কোপা ট্রফি
ক্রীড়া ডেস্ক
ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ইয়াংস্টার এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি পাউ কুবারসি, তুরস্কের আর্দা গুলার ও আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে গত ২৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়।
তবে লামিনের প্রসঙ্গে আসলে, সামনে চলে আসেন লিওনেল মেসিও। যাঁকে নিজের আইডল মনে করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাঁর খেলার মধ্যেও পাওয়া যায় মেসির ছাপ। মূলত ব্যালন ডি’অর জয়ীদের ভোটে নির্বাচিত হন কোপা ট্রফি জয়ী।
আলোচনায় তাই আসতেই পারে, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ‘কোপা ট্রফির’ ভোট দিয়েছেন কাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইতালির স্বনামধন্য ফুটবল রিপোর্টার ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, মেসির এক নম্বর ভোটটি পেয়েছেন ইয়ামালই। দ্বিতীয় স্থানে রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার কুবারসিকে। তিন নম্বরে রেখেছেন স্বদেশি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গার্নাচোকে।
বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার হাতে তোলা বার্সেলোনার তৃতীয় খেলোয়াড় ইয়ামাল। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। সর্বোচ্চ ১১৩ পয়েন্ট পেয়ে কোপা ট্রফি জেতেন তিনি। তালিকায় দুইয়ে থাকা গুলার পেয়েছেন ২৬ ভোট এবং ২০ পয়েন্ট পেয়েছেন মাইনো।
তাঁর আগে ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি কোপা ট্রফি জিতেছিলেন বার্সার হয়ে। এ ছাড়া ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পে, ২০১৯ সালে মাথিয়াস ডি লিট এবং ২০২৩ সালে জেতেন জুড বেলিংহাম। ২০২০ সালে করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ইয়াংস্টার এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি পাউ কুবারসি, তুরস্কের আর্দা গুলার ও আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে গত ২৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়।
তবে লামিনের প্রসঙ্গে আসলে, সামনে চলে আসেন লিওনেল মেসিও। যাঁকে নিজের আইডল মনে করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাঁর খেলার মধ্যেও পাওয়া যায় মেসির ছাপ। মূলত ব্যালন ডি’অর জয়ীদের ভোটে নির্বাচিত হন কোপা ট্রফি জয়ী।
আলোচনায় তাই আসতেই পারে, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ‘কোপা ট্রফির’ ভোট দিয়েছেন কাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইতালির স্বনামধন্য ফুটবল রিপোর্টার ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, মেসির এক নম্বর ভোটটি পেয়েছেন ইয়ামালই। দ্বিতীয় স্থানে রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার কুবারসিকে। তিন নম্বরে রেখেছেন স্বদেশি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গার্নাচোকে।
বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার হাতে তোলা বার্সেলোনার তৃতীয় খেলোয়াড় ইয়ামাল। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। সর্বোচ্চ ১১৩ পয়েন্ট পেয়ে কোপা ট্রফি জেতেন তিনি। তালিকায় দুইয়ে থাকা গুলার পেয়েছেন ২৬ ভোট এবং ২০ পয়েন্ট পেয়েছেন মাইনো।
তাঁর আগে ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি কোপা ট্রফি জিতেছিলেন বার্সার হয়ে। এ ছাড়া ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পে, ২০১৯ সালে মাথিয়াস ডি লিট এবং ২০২৩ সালে জেতেন জুড বেলিংহাম। ২০২০ সালে করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১৯ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
২১ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে