Ajker Patrika

অবসর নিয়ে কী বললেন মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯: ৪২
অবসর নিয়ে কী বললেন মেসি

ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ৩৫ বছর বয়সে এসে। তাঁর নামের পাশে সব অর্জন থাকলেও ছিল না শুধু বিশ্বকাপই।

২০২২ বিশ্বকাপ জয়ের পর নিজের সব স্বপ্ন পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন মেসি। সম্প্রতি বিগ টাইম পডকাস্টকে এমনটিই জানিয়েছেন আটবারের ব্যালন ডি অরজয়ী। তিনি বলেছেন, ‘ক্রীড়াঙ্গনে আমি খুবই ভাগ্যবান খেলোয়াড় যে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছে। সত্যি বলতে আমার আর কোনো কিছু পাওয়ার নেই। ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে এত কিছু দেওয়ার জন্য। ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন, চেষ্টা করি সেসব উপভোগ করতে।’

ফুটবলে সব স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন লিওনেল মেসি।সব স্বপ্ন পূরণ হলে তাহলে কেন খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানছেন না মেসি। অনেক দিন ধরেই অবসর নিয়ে এমন প্রশ্নই শুনতে হচ্ছে তাঁকে। তবে প্রতিবারই জানিয়ে দিয়েছেন সময় হলে বুটজোড়া তুলে রাখবেন তিনি। এবারও অবসর নিয়ে তেমনি কিছু জানিয়েছেন মেসি।

মেসি বলেছেন, ‘মুহূর্তটা আমার জানা আছে। যখন মনে হবে আর পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের আর সহায়তা করতে পারছি না তখনই সিদ্ধান্তটা নেব। আমি নিজেই নিজের সমালোচক, তাই বুঝি কখন ভালো খেলছি আর কখন খারাপ খেলছি। যখন মনে হবে সিদ্ধান্ত নেওয়া সময় হয়েছে তখন আমার বয়স কত সেটা না ভেবে সিদ্ধান্ত (অবসর) নিয়ে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত