Ajker Patrika

২০২৬ বিশ্বকাপের লোগোর অর্থ কী

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ মে ২০২৩, ২২: ০৮
২০২৬ বিশ্বকাপের লোগোর অর্থ কী

ভবিষ্যৎ নিয়ে মানুষের আগ্রহ তো চিরন্তন। ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে তাই ভক্তদের আগ্রহ, কৌতূহল একটু বেশিই। পরবর্তী বিশ্বকাপ কেমন হবে, তা নিয়ে চলছে নানা রকম জল্পনা-কল্পনা। 

গত বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের লোগো প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের ট্রফির পেছনে সাদা রঙে ‘২৬’ সংখ্যা দিয়ে তৈরি করা হয়েছে লোগো। প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির সঙ্গে ব্যবহার করা হয়েছে সাল। সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘উই আর ২৬ ’। লোগোর  ডিজাইনটি করেছে ফিফার ব্র্যান্ড টিম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ট্রফি এবং বছরের ছবি প্রতিটি আয়োজক দেশের স্বাতন্ত্র্যের প্রতিফলন। আগামী বছরগুলোতে তা আলাদা এক ব্র্যান্ড কাঠামো তৈরি করে।’ ‘উই আর ২৬’ ক্যাম্পেইনে লোগোতে বিভিন্ন শহরের রং ব্যবহার করা হবে। উদাহরণস্বরূপ, কানসাস শহরের লোগো লাল ও নীল। ‘উই আর কানসাস সিটি’ এতে বোঝা যাবে কানসাস ঝরনার শহর। 

কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো—যৌথভাবে তিন দেশে হবে ২০২৬ বিশ্বকাপ। ২৩তম বিশ্বকাপ হবে ১৬ স্টেডিয়ামে। তিন দেশে বিশ্বকাপ হওয়ায় যাতায়াত ও সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় নিয়ে অনেক দিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল। এ সমস্যার সমাধানও দিয়েছেন ইনফান্তিনো, ‘বিশ্বকাপের রাউন্ড অনুযায়ী দলগুলো সুবিধাজনক স্থানে রাখা হবে। যেন ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত অসুবিধা না হয়। কাতার বিশ্বকাপে এই সুযোগ-সুবিধা পেয়েছে দলগুলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত