কেমন হলো ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ছবি: সংগৃহীত

সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর ২১ ধারা অনুযায়ী ৯ ফেডারেশনের আগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নয়টি ফেডারেশন যথাক্রমে-ব্রিজ, টেনিস, স্কোয়াশ, কাবাডি, অ্যাথলেটিকস, বিলিয়ার্ড-স্নুকার, বাস্কেটবল, দাবা এবং হকি। যেখানে ব্রিজ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। টেনিসের সভাপতি করা হয়েছে সাবেক খেলোয়াড় আব্দুল হাই সরকারকে। এ ছাড়া কাবাডি ফেডারেশনের সভাপতি হয়েছেন পুলিশের আইজিপি ময়নুল ইসলাম।

গত ৩০ আগস্ট গঠিত সার্চ কমিটির মেয়াদ দুই মাস পেরিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত নয়টি ফেডারেশন নতুন কমিটির দেখা পেল। বাকি ফেডারেশনগুলোর কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নয়টি ফেডারেশনের কমিটি হয়ে গেছে। এখন আমরা আরও ১৫-২০ ফেডারেশনের খসড়া প্রস্তাব পাঠাব। সেটা মন্ত্রণালয় দেখে ক্রমান্বয়ে প্রকাশ করবে।’

যদিও সার্চ কমিটির কোনো প্রতিবেদন পাননি বলে একদিন আগেও এই প্রতিবেদককে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফেডারেশনের কমিটি গঠনের বিষয়টি দেখভাল করা ক্রীড়া-১ অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হক। কমিটি নিয়ে প্রশ্ন শুনে খানিকটা বিরক্তই হয়েছিলেন তিনি। কেন বিরক্ত, সে কারণও ব্যাখ্যা করেছেন, ‘বিষয়টি জানতে অনেকে ফোন দেন। কাউকে সদুত্তর দিতে পারছি না। আমরা এখনো সার্চ কমিটির প্রতিবেদনই পাইনি। মন্ত্রণালয় থেকে আমরা সার্চ কমিটি গঠন করে দিয়েছি। তারা এখনো প্রতিবেদনগুলো দেয়নি। প্রতিবেদনগুলো হাতে পেলে আমরা কাজ শুরু করে দেব। আমাদের তো প্রতিবেদন পাওয়া লাগবে, তাই না?’

দেশের ৫৫ ফেডারেশন-অ্যাসোসিয়েশন-সংস্থার নিয়ন্ত্রণ জাতীয় ক্রীড়া পরিষদের হাতে থাকলেও সভাপতি কিংবা কমিটি গঠনের এখতিয়ার পুরোপুরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত করতে যৌথভাবে শুদ্ধি অভিযানে নামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। তারই অংশ হিসেবে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি দিল মন্ত্রণালয়।

একনজরে ৯ ফেডারেশনের কমিটি

বাংলাদেশ হকি ফেডারেশন

সভাপতি: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান

সহ সভাপতি: গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.), শাহিন মাহমুদ, আসিফ মাহমুদ

সাধারণ সম্পাদক: লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)

যুগ্ম সম্পাদক: কাজী আবু জাফর তপন

কোষ্যাধ্যক্ষ: খাজা মাঞ্জের নাদিম

সদস্য: হোসেন ইমাম শান্টা, কাউছার আলী, শহিদ উল্লাহ দোলন, ইশতিয়াক সাদেক, বায়েজিদ হায়দার, বদরুল ইসলাম দিপু, মো. ইকবাল হোসেন, পারভীন নাছিমা পুতুল, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি ও বিকেএসপি প্রতিনিধি

অ্যাথলেটিকস ফেডারেশন

সভাপতি: মেজর জেনারেল ড. নাঈম আশফাক চৌধুরী

সহ সভাপতি: বিকেএসপি ডিজি, আবদুন নাসের খান, মো. ইকবাল হোসেন

সাধারণ সম্পাদক: মো. শাহ আলম

যুগ্ম সম্পাদক: কিতাব আলী, মিজানুর রহমান

কোষাধ্যক্ষ: ড. সাব্বির আহমেদ খান

সদস্য: মজিবুর রহমান মল্লিক, ফরিদ খান চৌধুরী, ফিরোজা খাতুন, শর্মিষ্ঠা রায়, এমএম নজির আহমেদ, শিরিন আক্তার, মুজিবুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি ও বিমান ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি

বাস্কেটবল ফেডারেশন

সভাপতি : ডা. শামীম নেওয়াজ

সহ সভাপতি: শাখাওয়াত হোসেন, আসিফ আজিজ

সাধারণ সম্পাদক: মেজর (অব.) মোহাম্মদ আতিকুল হাফিজ

যুগ্ম সম্পাদক: মোহাম্মদ ফয়সাল আজিম, আ স ম আনামুল হাসান তাইমুর

কোষাধ্যক্ষ: মোহাম্মদ তানভীর তিতাস

সদস্য: মো. জাহিদুল ইসলাম (বুলু), ইকবাল হোসেন এমি, জহির উদ্দিন, নাজমুল, ক্যাপ্টেন (অব.) ফজলুর রহমান, বেগম আসরিন মৃধা, আইয়ান আনোয়ার, অপূর্ব জাহাঙ্গীর, অনিরুদ্ধ তালুকদার বর্ণ

