ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। জিততেই হবে এমন সমীকরণে খেলতে নেমে মিশরকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ২২ বছর বয়সী সেন্টার ব্যাক ফাকুন্দো মেদিনা। এই জয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে টোকিও অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মিশর। সাপ্পোরো দোমে স্টেডিয়ামে রোববার ‘সি’ গ্রুপের এই ম্যাচে দুই দলই জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। স্পেনের বিপক্ষে ম্যাচের মতো এদিন আর্জেন্টিনাকেও রুখে দেওয়ার আশা দেখছিল মিশর।
তবে মিশরের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। ম্যাচের ৫২ মিনিটে সেন্টার ব্যাক মেদিনা এগিয়ে দেন আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত এই গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ম্যাচে মোট ১১টি শট নেয় দুই বারের সোনাজয়ী আর্জেন্টিনা। যদিও এর মধ্যে দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। মিশরও ৮ শটের দুটি পোস্টে রাখতে পারে। ফাউলেও পিছিয়ে ছিল না দুই দল। ম্যাচে আর্জেন্টিনা ১১টি ও মিশর ১৫টি ফাউল করেছে।
টোকিও অলিম্পিকের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে। একই দিনে মিশর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। জিততেই হবে এমন সমীকরণে খেলতে নেমে মিশরকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ২২ বছর বয়সী সেন্টার ব্যাক ফাকুন্দো মেদিনা। এই জয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে টোকিও অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মিশর। সাপ্পোরো দোমে স্টেডিয়ামে রোববার ‘সি’ গ্রুপের এই ম্যাচে দুই দলই জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। স্পেনের বিপক্ষে ম্যাচের মতো এদিন আর্জেন্টিনাকেও রুখে দেওয়ার আশা দেখছিল মিশর।
তবে মিশরের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। ম্যাচের ৫২ মিনিটে সেন্টার ব্যাক মেদিনা এগিয়ে দেন আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত এই গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ম্যাচে মোট ১১টি শট নেয় দুই বারের সোনাজয়ী আর্জেন্টিনা। যদিও এর মধ্যে দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। মিশরও ৮ শটের দুটি পোস্টে রাখতে পারে। ফাউলেও পিছিয়ে ছিল না দুই দল। ম্যাচে আর্জেন্টিনা ১১টি ও মিশর ১৫টি ফাউল করেছে।
টোকিও অলিম্পিকের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে। একই দিনে মিশর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে