Ajker Patrika

শেষ মুহূর্তের গোলে মায়ামিকে বাঁচালেন মেসি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ২০
শেষ মুহূর্তের গোলে মায়ামিকে বাঁচালেন মেসি 

ইন্টার মায়ামির কাছ থেকে ম্যাচটা প্রায় ফস্কেই যাচ্ছিল। এলএ গ্যালাক্সির ম্যাচ জয় ছিল সময়ের ব্যাপার। তবে যেখানে লিওনেল মেসি আছেন, ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা যেন ‘শেষ হয়েও হলো না শেষ।’ ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে আজ ‘উদ্ধারকর্তা’ হয়ে বাঁচালেন মায়ামিকে।

বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি।  ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫ শট করে মায়ামি। অন্যদিকে এলএ গ্যালাক্সি বল দখলে রেখেছিল ৩৬ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ৯টি। ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

ম্যাচে দ্রুতই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। ১০ মিনিটে দলটির ফরোয়ার্ড জোসেফ পেইন্টসিল এক ক্রস করেন। সেই ক্রস থেকে হেড করেও লক্ষ্যভেদ করতে পারেননি আরেক ফরোয়ার্ড দেয়ান জোভেলজিচ। এরপর ১৩ মিনিটে গোল করার সহজ সুযোগ পেয়েছিল এলএ গ্যালাক্সি। পেনাল্টি থেকে শট নেন মিডফিল্ডার রিকি পুই। তবে এখানে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এলএ গ্যালাক্সির সহজ গোলের সুযোগ প্রতিহত করেছেন। এরপর এভাবেই গোলের সুযোগ তৈরি করতে থাকে এলএ গ্যালাক্সি। তবে ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারছিল না দলটি। যার মধ্যে ২৯ মিনিটে পুইয়ের নিশ্চিত গোল বাঁচান মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার।   

এলএ গ্যালাক্সির একের পর এক সুযোগ হাতছাড়ার মহড়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে মায়ামি। ৩০ মিনিটে এলএ গ্যালাক্সির লক্ষ্য বরাবর শট করেন মেসি। তবে আর্জেন্টাইন ফুটবলারকে হতাশ করেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক জন ম্যাকার্থি।  ৩৮ মিনিটে মেসির আরেক শট এলএ গ্যালাক্সির  রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই আক্রমণে যায় মায়ামি। ৪৭ মিনিটে দলটির মিডফিল্ডার দিয়েগো গোমেজ গোলের সুযোগ তৈরি করেন। তবে এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থির দৃঢ়তায় তা সম্ভব হয়নি। এরপর পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে এলএ গ্যালাক্সি। দলটির ফরোয়ার্ড পেইন্টসিল ৫৭ মিনিটে শট নেন মায়ামির লক্ষ্য বরাবর। তবে মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার তা হতে দেননি। এরপর ৫৯ মিনিটে মেসির নিশ্চিত গোল বাঁচিয়েছেন এলএ গ্যালাক্সির গোলরক্ষক ম্যাকার্থি। এভাবে আক্রমণ-প্রতি আক্রমণে কোনো দলই গোলমুখ খুলতে পারছিল না। ৭৫ মিনিটে ম্যাচে  প্রথম গোলের দেখা মেলে ও গোলটি করেন এলএ গ্যালাক্সির ফরোয়ার্ড জোভেলজিচ। জোভেলজিচকে অ্যাসিস্ট করেন মার্ক দেলগাদো। এই দেলগাদো ৮৮ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন দ্বিতীয় হলুদ কার্ড দেখে। ম্যাচেই ৪৬ মিনিটে দেখেন প্রথম হলুদ কার্ড।

ইন্টার মায়ামিকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচালেন লিওনেল মেসি। ছবি: এএফপি নির্ধারিত ৯০ মিনিট সময়ে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে এলএ গ্যালাক্সি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ২ মিনিটে মায়ামির সমতাসূচক গোল করেন মেসি। জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। শেষ পর্যন্ত এলএ গ্যালাক্সি-মায়ামি ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।    

১-১ গোলের ড্রয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট পেল মায়ামি। এর আগে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে এবারের এমএলএস শুরু করেছিল মায়ামি। রিয়াল সল্ট লেক, এলএ গ্যালাক্সি দল দুটি আবার ওয়েস্টার্ন কনফারেন্সের।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত