ক্রীড়া ডেস্ক
গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু লুক ফ্লিউর্সের এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল! ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডারের। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার, জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক গ্যাস স্টেশনে। ফ্লিউর্স দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে।
নিজের ভক্সওয়াগন গাড়িটি নিয়ে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহরতলিতে এক গ্যাস স্টেশনে তেল নিতে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন ফ্লিউর্স। এ সময় এক অস্ত্রধারী এক লোক এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। অস্ত্রধারী লোক দুটি এসেছিলেন একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে।
সন্দেহভাজন একজন এ সময় ফ্লিউর্সকে গুলি করে তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। তিনি বলেছেন, ‘সন্দেহভাজনরা তাঁকে (ফ্লিউর্স) আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তাঁর থেকে গাড়ি নিয়ে নেয়, তারপর তার শরীরের ওপরের অংশে গুলি করে।’
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি ফ্লিউর্সকে। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই ও হত্যাকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনকে ধরতে অভিযান চললেও এখনো কেউ গ্রেপ্তার হননি। ফ্লিউর্সের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোদওয়া।
মর্মান্তিক এই ঘটনায় ফ্লিউর্সের ক্লাব কাইজার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাইজার চিফসের খেলোয়াড় লুক ফ্লিয়ার্স গত রাতে জোহানেসবার্গে ছিনতাইয়ের ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’
গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু লুক ফ্লিউর্সের এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল! ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডারের। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার, জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক গ্যাস স্টেশনে। ফ্লিউর্স দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে।
নিজের ভক্সওয়াগন গাড়িটি নিয়ে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহরতলিতে এক গ্যাস স্টেশনে তেল নিতে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন ফ্লিউর্স। এ সময় এক অস্ত্রধারী এক লোক এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। অস্ত্রধারী লোক দুটি এসেছিলেন একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে।
সন্দেহভাজন একজন এ সময় ফ্লিউর্সকে গুলি করে তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। তিনি বলেছেন, ‘সন্দেহভাজনরা তাঁকে (ফ্লিউর্স) আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তাঁর থেকে গাড়ি নিয়ে নেয়, তারপর তার শরীরের ওপরের অংশে গুলি করে।’
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি ফ্লিউর্সকে। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই ও হত্যাকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনকে ধরতে অভিযান চললেও এখনো কেউ গ্রেপ্তার হননি। ফ্লিউর্সের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোদওয়া।
মর্মান্তিক এই ঘটনায় ফ্লিউর্সের ক্লাব কাইজার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাইজার চিফসের খেলোয়াড় লুক ফ্লিয়ার্স গত রাতে জোহানেসবার্গে ছিনতাইয়ের ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে