ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১০ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে