ক্রীড়া ডেস্ক
মঞ্চটা প্রস্তুতই ছিল—যে দল জিতবে তারাই উয়েফা কনফারেন্স লিগের নতুন চ্যাম্পিয়ন হবে। তবে ফিওরেন্টিনার চেয়ে অলিম্পিয়াকোসের সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ ছিল। সেই সুযোগের সদ্ব্যবহারও করেছে গ্রিসের ক্লাব।
অ্যাথেন্সের সোফিয়া স্টেডিয়ামে গতকাল ফিওরেন্টিনাকে ১-০ গোল হারিয়ে ইতিহাস গড়েছে অলিম্পিয়াকোস। গ্রিসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কোনো শিরোপা জিতেছে তারা। গ্রিস ফুটবলের ইতিহাসে এমন নজির নেই দেশটির কোনো ক্লাবের। এর আগে সর্বোচ্চ সাফল্য বলতে ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপে (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) রানার্সআপ হয়েছিল গ্রিসের সবচেয়ে সফল দল প্যানাথিনাইকোস।
সেবার উয়েফার প্রথম শিরোপাজয়ের খুব কাছে গিয়েও স্বাদটা পাওয়া হয়নি প্যানাথিনাইকোসের। ৫৩ বছর আগে ইউরোপিয়ান কাপের ফাইনালে ইয়োহান ক্রুইফদের আয়াক্সের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল তাদের। ইউরোপিয়ান শিরোপার সেই দীর্ঘ খরা এবার কাটাল অলিম্পিয়াকোস। শিরোপাজয়ের নায়ক হচ্ছেন আইয়ুব এল কাবির।
কাবির গোলেই স্মরণীয় মুহূর্তটা উপভোগ করছেন গ্রিক সমর্থকেরা। নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ও শেষের পথে, ঠিক তখনই ক্লাব সমর্থকদের শ্রেষ্ঠতম মুহূর্তটি এনে দিলেন মরোক্কান স্ট্রাইকার। ১১৬ মিনিটে গোল করে পাইরায়েয়ুস অঞ্চলকে উৎসবের নগরী বানিয়ে দিলেন তিনি। অঞ্চলটির কোরাই স্কয়ার আতশবাজি ও পটকায় এখন মুখরিত।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না অলিম্পিয়াকোসের উইঙ্গার গিওর্গোস মাসুরাস। তিনি বলেছেন, ‘বলার ভাষাই হারিয়েছি। আমরা এখন ইউরোপের অভিজাতদের কাতারে। তবে এই ধরা আমাদের ভবিষ্যতে ধরে রাখতে হবে।’
অলিম্পিয়াকোসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফিওরেন্টিনার কষ্টটা আরও বেড়েছে। গতবারও উয়েফার তৃতীয় স্তরের লিগ শিরোপাজয়ের সুযোগ পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেবারও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। গত মৌসুমে ওয়েস্ট হামের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
মঞ্চটা প্রস্তুতই ছিল—যে দল জিতবে তারাই উয়েফা কনফারেন্স লিগের নতুন চ্যাম্পিয়ন হবে। তবে ফিওরেন্টিনার চেয়ে অলিম্পিয়াকোসের সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ ছিল। সেই সুযোগের সদ্ব্যবহারও করেছে গ্রিসের ক্লাব।
অ্যাথেন্সের সোফিয়া স্টেডিয়ামে গতকাল ফিওরেন্টিনাকে ১-০ গোল হারিয়ে ইতিহাস গড়েছে অলিম্পিয়াকোস। গ্রিসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কোনো শিরোপা জিতেছে তারা। গ্রিস ফুটবলের ইতিহাসে এমন নজির নেই দেশটির কোনো ক্লাবের। এর আগে সর্বোচ্চ সাফল্য বলতে ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপে (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) রানার্সআপ হয়েছিল গ্রিসের সবচেয়ে সফল দল প্যানাথিনাইকোস।
সেবার উয়েফার প্রথম শিরোপাজয়ের খুব কাছে গিয়েও স্বাদটা পাওয়া হয়নি প্যানাথিনাইকোসের। ৫৩ বছর আগে ইউরোপিয়ান কাপের ফাইনালে ইয়োহান ক্রুইফদের আয়াক্সের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল তাদের। ইউরোপিয়ান শিরোপার সেই দীর্ঘ খরা এবার কাটাল অলিম্পিয়াকোস। শিরোপাজয়ের নায়ক হচ্ছেন আইয়ুব এল কাবির।
কাবির গোলেই স্মরণীয় মুহূর্তটা উপভোগ করছেন গ্রিক সমর্থকেরা। নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ও শেষের পথে, ঠিক তখনই ক্লাব সমর্থকদের শ্রেষ্ঠতম মুহূর্তটি এনে দিলেন মরোক্কান স্ট্রাইকার। ১১৬ মিনিটে গোল করে পাইরায়েয়ুস অঞ্চলকে উৎসবের নগরী বানিয়ে দিলেন তিনি। অঞ্চলটির কোরাই স্কয়ার আতশবাজি ও পটকায় এখন মুখরিত।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না অলিম্পিয়াকোসের উইঙ্গার গিওর্গোস মাসুরাস। তিনি বলেছেন, ‘বলার ভাষাই হারিয়েছি। আমরা এখন ইউরোপের অভিজাতদের কাতারে। তবে এই ধরা আমাদের ভবিষ্যতে ধরে রাখতে হবে।’
অলিম্পিয়াকোসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফিওরেন্টিনার কষ্টটা আরও বেড়েছে। গতবারও উয়েফার তৃতীয় স্তরের লিগ শিরোপাজয়ের সুযোগ পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেবারও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। গত মৌসুমে ওয়েস্ট হামের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৪৩ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে