নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাঁদের নিয়ে সংবাদ সম্মেলন, বসার জায়গাই পেলেন না তাঁরা। শিরোপা জিতে যাঁরা এনে দিলেন আনন্দের উপলক্ষ, কর্মকর্তাদের চেহারা দেখানোর ভিড়ে তাঁরাই হয়ে গেলেন ব্রাত্য!
কাঠমান্ডু থেকে দেড় ঘণ্টার বিমানযাত্রা শেষে দুপুর ২টার কিছু আগে দেশে পৌঁছান সাফজয়ী নারী দলের সদস্যরা। উপচে পড়া ভিড়ের কারণে বিমানবন্দরে বাতিল করা হয় ফুটবলারদের সংবাদ সম্মেলন। বেলা ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হোন ফুটবলাররা। চার ঘণ্টার যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় যখন বাফুফে ভবনে পৌঁছে বাস, ফুটবলারদের চোখে তখন রাজ্যের ক্লান্তি।
এই ক্লান্তির কারণে অধিকাংশ ফুটবলারই চলে যান নিজ নিজ কক্ষে। সংবাদ সম্মেলনের জন্য নিচতলায় রয়ে যান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, সানজিদা আক্তারসহ দলের কয়েক সদস্য।
শিরোপাজয়ী নারীদের কথা শোনার অপেক্ষায় দীর্ঘ সময় বাফুফে ভবনে অপেক্ষা করেছেন সংবাদকর্মীরা। অবাক করার মতো বিষয় হচ্ছে, রাত ৮.৩০ মিনিটে শুরু হওয়া সেই সংবাদ সম্মেলনে ফুটবলার-কোচ কথা বলার সুযোগ পেলেন কম। বসার মতো সুযোগ পেলেন এর চেয়েও কম। সংবাদ সম্মেলনের অধিকাংশ সময় দাঁড়িয়ে রইলেন এক কোণে। যাঁদের অর্জন, সেই ফুটবলারদের গুণকীর্তন করতে গিয়ে সময়ের অধিকাংশটাই নষ্ট করলেন কর্মকর্তারা।
উল্লেখিত বিষয় হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে বাফুফে ভবনে অপরিচিত মানুষদের চেহারাই বেশি দেখা গেছে। অনাহূত এই মানুষদের আটকাতে ব্যর্থতাই দেখিয়েছে বাফুফে। তাদের কোলাহল ও ভিড়ে স্বস্তিতে দাঁড়ানোর মতো জায়গাই পাননি ফুটবলাররা। বাতাস বন্ধ কক্ষে অসুস্থ বোধ করায় সাবিনা বাদে বাকি ফুটবলাররা সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বের হয়ে যান। যাওয়ার সময় এক ফুটবলার বলে গেলেন, ‘এর চেয়ে মাঠের গরমেই মরা ভালো!’
যাঁদের নিয়ে সংবাদ সম্মেলন, বসার জায়গাই পেলেন না তাঁরা। শিরোপা জিতে যাঁরা এনে দিলেন আনন্দের উপলক্ষ, কর্মকর্তাদের চেহারা দেখানোর ভিড়ে তাঁরাই হয়ে গেলেন ব্রাত্য!
কাঠমান্ডু থেকে দেড় ঘণ্টার বিমানযাত্রা শেষে দুপুর ২টার কিছু আগে দেশে পৌঁছান সাফজয়ী নারী দলের সদস্যরা। উপচে পড়া ভিড়ের কারণে বিমানবন্দরে বাতিল করা হয় ফুটবলারদের সংবাদ সম্মেলন। বেলা ৩টার দিকে ছাদখোলা বাসে করে বাফুফের পথে রওনা হোন ফুটবলাররা। চার ঘণ্টার যাত্রা শেষে সন্ধ্যা ৭টায় যখন বাফুফে ভবনে পৌঁছে বাস, ফুটবলারদের চোখে তখন রাজ্যের ক্লান্তি।
এই ক্লান্তির কারণে অধিকাংশ ফুটবলারই চলে যান নিজ নিজ কক্ষে। সংবাদ সম্মেলনের জন্য নিচতলায় রয়ে যান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা, সানজিদা আক্তারসহ দলের কয়েক সদস্য।
শিরোপাজয়ী নারীদের কথা শোনার অপেক্ষায় দীর্ঘ সময় বাফুফে ভবনে অপেক্ষা করেছেন সংবাদকর্মীরা। অবাক করার মতো বিষয় হচ্ছে, রাত ৮.৩০ মিনিটে শুরু হওয়া সেই সংবাদ সম্মেলনে ফুটবলার-কোচ কথা বলার সুযোগ পেলেন কম। বসার মতো সুযোগ পেলেন এর চেয়েও কম। সংবাদ সম্মেলনের অধিকাংশ সময় দাঁড়িয়ে রইলেন এক কোণে। যাঁদের অর্জন, সেই ফুটবলারদের গুণকীর্তন করতে গিয়ে সময়ের অধিকাংশটাই নষ্ট করলেন কর্মকর্তারা।
উল্লেখিত বিষয় হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে বাফুফে ভবনে অপরিচিত মানুষদের চেহারাই বেশি দেখা গেছে। অনাহূত এই মানুষদের আটকাতে ব্যর্থতাই দেখিয়েছে বাফুফে। তাদের কোলাহল ও ভিড়ে স্বস্তিতে দাঁড়ানোর মতো জায়গাই পাননি ফুটবলাররা। বাতাস বন্ধ কক্ষে অসুস্থ বোধ করায় সাবিনা বাদে বাকি ফুটবলাররা সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বের হয়ে যান। যাওয়ার সময় এক ফুটবলার বলে গেলেন, ‘এর চেয়ে মাঠের গরমেই মরা ভালো!’
ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
১৯ মিনিট আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
১ ঘণ্টা আগেঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৪ ঘণ্টা আগে