ক্রীড়া ডেস্ক
আইনি লড়াইয়ে হেরে অবশেষে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জোকোভিচ তাকিয়ে ছিলেন আজকের শুনানির দিকে। আদালতের রায় শেষ পর্যন্ত বিপক্ষে যাওয়ায় এখন অস্ট্রেলিয়া ওপেন খেলা হবে না এই সার্বিয়ান টেনিস তারকার। আদালতের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের হতাশার কথা জানিয়েছেন জোকোভিচ। তবে রায়ের প্রতি সম্মান রেখে এখন অস্ট্রেলিয়া ছাড়তে যাচ্ছেন বলেও জানান তিনি।
আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলার কথা ছিল জোকোভিচের। কিন্তু আদালতের রায়ের পর এখন আর সেটি সম্ভব হচ্ছে না। রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জোকোভিচ বলেন, ‘আজকে আদালতের ফলাফলের শুনানি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি বিবৃতি দিতে চাই। পরবর্তী মন্তব্য করার আগে আমি বিশ্রাম নিতে চাইব এবং ধাক্কা সামলাতে নিজেকে সময় দেব।’
রায় নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেন, ‘মন্ত্রীর দেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আমার করা আবেদন খারিজ হওয়ায় আমি অত্যন্ত হতাশ। এর অর্থ হচ্ছে, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারব না। আমি আদালতের রায়ের প্রতি সম্মান জানাচ্ছি এবং এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’
গত কদিন ধরে তাঁকে নিয়ে চলতে থাকা বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে ছিলেন বলেও মন্তব্য করেন জোকোভিচ। সার্বিয়ান এই শীর্ষ বাছাই বলেন, ‘গত সপ্তাহগুলোতে সবার মনোযোগ আমার ওপর ছিল, তা নিয়ে অস্বস্তিতে ছিলাম। আমি আশা করি, এখন সবাই খেলায় এবং আমার ভালোবাসার টুর্নামেন্টটিতে মনোযোগ দিতে পারবে। আমি খেলোয়াড়, টুর্নামেন্ট কর্তৃপক্ষ, স্টাফ, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতে চাই। আর পরিশেষে পরিবার, বন্ধু, দল, সমর্থক, ভক্ত সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই আমার শক্তির উৎস ছিলেন।’
আইনি লড়াইয়ে হেরে অবশেষে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জোকোভিচ তাকিয়ে ছিলেন আজকের শুনানির দিকে। আদালতের রায় শেষ পর্যন্ত বিপক্ষে যাওয়ায় এখন অস্ট্রেলিয়া ওপেন খেলা হবে না এই সার্বিয়ান টেনিস তারকার। আদালতের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের হতাশার কথা জানিয়েছেন জোকোভিচ। তবে রায়ের প্রতি সম্মান রেখে এখন অস্ট্রেলিয়া ছাড়তে যাচ্ছেন বলেও জানান তিনি।
আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলার কথা ছিল জোকোভিচের। কিন্তু আদালতের রায়ের পর এখন আর সেটি সম্ভব হচ্ছে না। রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জোকোভিচ বলেন, ‘আজকে আদালতের ফলাফলের শুনানি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি বিবৃতি দিতে চাই। পরবর্তী মন্তব্য করার আগে আমি বিশ্রাম নিতে চাইব এবং ধাক্কা সামলাতে নিজেকে সময় দেব।’
রায় নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেন, ‘মন্ত্রীর দেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আমার করা আবেদন খারিজ হওয়ায় আমি অত্যন্ত হতাশ। এর অর্থ হচ্ছে, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারব না। আমি আদালতের রায়ের প্রতি সম্মান জানাচ্ছি এবং এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’
গত কদিন ধরে তাঁকে নিয়ে চলতে থাকা বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে ছিলেন বলেও মন্তব্য করেন জোকোভিচ। সার্বিয়ান এই শীর্ষ বাছাই বলেন, ‘গত সপ্তাহগুলোতে সবার মনোযোগ আমার ওপর ছিল, তা নিয়ে অস্বস্তিতে ছিলাম। আমি আশা করি, এখন সবাই খেলায় এবং আমার ভালোবাসার টুর্নামেন্টটিতে মনোযোগ দিতে পারবে। আমি খেলোয়াড়, টুর্নামেন্ট কর্তৃপক্ষ, স্টাফ, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতে চাই। আর পরিশেষে পরিবার, বন্ধু, দল, সমর্থক, ভক্ত সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই আমার শক্তির উৎস ছিলেন।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে