ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলকে দুর্ভাগাই বলতে হবে। টানা দুই ম্যাচ জয়ের পরও যে পয়েন্টের খাতাই খুলতে পারল না তারা। পয়েন্ট যোগ করা নয়, বরং শোধ করতে মাঠে নামতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে সেঁত এতিয়েনে ফ্রান্সকেও ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডা। তবে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি এই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির শাস্তিস্বরূপ কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। অর্থাৎ ৬ পয়েন্ট শোধ হয়ে যাওয়ায় এখন শূন্য পয়েন্ট থেকে শুরু করবে কানাডা।
ফ্রান্সের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন লিঁওর সেন্টারব্যাক ভ্যানেসা জাইলস।
ম্যাচের পরও হতাশ জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ আর ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’
অবশ্য পয়েন্টশূন্য থাকার পরও এখনো শেষ আটে খেলার সুযোগ আছে কানাডার। এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে কানাডাকে।
প্যারিস অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলকে দুর্ভাগাই বলতে হবে। টানা দুই ম্যাচ জয়ের পরও যে পয়েন্টের খাতাই খুলতে পারল না তারা। পয়েন্ট যোগ করা নয়, বরং শোধ করতে মাঠে নামতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে সেঁত এতিয়েনে ফ্রান্সকেও ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডা। তবে দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি এই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির শাস্তিস্বরূপ কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ফিফা। অর্থাৎ ৬ পয়েন্ট শোধ হয়ে যাওয়ায় এখন শূন্য পয়েন্ট থেকে শুরু করবে কানাডা।
ফ্রান্সের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন লিঁওর সেন্টারব্যাক ভ্যানেসা জাইলস।
ম্যাচের পরও হতাশ জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ আর ম্যাচে কানাডার হয়ে প্রথম গোল করা জেসি ফ্লেমিং বলেন, ‘মনে হচ্ছে গোটা পৃথিবী এখন আমাদের প্রতিপক্ষ।’
অবশ্য পয়েন্টশূন্য থাকার পরও এখনো শেষ আটে খেলার সুযোগ আছে কানাডার। এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। শেষ আটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে কানাডাকে।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৮ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে