ক্রীড়া ডেস্ক
কত দিন কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী ইউএস ওপেনের ফাইনালে খেলেন না! ছেলেদের বিভাগে আমেরিকান হিসেবে সবশেষ ফাইনাল খেলেছিলেন অ্যান্ডি রডিক, ২০০৯ সালে। মাঝখানে পেরিয়ে গেছে ১৫টি বছর। দীর্ঘ এই সময় পর মার্কিনদের আশা নিয়ে এবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন টেলর ফ্রিটজ।
এক আমেরিকান এবার ফাইনালে যে খেলবেন, সেটি নিশ্চিত হয়েছিল সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার মধ্য দিয়েই। শেষ চারে ফ্রিটজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন আরেক আমেরিকান ফ্রান্সেস তিয়াফোকে। গত রাতে হওয়া সেই সেমিফাইনালে ৪-৬, ৭-৫, ৪-৬,৬-৪, ৬-১ গেমে জিতেছেন ফ্রিটজ। প্রথমবারের মতো ফাইনালে উঠেই মার্কিনদের ১৫ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন। ফাইনাল জিতলে ঘোচাবেন ২১ বছরের অপেক্ষাও। ২০০৩ সালে রডিকের পর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী চ্যাম্পিয়ন হতে পারেনি।
এত দিনের সেই সাফল্য-বন্ধ্যত্ব ঘোচানোর সুযোগ ২৬ বছর বয়সী ফ্রিটজের সামনে। তবে তাঁর জন্য ফাইনালটা সহজ হবে না। কারণ, প্রতিপক্ষ ইয়ানিক সিনার। শীর্ষ বাছাই এই ইতালিয়ান দুর্দান্ত ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং এই চ্যাম্পিয়ন সেমিফাইনালে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়েছেন গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে হারিয়ে প্রথম ইতালির পুরুষ প্রতিযোগী হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। আজকের ফাইনালে বাজির দরে তিনিই ফেবারিট। তবে জেতার আত্মবিশ্বাস ফ্রিটজেরও। সিনারের বিপক্ষে ফাইনালে নিয়ে তাঁর প্রত্যয়ী উচ্চারণ, ‘(সেমিফাইনালে) নিজেকে উজাড় করে দিয়েছে। জিততে না পারলে আজীবন আফসোস করতে হতো। ফাইনালেও আমি একইভাবে নিজেকে নিংড়ে দিয়ে খেলতে চাই।’
পেশাদার সার্কিটে সিনার ফ্রিটজ মুখোমুখি হয়েছেন দুবার। দুটিই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে। ২০২১ সালে ফ্রিটজ জিতলেও ২০২৩ সালের সাক্ষাতে জিতেছিলেন সিনারই।
আজ কে জিতবেন? উত্তরটা সময়ের হাতেই। তবে এটা ফাইনালের আগেই বলে দেওয়া যায়, মেয়েদের মতো ছেলেদের বিভাগেও নতুন চ্যাম্পিয়নকে দেখবে ইউএস ওপেন।
কত দিন কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী ইউএস ওপেনের ফাইনালে খেলেন না! ছেলেদের বিভাগে আমেরিকান হিসেবে সবশেষ ফাইনাল খেলেছিলেন অ্যান্ডি রডিক, ২০০৯ সালে। মাঝখানে পেরিয়ে গেছে ১৫টি বছর। দীর্ঘ এই সময় পর মার্কিনদের আশা নিয়ে এবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন টেলর ফ্রিটজ।
এক আমেরিকান এবার ফাইনালে যে খেলবেন, সেটি নিশ্চিত হয়েছিল সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার মধ্য দিয়েই। শেষ চারে ফ্রিটজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন আরেক আমেরিকান ফ্রান্সেস তিয়াফোকে। গত রাতে হওয়া সেই সেমিফাইনালে ৪-৬, ৭-৫, ৪-৬,৬-৪, ৬-১ গেমে জিতেছেন ফ্রিটজ। প্রথমবারের মতো ফাইনালে উঠেই মার্কিনদের ১৫ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন। ফাইনাল জিতলে ঘোচাবেন ২১ বছরের অপেক্ষাও। ২০০৩ সালে রডিকের পর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী চ্যাম্পিয়ন হতে পারেনি।
এত দিনের সেই সাফল্য-বন্ধ্যত্ব ঘোচানোর সুযোগ ২৬ বছর বয়সী ফ্রিটজের সামনে। তবে তাঁর জন্য ফাইনালটা সহজ হবে না। কারণ, প্রতিপক্ষ ইয়ানিক সিনার। শীর্ষ বাছাই এই ইতালিয়ান দুর্দান্ত ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং এই চ্যাম্পিয়ন সেমিফাইনালে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়েছেন গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে হারিয়ে প্রথম ইতালির পুরুষ প্রতিযোগী হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। আজকের ফাইনালে বাজির দরে তিনিই ফেবারিট। তবে জেতার আত্মবিশ্বাস ফ্রিটজেরও। সিনারের বিপক্ষে ফাইনালে নিয়ে তাঁর প্রত্যয়ী উচ্চারণ, ‘(সেমিফাইনালে) নিজেকে উজাড় করে দিয়েছে। জিততে না পারলে আজীবন আফসোস করতে হতো। ফাইনালেও আমি একইভাবে নিজেকে নিংড়ে দিয়ে খেলতে চাই।’
পেশাদার সার্কিটে সিনার ফ্রিটজ মুখোমুখি হয়েছেন দুবার। দুটিই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে। ২০২১ সালে ফ্রিটজ জিতলেও ২০২৩ সালের সাক্ষাতে জিতেছিলেন সিনারই।
আজ কে জিতবেন? উত্তরটা সময়ের হাতেই। তবে এটা ফাইনালের আগেই বলে দেওয়া যায়, মেয়েদের মতো ছেলেদের বিভাগেও নতুন চ্যাম্পিয়নকে দেখবে ইউএস ওপেন।
বিপিএলে নাহিদ রানা যেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এক ম্যাচ আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচের মতো এদিন অবশ্য বেশি উইকেট পাননি; নিয়েছেন মাত্র ২ উইকেট। ফিরিয়েছেন তারকাখচিত ফরচুন বরিশালের দুই ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে...
৭ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্তই খেলছেন তাসকিন। তারপরও তিনি কি ভাবতে পেরেছিলেন বিপিএলে আজ ৭ উইকেট পেয়ে যাবেন?
১০ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
১০ ঘণ্টা আগে