ক্রীড়া ডেস্ক
শেষ রক্ষা হলো না বরিস বেকারের। সম্পদ গোপন রেখে নিজেকে দেউলিয়া ঘোষণার দায়ে আড়াই বছরের কারাদণ্ড হয়েছে জার্মান টেনিস কিংবদন্তির।
৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার ২০১৭ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় ব্রিটেনের আদালতে। বেকার জানিয়েছিলেন, আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। কিন্তু তদন্তে দেউলিয়া আইন ভঙ্গের প্রমাণ মিলেছে। এরপরই তাঁকে আড়াই বছরের জেল দিয়েছে আদালত। তবে ব্রিটেনের আইন অনুযায়ী, ১৩ মাস জেল খাটতে হবে বেকারকে।
২০১৪ সালে অর্থনৈতিক পতন শুরু হয় বেকারের। সে বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। পরের বছরই একটি বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন।
আদালতকে বেকার তখন জানিয়েছিলেন, স্পেনের মায়োর্কায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়া তিনি অভিযোগ করেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আয়ও কমেছে।
বেকার আরও জানিয়েছিলেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বলেছিলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে, তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে বেকার সে দিকেই বেশি মনোযোগ দিয়েছেন।
শেষ রক্ষা হলো না বরিস বেকারের। সম্পদ গোপন রেখে নিজেকে দেউলিয়া ঘোষণার দায়ে আড়াই বছরের কারাদণ্ড হয়েছে জার্মান টেনিস কিংবদন্তির।
৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার ২০১৭ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় ব্রিটেনের আদালতে। বেকার জানিয়েছিলেন, আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। কিন্তু তদন্তে দেউলিয়া আইন ভঙ্গের প্রমাণ মিলেছে। এরপরই তাঁকে আড়াই বছরের জেল দিয়েছে আদালত। তবে ব্রিটেনের আইন অনুযায়ী, ১৩ মাস জেল খাটতে হবে বেকারকে।
২০১৪ সালে অর্থনৈতিক পতন শুরু হয় বেকারের। সে বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। পরের বছরই একটি বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন।
আদালতকে বেকার তখন জানিয়েছিলেন, স্পেনের মায়োর্কায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়া তিনি অভিযোগ করেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আয়ও কমেছে।
বেকার আরও জানিয়েছিলেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বলেছিলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে, তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে বেকার সে দিকেই বেশি মনোযোগ দিয়েছেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা না জিতলেও দুই আসরেই ফাইনাল খেলেছে ভারত। তবে এবার শিরোপার লড়াইয়ে উঠতে ব্যর্থ হয়েছে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জুনে অনুষ্ঠিতব্য ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে ভারত না থাকায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছে ক্রিকেট
৩ মিনিট আগেনিজেদের মাঠে ব্যর্থ এক চ্যাম্পিয়নস ট্রফি কাটল পাকিস্তানের। পুরো দলকে ধুয়ে দিলেন সাবেকরা। ক্রিকেট মাঠে সময়টা যখন বেশ খারপই যাচ্ছে, তখনই পারিবারিক এক বড় সুসংবাদ পেলেন হারিস রউফ। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন এই পেসার। হারিসে স্ত্রী মুজনা মাসুদ মালিকের ঘরে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান।
৩ মিনিট আগেরোহিত শর্মার নেতৃত্বে টানা দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। দুবাইয়ে পরশু রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়নস ট্রফিতে। টানা দুইবার বৈশ্বিক শিরোপা জয়ে ১৫০ কোটির ভারত আনন্দে ভেসে থাকলেও এবার রাজকীয়ভাবে বরণ করা হচ্ছে না।
৪৩ মিনিট আগেফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানে উত্তুঙ্গ উত্তেজনা। এই মাসেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেটে এ দুই দল তেমন আলোচনায় থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোনো মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা হয় না বললেই চলে। অনেকটা নীরবেই যেন হয়ে গেল ২০২৬ নারী টি-টোয়েন্টি
১ ঘণ্টা আগে