ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল...
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
১২ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
১২ ঘণ্টা আগে