Ajker Patrika

সহজে ভাঙার নয় এমন কোন রেকর্ডের হাতছানি জোকোভিচকে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২০: ৩১
সহজে ভাঙার নয় এমন কোন রেকর্ডের হাতছানি জোকোভিচকে

কিছুদিন আগেই কথাটা বলেছিলেন রাফায়েল নাদাল—পরিসংখ্যানই জোকোভিচকে ইতিহাসের সেরা বলছে; সার্বিয়ান তারকাকে সেরা মানতে তাই আপত্তি নেই তাঁর।

গ্র্যান্ড স্লামে ২৪টি শিরোপা জোকোভিচের। দ্বিতীয় সর্বোচ্চ ২২টি নাদালের। টেনিসের আরেক মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটিপি ফাইনালসেও সর্বোচ্চ ৭টি শিরোপা জোকোর। এখানেই শেষ নয়, গ্র্যান্ড স্লাম ও এটিপি ফাইনালসের বাইরে মর্যাদাপূর্ণ ধরা হয় যে ১০০০ মাস্টার্স সিরিজকে। সেখানেও জয়জয়কার জোকোভিচের। ১০০০ মাস্টার্সে রজার ফেদেরার ও নাদালের শিরোপা যেখানে ২৮ ও ৩৬টি, সেখানে সার্বিয়ান জোকোভিচের শিরোপা ৪০টি। তাই এমন বর্ণাঢ্য যাঁর ক্যারিয়ার, তাঁকে সর্বকালের সেরা না বলে উপায় আছে!

চলতি মন্টে কার্লো মাস্টার্সে এবার শিরোপা জিতলে অনন্য এক রেকর্ডই গড়ে ফেলবেন জোকোভিচ, যেটি হয়তো যুগ যুগ ধরে অক্ষতই থেকে যাবে। রেকর্ডটি কী? সব মাস্টার্স সিরিজ কমপক্ষে তিনবার করে জয়।

জোকোভিচ ৭ বার জিতেছেন প্যারিস মাস্টার্স। ৬ বার করে মায়ামি ও রোম মাস্টার্স। ৫ বার জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস। ৪ বার করে জিতেছেন কানাডা ও সাংহাই ওপেন। মাদ্রিদ ও সিনসিনাটি ওপেন জিতেছেন ৩ বার করে। শুধু মন্টে কার্লো মাস্টার্সই ৩ বার করে জেতা হয়নি তাঁর। তবে এখানে ২০১৩ ও ২০১৫ সালের শিরোপাজয়ী জোকোভিচ আবার জিততে পারেন। জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ মাস্টার্স সিরিজের সব কটি টুর্নামেন্টই কমপক্ষে ৩ বার করে জয়ের রেকর্ড গড়বেন।

এর আগে ২০১৮ সালে প্রথম খেলোয়াড় হিসেবে সব মাস্টার্স সিরিজে একবার করে জেতেন, ২০২০ সালে যখন দুবার করে জেতেন তখন এই কৃতিত্বে তিনিই ছিলেন টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত