ক্রীড়া ডেস্ক
যেকোনো খেলায় হারজিত থাকবেই। আর ম্যাচের পর ফল যা-ই হোক, প্রতিপক্ষকে সম্মান দেখানো একটা রীতি। সেখানে এবার ঘটল উল্টোটা। এমন ঘটনা আগে দেখা গেছে কি না, তা-ও বলা মুশকিল। টেনিস কোর্টে ঘটেছে এমনই এক ঘটনা। ম্যাচের পর প্রতিপক্ষকে চড় মারাকে কেন্দ্র করে কোর্টেই দুই খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ঘানার এক জুনিয়র টেনিস প্রতিযোগিতায়।
আইটিএফ আয়োজিত জুনিয়র টেনিস প্রতিযোগিতার আসর বসেছিল ঘানার রাজধানী আক্রা শহরে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ১৫ বছর বয়সী ফরাসি টেনিস খেলোয়াড় মিচেল কোয়ামে ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আকরাকে কশে চড় মারেন। এরপর কোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই খেলোয়াড়।
১৫ বছরের এই ফরাসি টেনিস খেলোয়াড়ের এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে এসে তাঁকে ঠাঁটিয়ে চড় মারার কাণ্ডে হতবাক সবাই। কয়েকজন দর্শক সেই ভিডিও ক্যামেরাবন্দী করে পোস্ট করেন সামাজিক মাধ্যমগুলোতে, যা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ঘানায় আইটিএফ জুনিয়র টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের শীর্ষ বাছাই মিচেল কোয়ামে ও ঘানার রাফায়েল নি আকরা। ম্যাচের প্রথম সেটেই হেরে পিছিয়ে পড়েন মিচেল। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু তৃতীয় সেটে কিছুটা অপ্রত্যাশিতভাবে হেরে যান মিচেল। হারের ধাক্কা সামলাতে না পেরে ম্যাচ শেষে কোর্টের মাঝে দাঁড়িয়ে হাত মেলানোর বদলে প্রতিপক্ষ ঘানার রাফায়েলকে চড় মারেন। চড় খেয়ে মিচেলের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন রাফায়েল। পরে তাঁর কোচের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যেকোনো খেলায় হারজিত থাকবেই। আর ম্যাচের পর ফল যা-ই হোক, প্রতিপক্ষকে সম্মান দেখানো একটা রীতি। সেখানে এবার ঘটল উল্টোটা। এমন ঘটনা আগে দেখা গেছে কি না, তা-ও বলা মুশকিল। টেনিস কোর্টে ঘটেছে এমনই এক ঘটনা। ম্যাচের পর প্রতিপক্ষকে চড় মারাকে কেন্দ্র করে কোর্টেই দুই খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ঘানার এক জুনিয়র টেনিস প্রতিযোগিতায়।
আইটিএফ আয়োজিত জুনিয়র টেনিস প্রতিযোগিতার আসর বসেছিল ঘানার রাজধানী আক্রা শহরে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ১৫ বছর বয়সী ফরাসি টেনিস খেলোয়াড় মিচেল কোয়ামে ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আকরাকে কশে চড় মারেন। এরপর কোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই খেলোয়াড়।
১৫ বছরের এই ফরাসি টেনিস খেলোয়াড়ের এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে এসে তাঁকে ঠাঁটিয়ে চড় মারার কাণ্ডে হতবাক সবাই। কয়েকজন দর্শক সেই ভিডিও ক্যামেরাবন্দী করে পোস্ট করেন সামাজিক মাধ্যমগুলোতে, যা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ঘানায় আইটিএফ জুনিয়র টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের শীর্ষ বাছাই মিচেল কোয়ামে ও ঘানার রাফায়েল নি আকরা। ম্যাচের প্রথম সেটেই হেরে পিছিয়ে পড়েন মিচেল। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু তৃতীয় সেটে কিছুটা অপ্রত্যাশিতভাবে হেরে যান মিচেল। হারের ধাক্কা সামলাতে না পেরে ম্যাচ শেষে কোর্টের মাঝে দাঁড়িয়ে হাত মেলানোর বদলে প্রতিপক্ষ ঘানার রাফায়েলকে চড় মারেন। চড় খেয়ে মিচেলের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন রাফায়েল। পরে তাঁর কোচের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
২৬ মিনিট আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩ ঘণ্টা আগে