ক্রীড়া ডেস্ক
যেকোনো খেলায় হারজিত থাকবেই। আর ম্যাচের পর ফল যা-ই হোক, প্রতিপক্ষকে সম্মান দেখানো একটা রীতি। সেখানে এবার ঘটল উল্টোটা। এমন ঘটনা আগে দেখা গেছে কি না, তা-ও বলা মুশকিল। টেনিস কোর্টে ঘটেছে এমনই এক ঘটনা। ম্যাচের পর প্রতিপক্ষকে চড় মারাকে কেন্দ্র করে কোর্টেই দুই খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ঘানার এক জুনিয়র টেনিস প্রতিযোগিতায়।
আইটিএফ আয়োজিত জুনিয়র টেনিস প্রতিযোগিতার আসর বসেছিল ঘানার রাজধানী আক্রা শহরে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ১৫ বছর বয়সী ফরাসি টেনিস খেলোয়াড় মিচেল কোয়ামে ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আকরাকে কশে চড় মারেন। এরপর কোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই খেলোয়াড়।
১৫ বছরের এই ফরাসি টেনিস খেলোয়াড়ের এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে এসে তাঁকে ঠাঁটিয়ে চড় মারার কাণ্ডে হতবাক সবাই। কয়েকজন দর্শক সেই ভিডিও ক্যামেরাবন্দী করে পোস্ট করেন সামাজিক মাধ্যমগুলোতে, যা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ঘানায় আইটিএফ জুনিয়র টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের শীর্ষ বাছাই মিচেল কোয়ামে ও ঘানার রাফায়েল নি আকরা। ম্যাচের প্রথম সেটেই হেরে পিছিয়ে পড়েন মিচেল। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু তৃতীয় সেটে কিছুটা অপ্রত্যাশিতভাবে হেরে যান মিচেল। হারের ধাক্কা সামলাতে না পেরে ম্যাচ শেষে কোর্টের মাঝে দাঁড়িয়ে হাত মেলানোর বদলে প্রতিপক্ষ ঘানার রাফায়েলকে চড় মারেন। চড় খেয়ে মিচেলের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন রাফায়েল। পরে তাঁর কোচের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যেকোনো খেলায় হারজিত থাকবেই। আর ম্যাচের পর ফল যা-ই হোক, প্রতিপক্ষকে সম্মান দেখানো একটা রীতি। সেখানে এবার ঘটল উল্টোটা। এমন ঘটনা আগে দেখা গেছে কি না, তা-ও বলা মুশকিল। টেনিস কোর্টে ঘটেছে এমনই এক ঘটনা। ম্যাচের পর প্রতিপক্ষকে চড় মারাকে কেন্দ্র করে কোর্টেই দুই খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ঘানার এক জুনিয়র টেনিস প্রতিযোগিতায়।
আইটিএফ আয়োজিত জুনিয়র টেনিস প্রতিযোগিতার আসর বসেছিল ঘানার রাজধানী আক্রা শহরে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ১৫ বছর বয়সী ফরাসি টেনিস খেলোয়াড় মিচেল কোয়ামে ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আকরাকে কশে চড় মারেন। এরপর কোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই খেলোয়াড়।
১৫ বছরের এই ফরাসি টেনিস খেলোয়াড়ের এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে এসে তাঁকে ঠাঁটিয়ে চড় মারার কাণ্ডে হতবাক সবাই। কয়েকজন দর্শক সেই ভিডিও ক্যামেরাবন্দী করে পোস্ট করেন সামাজিক মাধ্যমগুলোতে, যা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ঘানায় আইটিএফ জুনিয়র টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের শীর্ষ বাছাই মিচেল কোয়ামে ও ঘানার রাফায়েল নি আকরা। ম্যাচের প্রথম সেটেই হেরে পিছিয়ে পড়েন মিচেল। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু তৃতীয় সেটে কিছুটা অপ্রত্যাশিতভাবে হেরে যান মিচেল। হারের ধাক্কা সামলাতে না পেরে ম্যাচ শেষে কোর্টের মাঝে দাঁড়িয়ে হাত মেলানোর বদলে প্রতিপক্ষ ঘানার রাফায়েলকে চড় মারেন। চড় খেয়ে মিচেলের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন রাফায়েল। পরে তাঁর কোচের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা না জিতলেও দুই আসরেই ফাইনাল খেলেছে ভারত। তবে এবার শিরোপার লড়াইয়ে উঠতে ব্যর্থ হয়েছে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জুনে অনুষ্ঠিতব্য ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে ভারত না থাকায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছে ক্রিকেট
২৬ মিনিট আগেনিজেদের মাঠে ব্যর্থ এক চ্যাম্পিয়নস ট্রফি কাটল পাকিস্তানের। পুরো দলকে ধুয়ে দিলেন সাবেকরা। ক্রিকেট মাঠে সময়টা যখন বেশ খারপই যাচ্ছে, তখনই পারিবারিক এক বড় সুসংবাদ পেলেন হারিস রউফ। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন এই পেসার। হারিসে স্ত্রী মুজনা মাসুদ মালিকের ঘরে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান।
২৬ মিনিট আগেরোহিত শর্মার নেতৃত্বে টানা দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। দুবাইয়ে পরশু রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়নস ট্রফিতে। টানা দুইবার বৈশ্বিক শিরোপা জয়ে ১৫০ কোটির ভারত আনন্দে ভেসে থাকলেও এবার রাজকীয়ভাবে বরণ করা হচ্ছে না।
১ ঘণ্টা আগেফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানে উত্তুঙ্গ উত্তেজনা। এই মাসেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেটে এ দুই দল তেমন আলোচনায় থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোনো মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা হয় না বললেই চলে। অনেকটা নীরবেই যেন হয়ে গেল ২০২৬ নারী টি-টোয়েন্টি
২ ঘণ্টা আগে