ক্রীড়া ডেস্ক
খেলার মাঠে ভক্ত-সমর্থকদের হুটহাট ঢুকে পড়াটা নতুন কিছু নয়। খেলোয়াড়দের সঙ্গে তাদের (ভক্ত-সমর্থক) খুনসুটিও দারুণ জমে ওঠে। এমন ঘটনায় এবার ইরানের এক ফুটবলার ধরা খেয়েছেন।
ইরানের এক সংবাদপত্র ‘দৈনিক খবর ভারজেশি’ গত রাতে সংবাদ প্রকাশ করেছে, ইরানিয়ান ক্লাব এসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। ১২ এপ্রিলের এক ঘটনার কারণেই মূলত তিনি নিষিদ্ধ। ইমাম খোমেইনি স্টেডিয়ামে সেদিন পারসিয়ান গালফ প্রো লিগে মুখোমুখি হয় অ্যালুমিনিয়াম আরাক ও এস্তেগলাল। সেই ম্যাচে এসতেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাঁকে (নারী ভক্ত) আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে নারী ভক্তকে জড়িয়ে ধরেন হোসেইনি। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণের কারণে হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন। পাশাপাশি তাঁকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৫ লাখ ১৫ হাজার টাকা।
হোসেইনির নিষিদ্ধ হওয়ার ম্যাচে এসতেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এসতেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এসতেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে।
১৯৭৯ সালের পর দীর্ঘ এক সময় ইরানে নারী ভক্তদের মাঠে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ ছিল। তবে ৪০ বছরেরও বেশি সময় ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে তাঁরা (নারী ভক্ত) মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।
খেলার মাঠে ভক্ত-সমর্থকদের হুটহাট ঢুকে পড়াটা নতুন কিছু নয়। খেলোয়াড়দের সঙ্গে তাদের (ভক্ত-সমর্থক) খুনসুটিও দারুণ জমে ওঠে। এমন ঘটনায় এবার ইরানের এক ফুটবলার ধরা খেয়েছেন।
ইরানের এক সংবাদপত্র ‘দৈনিক খবর ভারজেশি’ গত রাতে সংবাদ প্রকাশ করেছে, ইরানিয়ান ক্লাব এসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। ১২ এপ্রিলের এক ঘটনার কারণেই মূলত তিনি নিষিদ্ধ। ইমাম খোমেইনি স্টেডিয়ামে সেদিন পারসিয়ান গালফ প্রো লিগে মুখোমুখি হয় অ্যালুমিনিয়াম আরাক ও এস্তেগলাল। সেই ম্যাচে এসতেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাঁকে (নারী ভক্ত) আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে নারী ভক্তকে জড়িয়ে ধরেন হোসেইনি। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণের কারণে হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন। পাশাপাশি তাঁকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৫ লাখ ১৫ হাজার টাকা।
হোসেইনির নিষিদ্ধ হওয়ার ম্যাচে এসতেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এসতেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এসতেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে।
১৯৭৯ সালের পর দীর্ঘ এক সময় ইরানে নারী ভক্তদের মাঠে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ ছিল। তবে ৪০ বছরেরও বেশি সময় ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে তাঁরা (নারী ভক্ত) মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ দেখা হচ্ছে আজিজুল হাকিম তামিমের দল গুলশান ক্রিকেট ক্লাব ও সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাবের। তাঁরা দুজনই দল দুটিকে নেতৃত্ব দিচ্ছেন। লিগে পারটেক্স-গুলশানের এটি পঞ্চম ম্যাচ। আগের চার ম্যাচে দুটি করে জয় ও হার দেখেছে গুলশান। তিন হার ও একটি জয় পেয়েছে পারটেক্স।
১ মিনিট আগেমেক্সিকোর আজতেকা প্রথম স্টেডিয়াম, যেখানে হয়েছে ফিফা বিশ্বকাপের দুটি ফাইনাল। আজতেকাই প্রথম এবং একমাত্র স্টেডিয়াম, যেখান থেকে পেলে ও ম্যারাডোনা—দুজনেই জিতেছেন ফিফা বিশ্বকাপ। এই দু্ই ফুটবল কিংবদন্তির স্মৃতিবিজড়িত স্টেডিয়ামটি আগের নাম মুছে ফেলে এখন বানোর্ত স্টেডিয়াম। বানোর্ত মেক্সিকোর অন্যতম...
২৫ মিনিট আগে২০২৩ বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর বাংলাদেশ দল হাড়ে হাড়ে টের পেয়েছে, ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত ৩০০ পেরোনো ইনিংস না খেলতে পারলে বিশ্বমঞ্চে ভালো কিছু করা কঠিন।
২৭ মিনিট আগেবাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন ‘প্রিয় প্রতিপক্ষ’। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে, তখনই ‘বিপদের বন্ধু’ হিসেবে আবির্ভূত হয় জিম্বাবুয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগেই...
১৩ ঘণ্টা আগে