ক্রীড়া ডেস্ক
গোলপোস্টে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী। তাঁর বীরত্বে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা। অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কেও কম যান না এমিলিয়ানো মার্তিনেজ। বিতর্কিত কাণ্ডে এবার শাস্তি পেলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মার্তিনেজকে নিষিদ্ধ করল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার দায়ে মার্তিনেজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। জানা গেছে, দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ৩২ বছর বয়সী গোলরক্ষককে।
প্রথমত, গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদ্যাপন করেন মার্তিনেজ। যেমনটা করেছিলেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর। এ রকম উদ্যাপনের জন্য ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছিল।
দ্বিতীয়ত, পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেজ তাঁকে লাঞ্চিত করেছেন। এ ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচে মার্তিনেজকে পাবে না আলিবেসেলেস্তেরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্তিনেজের শাস্তির খবর নিশ্চিত করে জানিয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়।
মার্তিনেজ আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিতর্কিত কাণ্ডও যেন তাঁর সাফল্যের পায়ে পা রেখে চলে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
গোলপোস্টে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী। তাঁর বীরত্বে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা। অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কেও কম যান না এমিলিয়ানো মার্তিনেজ। বিতর্কিত কাণ্ডে এবার শাস্তি পেলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মার্তিনেজকে নিষিদ্ধ করল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার দায়ে মার্তিনেজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। জানা গেছে, দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ৩২ বছর বয়সী গোলরক্ষককে।
প্রথমত, গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদ্যাপন করেন মার্তিনেজ। যেমনটা করেছিলেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর। এ রকম উদ্যাপনের জন্য ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছিল।
দ্বিতীয়ত, পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেজ তাঁকে লাঞ্চিত করেছেন। এ ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচে মার্তিনেজকে পাবে না আলিবেসেলেস্তেরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্তিনেজের শাস্তির খবর নিশ্চিত করে জানিয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়।
মার্তিনেজ আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিতর্কিত কাণ্ডও যেন তাঁর সাফল্যের পায়ে পা রেখে চলে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
আক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ মিনিট আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
৩০ মিনিট আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
১ ঘণ্টা আগেলিগ পর্বে তাদের আরও ম্যাচ আছে চারটি। টানা ৮ ম্যাচে দাপুটে জয়। উড়তে উড়তে যেন চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর।
১ ঘণ্টা আগে