৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রেকর্ড বইয়ে চেলসির তরুণ ফুটবলার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৪: ৪৩
Thumbnail image

ম্যাচের তখন ১০০ মিনিট পেরিয়ে গেছে। ৩-৩ গোলে ম্যাচ সমতায়। এমন পরিস্থিতিতে ম্যাচ ড্র হওয়াটাই স্বাভাবিক পরিণতি। বলা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজে গত রাতে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ ম্যাচের কথা। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যায়’ বলেও তো একটা কথা আছে। ড্র ছাপিয়ে ম্যাচের ফল এসেছে। 

রোমাঞ্চে ভরপুর চেলসি-ম্যান ইউ ম্যাচে শেষ হাসি হেসেছে চেলসি। ব্লুজদের রোমাঞ্চকর জয়ের নায়ক কোল পামার। শেষ মুহূর্তে এসে করেন জোড়া গোল, যার মধ্যে ১০০ মিনিটে গোল করেন পেনাল্টি থেকে। এনজো ফার্নান্দোজের অ্যাসিস্টে ১০১ মিনিটে দুর্দান্ত এক গোল করেন পামার। একই সঙ্গে পামারের হ্যাটট্রিকও হয়ে যায়। তাঁর হ্যাটট্রিক করা গোলটির সময় ১০১ মিনিট দেখালেও গোলটি হয়েছে ১০০ মিনিট ৩৯ সেকেন্ডে। শেষ পর্যন্ত চেলসি ৪-৩ ব্যবধানে হারায় ম্যান ইউকে। চেলসির অ্যাটাকিং মিডফিল্ডারের তৃতীয় গোলটি প্রিমিয়ার লিগে অন্তিম সময়ের জয়সূচক গোল হিসেবে রেকর্ড বইয়ে জায়গা পেয়েছে। ফুটবলের ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপ্টা অ্যানালিস্ট’-এর মতে, ২০০৬-০৭ মৌসুমের পর এটাই ম্যাচের শেষ সময়ের জয়সূচক গোল। 

‘অপ্টা অ্যানালিস্ট’ পামারের আরও কিছু রেকর্ডের কথা উল্লেখ করেছে। প্রিমিয়ার লিগে চেলসির ২০০তম ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। হ্যাটট্রিকের সময় পামারের বয়স ছিল ২১ বছর ৩৩৪ দিন। ম্যান ইউর বিপক্ষে প্রিমিয়ার লিগে এক ম্যাচে ৩ বা তার বেশি গোল করা তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হলেন পামার। এই তালিকায় পামারের চেয়ে এগিয়ে আছেন রোমেলু লুকাকু ও ডেভিড বেন্টলি। ২০১৩ সালের মে মাসে লুকাকুর তখন বয়স ছিল ২০ বছর ৬ দিন। প্রিমিয়ার লিগে এক ম্যাচে ম্যান ইউর বিপক্ষে ৩ বা তার বেশি গোল করা ফুটবলারদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে বেন্টলি যখন এমন কীর্তি গড়েন, তখন তাঁর বয়স ছিল ২১ বছর ১৫৮ দিন। 

৭ গোলের রোমাঞ্চকর চেলসি-ম্যান ইউ ম্যাচে প্রথমে এগিয়ে যায় চেলসি। ৭ মিনিটে গোল করেন চেলসি মিডফিল্ডার কনর গ্যালাঘার। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পামার। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যান ইউ সমতায় ফেরে ঝড়ের গতিতে। ৩৪ ও ৩৯ মিনিটে ম্যান ইউর গোল দুটি করেন আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফার্নান্দেজ। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। ৬৭ মিনিটে গারনাচো নিজের দ্বিতীয় গোল করেন। তাতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ। সেখান থেকে পামারের ম্যাচ জেতানো রোমাঞ্চকর গোল দুটির গল্প তো আগেই বলা। 

৪-৩ গোলে জেতা চেলসি এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দশ নম্বরে। ২৯ ম্যাচে ১২ জয়, ৭ ড্র ও ১০ পরাজয়ে দলটির পয়েন্ট এখন ৪৩। চেলসির জয়ে যে সেরা চারে থাকার দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়ল ম্যান ইউ। ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে ইউনাইটেড। চারে থাকা অ্যাস্টন ভিলা ৩১ ম্যাচে পেয়েছে ৫৯ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত