১০ মাস আগেই উঠে গেল দ্রুততম মানবের নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৫১
Thumbnail image

টোকিও অলিম্পিকের বাছাই প্রক্রিয়া নিয়ে সমালোচনা করায় দেশের দ্রুততম মানব মো. ইসমাইলকে গত অক্টোবরে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। দুই মাসের মাথায় ইসমাইলের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেডারেশনটি। 

ইসমাইলের আন্তবাহিনী দল বাংলাদেশ নৌবাহিনীকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে গতকাল একটি চিঠি পাঠিয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন। সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু স্বাক্ষরিত সেই চিঠিতে নিষেধাজ্ঞার ১০ মাস আগেই ইসমাইলের সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে। 

বাংলাদেশ গেমসের দ্রুততম মানব ইসমাইল ও দ্রুততম মানবী শিরিন আখতারকে টপকে অ্যাথলেটিকস থেকে টোকিও অলিম্পিকের টিকিট পান ৪০০ মিটার দৌড়বিদ জহির রায়হান। অলিম্পিকের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়েছিলেন ইসমাইল, যা মোটেও পছন্দ হয়নি অ্যাথলেটিকস ফেডারেশনের। গত ২ অক্টোবর থেকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় ইসমাইলকে। 

ভবিষ্যতের স্বার্থে নিষেধাজ্ঞা মওকুফ করার আবেদন জানিয়ে গত ২০ নভেম্বর অ্যাথলেটিকস ফেডারেশন সভাপতি আলী কবির বরাবর চিঠি পাঠান ইসমাইল। ক্রীড়াঙ্গনে ইসমাইলের ভবিষ্যৎ চিন্তা করে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অ্যাথলেটিকস ফেডারেশন। দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারিও। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী বছরের শুরুতে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে বাধা থাকছে না ইসমাইলের। 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন মানসিক প্রশান্তি নিয়ে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারবেন বলে জানিয়েছেন ইসমাইল। দেশের দ্রুততম মানব আজকের পত্রিকাকে বলেছেন, ‘মাথা থেকে বিশাল একটা পাথর নেমে গেল। প্রতিদিন নিয়মিত অনুশীলন করেছি, কিন্তু মনে একটা খারাপ লাগা কাজ করত। এখন আমি মনের শান্তি নিয়ে দৌড়াতে পারব। আমার দলও ইতিবাচক ছিল যে আমার শাস্তি কমে যাবে। জাতীয় অ্যাথলেটিকসে নিজের সেরাটাই দিতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত