ক্রীড়া ডেস্ক
গোল করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। মাঠে নামলেই হালান্ডের গোল-এটা যেন একরকম নিয়ম হয়ে গেছে। দুরন্ত গতিতে ছুটে চলা হালান্ডকে দেখে কেভিন ডি ব্রুইন মনে করেন, তাঁর (হালান্ড) ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে।
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল, করেছেন ৩টা হ্যাটট্রিক। যার মধ্যে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেন ১৮ গোল, হ্যাটট্রিক ৩টি এসেছে প্রিমিয়ার লিগেই। সিটিতে এই বিস্ফোরক ফর্ম দেখে হালান্ডকে প্রশংসায় ভাসান ডি ব্রুইন। সতীর্থকে নিয়ে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘সে প্রায় ২০০ গোল করে ফেলেছে। যদি সে ফিট থাকে এবং তার কাজটা করতে পারে ঠিকমতো, তাহলে ৬০০,৭০০ এমনকি ৮০০ গোলও করতে পারে।’
ডি ব্রুইন আরও বলেন, ‘সে (হালান্ড) এখনো তরুণ। ফুটবল খুব উপভোগ করছে। সে গোল করতে পছন্দ করে। আমার কাছে মনে হয়, এখানেই সে সবার থেকে আলাদা।’
সার্জিও আগুয়োরো, রোমেলু লুকাকু, গ্যাব্রিয়েল জেসুস-এসব তারকা ফুটবলারদের নামও কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন ডি ব্রুইন। হালান্ডের সঙ্গে তাঁদের তুলনা করে ডি ব্রুইন বলেন, ‘তাদের সঙ্গে তুলনা করা খুবই কঠিন। কারণ তারা পুরোপুরি ভিন্ন। তারা সবাই ৩০০,৪০০ গোল করে ফেলেছে। সে (হালান্ড) গোলের ব্যাপারে খুবই সিরিয়াস। তাদেরকে ছাড়িয়েও যেতে পারে।’
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ১৮০ গোল করেছেন হালান্ড। ক্লাব ফুটবলে ২০২ ম্যাচে ১৫৯ গোল করেন। আর নরওয়ের জার্সিতে ২৩ ম্যাচে ২১ গোল করেন এই সেন্টার ফরোয়ার্ড।
গোল করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। মাঠে নামলেই হালান্ডের গোল-এটা যেন একরকম নিয়ম হয়ে গেছে। দুরন্ত গতিতে ছুটে চলা হালান্ডকে দেখে কেভিন ডি ব্রুইন মনে করেন, তাঁর (হালান্ড) ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে।
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল, করেছেন ৩টা হ্যাটট্রিক। যার মধ্যে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেন ১৮ গোল, হ্যাটট্রিক ৩টি এসেছে প্রিমিয়ার লিগেই। সিটিতে এই বিস্ফোরক ফর্ম দেখে হালান্ডকে প্রশংসায় ভাসান ডি ব্রুইন। সতীর্থকে নিয়ে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘সে প্রায় ২০০ গোল করে ফেলেছে। যদি সে ফিট থাকে এবং তার কাজটা করতে পারে ঠিকমতো, তাহলে ৬০০,৭০০ এমনকি ৮০০ গোলও করতে পারে।’
ডি ব্রুইন আরও বলেন, ‘সে (হালান্ড) এখনো তরুণ। ফুটবল খুব উপভোগ করছে। সে গোল করতে পছন্দ করে। আমার কাছে মনে হয়, এখানেই সে সবার থেকে আলাদা।’
সার্জিও আগুয়োরো, রোমেলু লুকাকু, গ্যাব্রিয়েল জেসুস-এসব তারকা ফুটবলারদের নামও কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন ডি ব্রুইন। হালান্ডের সঙ্গে তাঁদের তুলনা করে ডি ব্রুইন বলেন, ‘তাদের সঙ্গে তুলনা করা খুবই কঠিন। কারণ তারা পুরোপুরি ভিন্ন। তারা সবাই ৩০০,৪০০ গোল করে ফেলেছে। সে (হালান্ড) গোলের ব্যাপারে খুবই সিরিয়াস। তাদেরকে ছাড়িয়েও যেতে পারে।’
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ১৮০ গোল করেছেন হালান্ড। ক্লাব ফুটবলে ২০২ ম্যাচে ১৫৯ গোল করেন। আর নরওয়ের জার্সিতে ২৩ ম্যাচে ২১ গোল করেন এই সেন্টার ফরোয়ার্ড।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে