ক্রীড়া ডেস্ক
ভবিষ্যৎ নিয়ে মানুষের আগ্রহ তো চিরন্তন। ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে তাই ভক্তদের আগ্রহ, কৌতূহল একটু বেশিই। পরবর্তী বিশ্বকাপ কেমন হবে, তা নিয়ে চলছে নানা রকম জল্পনা-কল্পনা।
গত বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের লোগো প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের ট্রফির পেছনে সাদা রঙে ‘২৬’ সংখ্যা দিয়ে তৈরি করা হয়েছে লোগো। প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির সঙ্গে ব্যবহার করা হয়েছে সাল। সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘উই আর ২৬ ’। লোগোর ডিজাইনটি করেছে ফিফার ব্র্যান্ড টিম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ট্রফি এবং বছরের ছবি প্রতিটি আয়োজক দেশের স্বাতন্ত্র্যের প্রতিফলন। আগামী বছরগুলোতে তা আলাদা এক ব্র্যান্ড কাঠামো তৈরি করে।’ ‘উই আর ২৬’ ক্যাম্পেইনে লোগোতে বিভিন্ন শহরের রং ব্যবহার করা হবে। উদাহরণস্বরূপ, কানসাস শহরের লোগো লাল ও নীল। ‘উই আর কানসাস সিটি’ এতে বোঝা যাবে কানসাস ঝরনার শহর।
কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো—যৌথভাবে তিন দেশে হবে ২০২৬ বিশ্বকাপ। ২৩তম বিশ্বকাপ হবে ১৬ স্টেডিয়ামে। তিন দেশে বিশ্বকাপ হওয়ায় যাতায়াত ও সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় নিয়ে অনেক দিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল। এ সমস্যার সমাধানও দিয়েছেন ইনফান্তিনো, ‘বিশ্বকাপের রাউন্ড অনুযায়ী দলগুলো সুবিধাজনক স্থানে রাখা হবে। যেন ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত অসুবিধা না হয়। কাতার বিশ্বকাপে এই সুযোগ-সুবিধা পেয়েছে দলগুলো।’
ভবিষ্যৎ নিয়ে মানুষের আগ্রহ তো চিরন্তন। ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে তাই ভক্তদের আগ্রহ, কৌতূহল একটু বেশিই। পরবর্তী বিশ্বকাপ কেমন হবে, তা নিয়ে চলছে নানা রকম জল্পনা-কল্পনা।
গত বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের লোগো প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের ট্রফির পেছনে সাদা রঙে ‘২৬’ সংখ্যা দিয়ে তৈরি করা হয়েছে লোগো। প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির সঙ্গে ব্যবহার করা হয়েছে সাল। সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘উই আর ২৬ ’। লোগোর ডিজাইনটি করেছে ফিফার ব্র্যান্ড টিম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ট্রফি এবং বছরের ছবি প্রতিটি আয়োজক দেশের স্বাতন্ত্র্যের প্রতিফলন। আগামী বছরগুলোতে তা আলাদা এক ব্র্যান্ড কাঠামো তৈরি করে।’ ‘উই আর ২৬’ ক্যাম্পেইনে লোগোতে বিভিন্ন শহরের রং ব্যবহার করা হবে। উদাহরণস্বরূপ, কানসাস শহরের লোগো লাল ও নীল। ‘উই আর কানসাস সিটি’ এতে বোঝা যাবে কানসাস ঝরনার শহর।
কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো—যৌথভাবে তিন দেশে হবে ২০২৬ বিশ্বকাপ। ২৩তম বিশ্বকাপ হবে ১৬ স্টেডিয়ামে। তিন দেশে বিশ্বকাপ হওয়ায় যাতায়াত ও সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় নিয়ে অনেক দিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল। এ সমস্যার সমাধানও দিয়েছেন ইনফান্তিনো, ‘বিশ্বকাপের রাউন্ড অনুযায়ী দলগুলো সুবিধাজনক স্থানে রাখা হবে। যেন ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত অসুবিধা না হয়। কাতার বিশ্বকাপে এই সুযোগ-সুবিধা পেয়েছে দলগুলো।’
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
৭ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
৪২ মিনিট আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে