যদিকে এলএ গ্যালাক্সি বল দখলে রেখেছিল ৩৬ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ৯টি। ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
ম্যাচে দ্রুতই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। ১০ মিনিটে দলটির ফরোয়ার্ড জোসেফ পেইন্টসিল এক ক্রস করেন। সেই ক্রস থেকে হেড করেও লক্ষ্যভেদ করতে পারেননি আরেক ফরোয়ার্ড দেয়ান জোভেলজিচ। এরপর ১৩ মিনিটে গোল করার সহজ সুযোগ পেয়েছিল এলএ গ্যালাক্সি। পেনাল্টি থেকে শট নেন মিডফিল্ডার রিকি পুই। তবে এখানে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এলএ গ্যালাক্সির সহজ গোলের সুযোগ প্রতিহত করেছেন। এরপর এভাবেই গোলের সুযোগ তৈরি করতে থাকে এলএ গ্যালাক্সি। তবে ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারছিল না দলটি। যার মধ্যে ২৯ মিনিটে পুইয়ের নিশ্চিত গোল বাঁচান মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার।
এলএ গ্যালাক্সির একের পর এক সুযোগ হাতছাড়ার মহড়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে মায়ামি। ৩০ মিনিটে এলএ গ্যালাক্সির লক্ষ্য বরাবর শট করেন মেসি। তবে আর্জেন্টাইন ফুটবলারকে হতাশ করেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক জন ম্যাকার্থি। ৩৮ মিনিটে মেসির আরেক শট এলএ গ্যালাক্সির রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই আক্রমণে যায় মায়ামি। ৪৭ মিনিটে দলটির মিডফিল্ডার দিয়েগো গোমেজ গোলের সুযোগ তৈরি করেন। তবে এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থির দৃঢ়তায় তা সম্ভব হয়নি। এরপর পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। দলটির ফরোয়ার্ড পেইন্টসিল ৫৭ মিনিটে শট নেন মায়ামির লক্ষ্য বরাবর। তবে মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার তা হতে দেননি। এরপর ৫৯ মিনিটে মেসির নিশ্চিত গোল বাঁচিয়েছেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থি। এভাবে আক্রমণ-প্রতি আক্রমণে কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৭৫ মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ও গোলটি করেন এলএ গ্যালাক্সির ফরোয়ার্ড জোভেলজিচ। জোভেলজিচকে অ্যাসিস্ট করেন মার্ক দেলগাদো। এই দেলগাদো ৮৮ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন দ্বিতীয় হলুদ কার্ড দেখে। ম্যাচেই ৪৬ মিনিটে দেখেন প্রথম হলুদ কার্ড।
নির্ধারিত ৯০ মিনিট সময়ে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে এলএ গ্যালাক্সি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ২ মিনিটে মায়ামির সমতাসূচক গোল করেন মেসি। জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। শেষ পর্যন্ত এলএ গ্যালাক্সি-মায়ামি ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।
১-১ গোলের ড্রয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট পেল মায়ামি। এর আগে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে এবারের এমএলএস শুরু করেছিল মায়ামি। রিয়াল সল্ট লেক, এলএ গ্যালাক্সি দল দুটি আবার ওয়েস্টার্ন কনফারেন্সের।
ইন্টার মায়ামির কাছ থেকে ম্যাচটা প্রায় ফস্কেই যাচ্ছিল। এলএ গ্যালাক্সির ম্যাচ জয় ছিল সময়ের ব্যাপার। তবে যেখানে লিওনেল মেসি আছেন, ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা যেন ‘শেষ হয়েও হলো না শেষ।’ ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে আজ ‘উদ্ধারকর্তা’ হয়ে বাঁচালেন মায়ামিকে।
বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে মায়ামি। অন্যদিকে এলএ গ্যালাক্সি বল দখলে রেখেছিল ৩৬ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ৯টি। ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
ম্যাচে দ্রুতই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। ১০ মিনিটে দলটির ফরোয়ার্ড জোসেফ পেইন্টসিল এক ক্রস করেন। সেই ক্রস থেকে হেড করেও লক্ষ্যভেদ করতে পারেননি আরেক ফরোয়ার্ড দেয়ান জোভেলজিচ। এরপর ১৩ মিনিটে গোল করার সহজ সুযোগ পেয়েছিল এলএ গ্যালাক্সি। পেনাল্টি থেকে শট নেন মিডফিল্ডার রিকি পুই। তবে এখানে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এলএ গ্যালাক্সির সহজ গোলের সুযোগ প্রতিহত করেছেন। এরপর এভাবেই গোলের সুযোগ তৈরি করতে থাকে এলএ গ্যালাক্সি। তবে ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারছিল না দলটি। যার মধ্যে ২৯ মিনিটে পুইয়ের নিশ্চিত গোল বাঁচান মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার।
এলএ গ্যালাক্সির একের পর এক সুযোগ হাতছাড়ার মহড়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে মায়ামি। ৩০ মিনিটে এলএ গ্যালাক্সির লক্ষ্য বরাবর শট করেন মেসি। তবে আর্জেন্টাইন ফুটবলারকে হতাশ করেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক জন ম্যাকার্থি। ৩৮ মিনিটে মেসির আরেক শট এলএ গ্যালাক্সির রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই আক্রমণে যায় মায়ামি। ৪৭ মিনিটে দলটির মিডফিল্ডার দিয়েগো গোমেজ গোলের সুযোগ তৈরি করেন। তবে এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থির দৃঢ়তায় তা সম্ভব হয়নি। এরপর পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। দলটির ফরোয়ার্ড পেইন্টসিল ৫৭ মিনিটে শট নেন মায়ামির লক্ষ্য বরাবর। তবে মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার তা হতে দেননি। এরপর ৫৯ মিনিটে মেসির নিশ্চিত গোল বাঁচিয়েছেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থি। এভাবে আক্রমণ-প্রতি আক্রমণে কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৭৫ মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ও গোলটি করেন এলএ গ্যালাক্সির ফরোয়ার্ড জোভেলজিচ। জোভেলজিচকে অ্যাসিস্ট করেন মার্ক দেলগাদো। এই দেলগাদো ৮৮ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন দ্বিতীয় হলুদ কার্ড দেখে। ম্যাচেই ৪৬ মিনিটে দেখেন প্রথম হলুদ কার্ড।
নির্ধারিত ৯০ মিনিট সময়ে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে এলএ গ্যালাক্সি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ২ মিনিটে মায়ামির সমতাসূচক গোল করেন মেসি। জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। শেষ পর্যন্ত এলএ গ্যালাক্সি-মায়ামি ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।
১-১ গোলের ড্রয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট পেল মায়ামি। এর আগে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে এবারের এমএলএস শুরু করেছিল মায়ামি। রিয়াল সল্ট লেক, এলএ গ্যালাক্সি দল দুটি আবার ওয়েস্টার্ন কনফারেন্সের।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ মিনিট আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
১ ঘণ্টা আগে