টেনিস ফেডারেশন

সভাপতি: আবদুল হাই সরকার

সহ সভাপতি: আশরাফুজ্জামান খান (পুটন), মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাকিল খান

সাধারণ সম্পাদক: ইশতিয়াক আহমেদ

যুগ্ম সম্পাদক: মুয়াম্মার আহমেদ, মোহাম্মদ আশিকুর রহমান

কোষাধ্যক্ষ: এম এ জিন্নাহ

সদস্য: মো. শফিকুল আলম, আশরাফ কায়সার, আবদুর রব শামীম, আহমেদ জিয়াউর রহমান, হোসনে আরা রিনা, মোহাম্মদ শরিফুল আলম, জহিরুল আলম ভূঁইয়া, সাজ্জাদ আলম, এম ফরিদ আহমেদ, অর্ণব সাহা ও বিকেএসপি প্রতিনিধি

দাবা ফেডারেশন

সভাপতি: সৈয়দ সুজাউদ্দিন আহমেদ

সহ সভাপতি: ড. সোয়েব রিয়াজ আলম, ড. আরিফ দৌলাহ

সাধারণ সম্পাদক: তৈয়বুর রহমান সুমন

যুগ্ম সম্পাদক: লোকমান হোসেন মোল্লা (লাভলু), নাজনিন ইসলাম

কোষাধ্যক্ষ: মীর সাজেদ উল–বাশার

সদস্য: আবু সাঈদ চৌধুরী, আমিনুল ইসলাম, দুলাল মাহমুদ, রাহাত হোসেন, অনন্য রায়হান, শামীম আকন্দ, মো. আরিফুজ্জামান।

স্কোয়াশ ফেডারেশন

সভাপতি: মেজর জেনারেল মো. হাসান উজ জামান

সহসভাপতি: রাশেদ চৌধুরী, মীর্জা সালমান ইস্পাহানি

সাধারণ সম্পাদক: ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)

যুগ্ম সম্পাদক: তারেক মাসুদ খান

কোষাধ্যক্ষ: কামরান টি রহমান

সদস্য: মেজর এম তানিম হাসান (অব.), এরশাদ হোসেন, রামজুল সিরাজ, ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি (অব.), ফাইয়াজ রহমান, সাজ্জাদ আরেফিন আলম, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা ডিজি ও বিকেএসপি ডিজি/প্রতিনিধি।

বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন

সভাপতি: ব্রিগেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.)

সহসভাপতি: আজিজ আল মাসুদ, তাজবির সালেহিন

সাধারণ সম্পাদক: রিয়াসাত করিম ভূঁইয়া

যুগ্ম সম্পাদক: সুলতান মঈন আহমেদ রবিন

কোষাধ্যক্ষ: মনজুরুল হক মনজু

সদস্য: স্কোয়াড্রন লিড মো. খালেদ বিন সালাম (অব.), নূর উদ্দিন জাভেদ, মো. হাসানুজ্জামান, নিজাম উদ্দিন আহমেদ, সুব্রি মোহাম্মদ, সাইফুস সামি আলমগীর, জাহেদুন নবী, আসিফ হানিফ ও শাহ নেওয়াজ শিপন।

কাবাডি ফেডারেশন

সভাপতি: মো. ময়নুল ইসলাম, আইজিপি

সহসভাপতি: হাফিজুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, আবদুল্লাহ আল নোমান

সাধারণ সম্পাদক: এস এম নেওয়াজ সোহাগ

যুগ্ম সম্পাদক: আবদুল হক, গাজী মো. মোজাম্মেল হক

কোষাধ্যক্ষ: মনির হোসেন

সদস্য: মোহাম্মদ মনিরুজ্জামান, বি এম ইউসুফ আলী, শরিফ মোহাম্মদ আরিফ মিহির, আসাদুজ্জামান শাহিন, মাসুদুর রহমান চুন্নু, বাদশাহ মিয়া, সুবিমল চন্দ্র দাস, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, বিজিবি ক্রীড়া ও প্রশিক্ষণ বোর্ড প্রতিনিধি ও পুলিশ ক্রীড়া সংস্থা প্রতিনিধি

ব্রিজ ফেডারেশন

সভাপতি: সৈয়দ মাহবুবুর রহমান

সহসভাপতি: সাঈদ আহমেদ রবি, মো. আবুল কাশেম

সাধারণ সম্পাদক: নাঈমুল হাসান

যুগ্ম সম্পাদক: মুহাম্মদ মনিরুল ইসলাম

কোষাধ্যক্ষ: মো. জাহিদ হোসেন

সদস্য: শাহ জিয়াউল হক, মো. শওকত হোসেন ভূঁইয়া, নাজমুল হক কিরন, আসিফুর রহমান রাজীব, শেখ আমিন, মাওলা আল মামুন, রাশেদুল হাসান রিপন, মো. আলাউদ্দিন, মোহাম্মদ এহসানুজ্জামান, মাহমুদুল হাসান সুমন ও তানভীর আহমেদ ইমন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত