Ajker Patrika

টানা দুই ম্যাচ জয়ের পরও যে কারণে পয়েন্ট পেল না কানাডা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২: ৪৬
টানা দুই ম্যাচ জয়ের পরও যে কারণে পয়েন্ট পেল না কানাডা

প্যারিস অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলকে দুর্ভাগাই বলতে হবে। টানা দুই ম্যাচ জয়ের পরও যে পয়েন্টের খাতাই খুলতে পারল না তারা। পয়েন্ট যোগ করা নয়, বরং শোধ করতে মাঠে নামতে হয়েছে তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে সেঁত এতিয়েনে ফ্রান্সকেও ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডা। তবে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি এই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির শাস্তিস্বরূপ কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। অর্থাৎ ৬ পয়েন্ট শোধ হয়ে যাওয়ায় এখন শূন্য পয়েন্ট থেকে শুরু করবে কানাডা।

ফ্রান্সের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন লিঁওর সেন্টারব্যাক ভ্যানেসা জাইলস।  

ম্যাচের পরও হতাশ জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ আর ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’

অবশ্য পয়েন্টশূন্য থাকার পরও এখনো শেষ আটে খেলার সুযোগ আছে কানাডার। এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে কানাডাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত