নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ করেই আজ বাংলাদেশের আর্চারি দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোমান সানা। এতে জাতীয় দলের হয়ে আর্চারির পোস্টারবয়কে আর দেখা যাবে না। সংবাদটা হুট করে জানা গেলেও অবসরের সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে আর খেলবেন না বলে কিছুদিন আগে আর্চারি ফেডারেশনকে একটি চিঠি দিয়েছিলেন রোমান। কিন্তু সেই চিঠির জবাব এত দিনও না পাওয়ায় অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দেন তিনি। তাঁর অবসরের বিষয়টি দুবাই থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী জিব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেছেন, ‘কিছুদিন আগে লিখিতভাবে অবসরের কথা আমাদের জানিয়েছিলেন রোমান। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এখানে আমাদের কিছু করার নেই। তার সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান দেখিয়েছি।’
ভবিষ্যতে যদি রোমান আবার ফিরতে চান, তার জন্য দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন কাজী রাকিব উদ্দিন। এর জন্য অবশ্য তাঁকে অবসরের মতোই লিখিত আবেদন করতে হবে। তবে ফেডারেশন তাঁকে কখনো ফেরানোর চেষ্টা করবে না বলে সাধারণ সম্পাদক বলেছেন, ‘চাইলে তিনি আবার ফিরতে পারবেন। তবে যেভাবে লিখিতভাবে অবসরে গেছেন, সেভাবেই আবার আবেদন করে তাঁকে ফিরে আসতে হবে।’
কোনো অভিমানে রোমান অবসর নিয়েছেন কি না, এটা জানতে চাইলে কাজী রাকিব উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে তা পারফরম্যান্স ভালো না। বাছাইপর্বে পারফরম্যান্স করতে না পারায় জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। এখানে অভিমানের কিছু নেই। যে পারফরম্যান্স ভালো করবে, সে জাতীয় দলে ডাক পাবে।’
২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ দিয়ে পরিচিতি পান রোমান। সেবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। পরে আরও বড় কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোনো অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২০ টোকিও অলিম্পিকে সেই সুযোগ পান ৩০ বছর বয়সী আর্চারি। ২০২১ বিশ্বকাপে বর্তমানে তাঁর জীবনসঙ্গী দিয়া সিদ্দিকের সঙ্গে রিকার্ভ মিশ্রে দ্বৈতে রুপাও জেতেন। ২০২২ সালে এক নারী সতীর্থের সঙ্গে বাজে আচরণের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
হঠাৎ করেই আজ বাংলাদেশের আর্চারি দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোমান সানা। এতে জাতীয় দলের হয়ে আর্চারির পোস্টারবয়কে আর দেখা যাবে না। সংবাদটা হুট করে জানা গেলেও অবসরের সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে আর খেলবেন না বলে কিছুদিন আগে আর্চারি ফেডারেশনকে একটি চিঠি দিয়েছিলেন রোমান। কিন্তু সেই চিঠির জবাব এত দিনও না পাওয়ায় অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দেন তিনি। তাঁর অবসরের বিষয়টি দুবাই থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী জিব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেছেন, ‘কিছুদিন আগে লিখিতভাবে অবসরের কথা আমাদের জানিয়েছিলেন রোমান। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এখানে আমাদের কিছু করার নেই। তার সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান দেখিয়েছি।’
ভবিষ্যতে যদি রোমান আবার ফিরতে চান, তার জন্য দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন কাজী রাকিব উদ্দিন। এর জন্য অবশ্য তাঁকে অবসরের মতোই লিখিত আবেদন করতে হবে। তবে ফেডারেশন তাঁকে কখনো ফেরানোর চেষ্টা করবে না বলে সাধারণ সম্পাদক বলেছেন, ‘চাইলে তিনি আবার ফিরতে পারবেন। তবে যেভাবে লিখিতভাবে অবসরে গেছেন, সেভাবেই আবার আবেদন করে তাঁকে ফিরে আসতে হবে।’
কোনো অভিমানে রোমান অবসর নিয়েছেন কি না, এটা জানতে চাইলে কাজী রাকিব উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে তা পারফরম্যান্স ভালো না। বাছাইপর্বে পারফরম্যান্স করতে না পারায় জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। এখানে অভিমানের কিছু নেই। যে পারফরম্যান্স ভালো করবে, সে জাতীয় দলে ডাক পাবে।’
২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ দিয়ে পরিচিতি পান রোমান। সেবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। পরে আরও বড় কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোনো অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২০ টোকিও অলিম্পিকে সেই সুযোগ পান ৩০ বছর বয়সী আর্চারি। ২০২১ বিশ্বকাপে বর্তমানে তাঁর জীবনসঙ্গী দিয়া সিদ্দিকের সঙ্গে রিকার্ভ মিশ্রে দ্বৈতে রুপাও জেতেন। ২০২২ সালে এক নারী সতীর্থের সঙ্গে বাজে আচরণের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১২ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে