ক্রীড়া ডেস্ক
গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।
গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।
দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়ার পর থেকেই এ আলোচনা। তবে প্রশ্নটা এখনো ঘুরপাকের মধ্যেই আছে। হ্যারি ব্রুক, বেন স্টোকস না জো রুট। দলের সেরা ব্যাটার রুট প্রস্তাব পাওয়ার আগেই স্পষ্ট জানালেন, নতুন করে ইংল্যান্ডের অধিনায়ক হতে আগ্রহী নন তিনি।
৩৭ মিনিট আগেএক দশক ধরে ম্যানচেস্টার সিটির মধ্যমণি। বয়সও হয়ে গেছে ৩৩, এবার পেপ গার্দিওলার বাজির ঘোড়া কেভিন ডি ব্রুইনে জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষে চুক্তি শেষ হলে সিটিকে বিদায় জানাবেন তিনি। ২০১৫ সালে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন এই বেলজিয়ান তারকা। সব মিলিয়ে জিতেছেন ১৬টি ট্রফি, এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লি
৩ ঘণ্টা আগেঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
৪ ঘণ্টা আগেবুকে ব্যথা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
৫ ঘণ্টা আগে