নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হকিতে আবাহনী আর মোহামেডানের ম্যাচ হবে, আর সেই ম্যাচে উত্তেজনা ছড়াবে না এমন ঘটনা বিরল। আজ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মনে হচ্ছিল উত্তেজনাহীন এক বিরল ঘটনাই ঘটতে চলেছে মাঠে!
কিন্তু না, সেটি হয়নি। শান্তিপূর্ণভাবে ম্যাচ শেষ করতে পারেনি আবাহনী-মোহামেডান। ম্যাচ শেষ হতে যখন বাকি আর মাত্র ৫৮ সেকেন্ড তখনই ফাউলের অভিযোগে গোলমালের শুরু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। দুই বিদেশি আম্পায়ারকে ঘিরে ক্ষোভ আর অসন্তোষ ছড়িয়ে আবাহনী আর মোহামেডান শিবিরে।
লিগে গুরুত্বপূর্ণ ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩.১৫ মিনিটে। গোলমালটা শুরুতে পাকিয়েছেন দুই বিদেশি আম্পায়ার শ্রীলঙ্কার দায়ান দেশনায়েকে এবং মালয়েশিয়ার ইসমাদি বিন আলিস। তাঁরা মাঠে এলেন নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। তাই খেলা শুরু হলো ১৫ মিনিট পর, ৩টা ৩০ মিনিটে।
আজ চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হকি ফেডারেশনের সহসভাপতি মো. ইউসুফ। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এরপর সাধারণ গতিতেই চলেছে খেলা। রিভিউয়ের কারণে খেলা বিলম্বিত হলেও প্রথম তিন কোয়ার্টার চলেছে শান্তিপূর্ণভাবেই।
মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে রকিবুল হাসান রকির আচমকা ফ্লিকে এগিয়ে যায় আবাহনী। একের পর এক সহজ সুযোগ নষ্ট করে মোহামেডান সেই গোল শোধ দেয় ৩২ মিনিটে গিয়ে। পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান মোহামেডান ডিফেন্ডার আমিরুল ইসলাম।
ম্যাচটা জিততে পারলে লিগে সুবিধাজনক অবস্থানে থাকত মোহামেডান। শেষ কোয়ার্টারে এসে তাই এগিয়ে যাওয়ার লড়াইয়ে একের পর এক আক্রমণ করে গেছে সাদা-কালো শিবির। শেষ ১৫ মিনিটে উত্তেজনার একটা আভাস পাওয়া যাচ্ছিল। উত্তেজনা ঝাঁকিয়ে বসল ম্যাচ শেষ হওয়ার ৫৮ সেকেন্ড আগে।
খেলা যখন শেষের পথে তখন ঘড়ির কাঁটা ৫টা ২৫ মিনিটের একটু এদিক-সেদিক। সেই খেলা শেষ হলো সন্ধ্যা ৬টার আগে। একদম শেষভাগে পেনাল্টি কর্নার চেয়ে রিভিউ নিয়ে দুই দলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা ১০ মিনিট বন্ধ থাকার পর পেনাল্টি কর্নার পায় মোহামেডান। সেখান থেকে ফাউলের দাবি নিয়ে আবার উত্তেজনা। খেলা বন্ধ হয় আরেক দফা। একদম শেষ সেকেন্ডে আবার মোহামেডানের পক্ষে পেনাল্টি কর্নার দেন আম্পায়ার। এবার আবাহনীর দিক থেকে প্রতিবাদ এলো। অনেকক্ষণ উত্তেজনার পর মোহামেডান পেনাল্টি কর্নার থেকে গোল পেল কিন্তু ফাউলের বাঁশি বাজিয়ে সেটা বাতিল করলেন আম্পায়ার। ক্ষোভে ফেটে পড়ল সাদা-কালো শিবির। অনেক উত্তেজনা শেষে ১-১ গোলের ড্র মেনে নিয়েছে দুই দলই।
ড্র মানলেও বিদেশি আম্পায়ার নিয়ে ক্ষোভ দুই শিবিরেই। অথচ বড় ম্যাচকে সামনে রেখেই বাইরের আম্পায়ারের জন্য দাবি করেছিল বড় দলগুলো। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ক্ষোভ থার্ড আম্পায়ার নিয়ে। মোহামেডান এখানেও বিদেশি কাউকে চাইছে। ক্ষোভ নিয়ে জিমির দাবি, ‘শেষ সময়ে বল স্টিকে লেগে গোল হয়েছে। অথচ আম্পায়ার গোল দেননি। আমরা যখনই রিভিউ চেয়েছি, বলা হয়েছে ভিডিও ডিলিট হয়ে গেছে!’ আর আবাহনীর ম্যানেজার মাহবুব হারুনের ক্ষোভ, ‘খেলায় আমরা বারবার সমস্যায় হচ্ছি। আজকে যদি শেষ দিকে গোলটা হয়ে যেত আমরাই সাফারার হতাম। আর আম্পায়ার আমাদের খেলার ছন্দ নষ্ট করেছেন। তারা মাঠে এসেছেন দেরি করে। মোহামেডানের দুই-একজন খেলোয়াড় আছে যারা খেলা নষ্ট করে। এমন সিনিয়র খেলোয়াড়ের কাছে এমনটা প্রত্যাশিত না।’
ড্র করেও টেবিলের শীর্ষে আবাহনী। ৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান আছে সাদা-কালোরা।
হকিতে আবাহনী আর মোহামেডানের ম্যাচ হবে, আর সেই ম্যাচে উত্তেজনা ছড়াবে না এমন ঘটনা বিরল। আজ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মনে হচ্ছিল উত্তেজনাহীন এক বিরল ঘটনাই ঘটতে চলেছে মাঠে!
কিন্তু না, সেটি হয়নি। শান্তিপূর্ণভাবে ম্যাচ শেষ করতে পারেনি আবাহনী-মোহামেডান। ম্যাচ শেষ হতে যখন বাকি আর মাত্র ৫৮ সেকেন্ড তখনই ফাউলের অভিযোগে গোলমালের শুরু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। দুই বিদেশি আম্পায়ারকে ঘিরে ক্ষোভ আর অসন্তোষ ছড়িয়ে আবাহনী আর মোহামেডান শিবিরে।
লিগে গুরুত্বপূর্ণ ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩.১৫ মিনিটে। গোলমালটা শুরুতে পাকিয়েছেন দুই বিদেশি আম্পায়ার শ্রীলঙ্কার দায়ান দেশনায়েকে এবং মালয়েশিয়ার ইসমাদি বিন আলিস। তাঁরা মাঠে এলেন নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। তাই খেলা শুরু হলো ১৫ মিনিট পর, ৩টা ৩০ মিনিটে।
আজ চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হকি ফেডারেশনের সহসভাপতি মো. ইউসুফ। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এরপর সাধারণ গতিতেই চলেছে খেলা। রিভিউয়ের কারণে খেলা বিলম্বিত হলেও প্রথম তিন কোয়ার্টার চলেছে শান্তিপূর্ণভাবেই।
মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে রকিবুল হাসান রকির আচমকা ফ্লিকে এগিয়ে যায় আবাহনী। একের পর এক সহজ সুযোগ নষ্ট করে মোহামেডান সেই গোল শোধ দেয় ৩২ মিনিটে গিয়ে। পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান মোহামেডান ডিফেন্ডার আমিরুল ইসলাম।
ম্যাচটা জিততে পারলে লিগে সুবিধাজনক অবস্থানে থাকত মোহামেডান। শেষ কোয়ার্টারে এসে তাই এগিয়ে যাওয়ার লড়াইয়ে একের পর এক আক্রমণ করে গেছে সাদা-কালো শিবির। শেষ ১৫ মিনিটে উত্তেজনার একটা আভাস পাওয়া যাচ্ছিল। উত্তেজনা ঝাঁকিয়ে বসল ম্যাচ শেষ হওয়ার ৫৮ সেকেন্ড আগে।
খেলা যখন শেষের পথে তখন ঘড়ির কাঁটা ৫টা ২৫ মিনিটের একটু এদিক-সেদিক। সেই খেলা শেষ হলো সন্ধ্যা ৬টার আগে। একদম শেষভাগে পেনাল্টি কর্নার চেয়ে রিভিউ নিয়ে দুই দলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা ১০ মিনিট বন্ধ থাকার পর পেনাল্টি কর্নার পায় মোহামেডান। সেখান থেকে ফাউলের দাবি নিয়ে আবার উত্তেজনা। খেলা বন্ধ হয় আরেক দফা। একদম শেষ সেকেন্ডে আবার মোহামেডানের পক্ষে পেনাল্টি কর্নার দেন আম্পায়ার। এবার আবাহনীর দিক থেকে প্রতিবাদ এলো। অনেকক্ষণ উত্তেজনার পর মোহামেডান পেনাল্টি কর্নার থেকে গোল পেল কিন্তু ফাউলের বাঁশি বাজিয়ে সেটা বাতিল করলেন আম্পায়ার। ক্ষোভে ফেটে পড়ল সাদা-কালো শিবির। অনেক উত্তেজনা শেষে ১-১ গোলের ড্র মেনে নিয়েছে দুই দলই।
ড্র মানলেও বিদেশি আম্পায়ার নিয়ে ক্ষোভ দুই শিবিরেই। অথচ বড় ম্যাচকে সামনে রেখেই বাইরের আম্পায়ারের জন্য দাবি করেছিল বড় দলগুলো। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ক্ষোভ থার্ড আম্পায়ার নিয়ে। মোহামেডান এখানেও বিদেশি কাউকে চাইছে। ক্ষোভ নিয়ে জিমির দাবি, ‘শেষ সময়ে বল স্টিকে লেগে গোল হয়েছে। অথচ আম্পায়ার গোল দেননি। আমরা যখনই রিভিউ চেয়েছি, বলা হয়েছে ভিডিও ডিলিট হয়ে গেছে!’ আর আবাহনীর ম্যানেজার মাহবুব হারুনের ক্ষোভ, ‘খেলায় আমরা বারবার সমস্যায় হচ্ছি। আজকে যদি শেষ দিকে গোলটা হয়ে যেত আমরাই সাফারার হতাম। আর আম্পায়ার আমাদের খেলার ছন্দ নষ্ট করেছেন। তারা মাঠে এসেছেন দেরি করে। মোহামেডানের দুই-একজন খেলোয়াড় আছে যারা খেলা নষ্ট করে। এমন সিনিয়র খেলোয়াড়ের কাছে এমনটা প্রত্যাশিত না।’
ড্র করেও টেবিলের শীর্ষে আবাহনী। ৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান আছে সাদা-কালোরা।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে