মেয়েদের টেনিসে উন্মুক্ত যুগে এমন কীর্তি নেই আর কারও

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

শীর্ষ বাছাই ইগা সিয়াতেককে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিনা সভিতোলিনার। আবারও উইম্বলডনের শেষ চারে থামলেন তিনি। তৃতীয় বাছাই ইউক্রনীয়কে বিদায় করে সেন্টার কোর্টের ফাইনালে উঠেছেন মার্তেকা ভন্দ্রোসভা। 

প্রথম অবাছাই হিসেবে নারী এককের উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করলেন ২৪ বছর বয়সী চেক তারকা। উন্মুক্ত যুগে এই কীর্তি আর কারও নেই। ১৯৬৩ সালে অবাছাই নারী হিসেবে সবশেষ উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং, সেটি উন্মুক্ত যুগের পাঁচ বছর আগে।

ভন্দ্রোসভা এর আগে কখনো অল ইংল্যান্ড ক্লাবের দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি। এবারই প্রথম সেন্টার কোর্টে খেলছেন তিনি। আর একের পর ‘জায়ান্ট’ বধ করে ফাইনালে। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৯ মাস আগে সন্তান জন্ম দেওয়া সভিতোলিনা। ভন্দ্রোসভা জিতেছেন ৬-৩,৬-৩ গেমে। আগামী শনিবারের ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বেলারুশের মেয়ে আরিনা সাবালেঙ্কা বা তিউনিসিয়ার ওনস জাবিরকে। আজ সেন্টার কোর্টের আরেক সেমিতে মুখোমুখি হয়েছেন তারা। ফাইনালে যে জিতুক না কেন, এবার নতুন রানি পাবে উইম্বলডন। 

২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেন ভন্দ্রোসভা। চার বছর পর আরেকটি ফাইনালে ওঠা যেন বিশ্বাসই হচ্ছে না চেক প্রজাতন্ত্রের মেয়ে, ‘আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি। এলেনা দুর্দান্ত লড়াকু এবং খুবই ভালো মেয়ে। এটা খুবই কঠিন ম্যাচ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত