ক্রীড়া ডেস্ক
কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।
কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২৮ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে