ক্রীড়া ডেস্ক
নিজেকে অভাগা ভাবতেই পারেন ফাবিও ফগনিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যে উদ্দেশ্যে স্টেডিয়ামে এসেছিলেন, তা তো হয়ইনি, উল্টো এখন বিপদে পড়েছেন তিনি। ইন্টার মিলানের সমর্থক হওয়ায় দলের শিরোপাজয় দেখতে এসেছিলেন তিনি। তবে ইস্তাম্বুলের ফাইনালে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হওয়ায় হতাশ হতে হয়েছে তাঁকে।
সেই হতাশা কাটতে না কাটতেই বড় শাস্তির মুখে পড়েছেন ফগনিনি। এ জন্য এখন নিজের ওপর প্রচণ্ড রাগ করতে পারেন তিনি। ফাইনাল দেখতে গিয়ে কেন নিজের সর্বনাশ করলেন তিনি? সর্বনাশ অবশ্য এখনো হয়নি, তবে বড় ঝামেলায় আছেন ইতালিয়ান টেনিস তারকা।
ফাইনাল দেখতে যাওয়ায় ডোপ টেস্ট মিস করেছেন ফগনিনি। নিয়ম অনুযায়ী সব টুর্নামেন্ট শুরুর আগে এই পরীক্ষা করানো হয় খেলোয়াড়দের। তেমনি আগামী মাসে শুরু হতে যাওয়া উইম্বলডনেও এটা বাধ্যতামূলক ছিল। কোর্টে নামার আগে তাই ইতালির টেনিস তারকার ডোপ টেস্ট করানোর কথা। কিন্তু তিনি তা না করে ফাইনাল দেখতে গিয়েছিলেন। এমনকি কর্তৃপক্ষ ডোপ টেস্ট নেওয়ার জন্য তাঁর বাসায় গিয়েও খুঁজে পায়নি।
এই অপরাধেই বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ফগনিনি। শোনা যাচ্ছে, তাঁকে নিষেধাজ্ঞা দিতে পারে টেনিস কর্তৃপক্ষ। এমনটা হলে উইম্বলডনে খেলতে পারবেন না বর্তমানে ১৩০ নম্বর র্যাঙ্কিংধারী তারকা। আগামী ৩ জুলাই শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম। এ নিয়ে দ্বিতীয়বার এমন অপরাধ করলেন ৩৬ বছর বয়সী ইতালিয়ান খেলোয়াড়।
ইন্টার মিলানকে সমর্থনের বিষয়ে ফগনিনি বলেছেন, ‘আমার পুরো পরিবার ইন্টারের সমর্থক। তবে আমার কাছে ইন্টার প্যাশন। রোনালদো ও ক্রিস্টিয়ান ভিয়েরিকে দেখে বড় হয়েছি। তবে আমার আদর্শ ইভান জামোরানো। এ ছাড়া সংকল্পের জন্য মার্কো মাতেরাজ্জিকে সব সময় পছন্দ করি। দলের সমর্থক হিসেবে আনন্দ ও রাগান্বিত হই।
নিজেকে অভাগা ভাবতেই পারেন ফাবিও ফগনিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যে উদ্দেশ্যে স্টেডিয়ামে এসেছিলেন, তা তো হয়ইনি, উল্টো এখন বিপদে পড়েছেন তিনি। ইন্টার মিলানের সমর্থক হওয়ায় দলের শিরোপাজয় দেখতে এসেছিলেন তিনি। তবে ইস্তাম্বুলের ফাইনালে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হওয়ায় হতাশ হতে হয়েছে তাঁকে।
সেই হতাশা কাটতে না কাটতেই বড় শাস্তির মুখে পড়েছেন ফগনিনি। এ জন্য এখন নিজের ওপর প্রচণ্ড রাগ করতে পারেন তিনি। ফাইনাল দেখতে গিয়ে কেন নিজের সর্বনাশ করলেন তিনি? সর্বনাশ অবশ্য এখনো হয়নি, তবে বড় ঝামেলায় আছেন ইতালিয়ান টেনিস তারকা।
ফাইনাল দেখতে যাওয়ায় ডোপ টেস্ট মিস করেছেন ফগনিনি। নিয়ম অনুযায়ী সব টুর্নামেন্ট শুরুর আগে এই পরীক্ষা করানো হয় খেলোয়াড়দের। তেমনি আগামী মাসে শুরু হতে যাওয়া উইম্বলডনেও এটা বাধ্যতামূলক ছিল। কোর্টে নামার আগে তাই ইতালির টেনিস তারকার ডোপ টেস্ট করানোর কথা। কিন্তু তিনি তা না করে ফাইনাল দেখতে গিয়েছিলেন। এমনকি কর্তৃপক্ষ ডোপ টেস্ট নেওয়ার জন্য তাঁর বাসায় গিয়েও খুঁজে পায়নি।
এই অপরাধেই বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ফগনিনি। শোনা যাচ্ছে, তাঁকে নিষেধাজ্ঞা দিতে পারে টেনিস কর্তৃপক্ষ। এমনটা হলে উইম্বলডনে খেলতে পারবেন না বর্তমানে ১৩০ নম্বর র্যাঙ্কিংধারী তারকা। আগামী ৩ জুলাই শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম। এ নিয়ে দ্বিতীয়বার এমন অপরাধ করলেন ৩৬ বছর বয়সী ইতালিয়ান খেলোয়াড়।
ইন্টার মিলানকে সমর্থনের বিষয়ে ফগনিনি বলেছেন, ‘আমার পুরো পরিবার ইন্টারের সমর্থক। তবে আমার কাছে ইন্টার প্যাশন। রোনালদো ও ক্রিস্টিয়ান ভিয়েরিকে দেখে বড় হয়েছি। তবে আমার আদর্শ ইভান জামোরানো। এ ছাড়া সংকল্পের জন্য মার্কো মাতেরাজ্জিকে সব সময় পছন্দ করি। দলের সমর্থক হিসেবে আনন্দ ও রাগান্বিত হই।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে