Ajker Patrika

রোনালদোর আল-নাসরকে নতুন চুক্তিতে ফিফার নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩: ০২
রোনালদোর আল-নাসরকে নতুন চুক্তিতে ফিফার নিষেধাজ্ঞা

নতুন খেলোয়াড় নিবন্ধনে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা)।

এই বছরের শুরুতে রোনালদোর সঙ্গে চুক্তি করে রাতারাতি খবরের শিরোনাম হয়ে ওঠে আল-নাসর। সৌদি লিগের ৯ বারের চ্যাম্পিয়ন ক্লাবটি থেকে বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ড করে পাবেন পর্তুগিজ উইঙ্গার। আল-নাসরের দেখাদেখি সৌদি প্রো লিগের অন্যান্য ক্লাবগুলোও নিজেদের শক্তি বাড়াতে টাকার বস্তা নিয়ে মাঠে নামে। 

ইউরোপের সেরা ফুটবলারদের দিকেই হাত বাড়ায় তারা। সে জায়গায় বেশ সফলও মধ্যপ্রাচ্যের দেশটি। ইতিমধ্যে করিম বেনজেমা, এনগোলা কান্তেদের মতো তারকাদের কিনে নিয়েছে। 

কেবল রোনালদোকে কিনেই সন্তুষ্ট নয় আল-নাসর। নতুন মৌসুম শুরুর আগে তারা ইন্টার মিলান থেকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের মতো তারকাকে দলে ভিড়িয়েছে। এমনকি ইতালির জাতীয় দলের তারকা ডোমেনিকো বেরার্দি ও চেলসির হাকিম জিয়েশের সঙ্গেও চুক্তির দ্বারপ্রান্তে তারা। 

তবে এরই মধ্যে ফিফার খড়্গ নামল আল-নাসরের ঘাড়ে। ক্লাবটির ওপর দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে এনে ছিল সৌদি ক্লাবটি। কিন্তু সে চুক্তির কিছু পাওনা পরিশোধ করেনি আল-নাসর। 

নাইজেরিয়ার জার্সিতে রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মুসা সৌদি লিগে আসেন ১৬.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেই চুক্তির অংশ হিসেবে লেস্টারকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ড দেওয়ার কথা আল-নাসরের। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকের সেই চুক্তির কথা বেমালুম ভুলেই গেছে তারা। যার ফলশ্রুতিতে ফুটবল গভর্নিং বডি ফিফা আল-নাসরের ওপর ঘরোয়া ও আন্তর্জাতিক দলবদলে নিষেধাজ্ঞা দিল। 

এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে আল-নাসরকে মুলতবি অর্থ পরিশোধ করতে হবে। এরপরই তারা বাজারে ফিরতে পারবে। গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে ইতিমধ্যে ইউরোপের ক্লাবগুলোর ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে সৌদি লিগের ক্লাবগুলো। আরও বেশ কয়েকজন নামী ফুটবলারকে মরুর বুকে আনতে চায় তারা। তবে ফিফা আল-নাসরকে নতুন চুক্তিতে নিষেধাজ্ঞা দেওয়ায় সেই সম্ভাবনা কিছুটা হলেও বাধার মুখে পড়ল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত