চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে বাংলাদেশ ধবলধোলাই করলেও ব্যাটিং নিয়ে একটা অস্বস্তিই ছিলই। প্রায় সব ম্যাচেই ইনিংসের কোনো না কোনা পর্যায়ে ব্যাটিং নিয়ে ভুগতে হয়েছে দলকে। যদিও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ তিন টি-টোয়েন্টির তিনটিতেই জিতেছে বাংলাদেশ। আর এই সাফল্যে দলের ব্যাটিং ভঙ্গুরতা আড়ালে চলে যায়।
৭ ঘণ্টা আগেঅপেক্ষা ৪১ এ পা রাখার। এরপরও থামার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। বয়স যেন তার কাছে নিছকই সংখ্যা মাত্র। জানালেন সহসাই ফুটবল ছাড়ার ভাবনা নেই তার। এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করে তবেই বুটজোড়া তুলে রাখতে চান সিআরসেভেন।
১০ ঘণ্টা আগেচোটের কারণে ফুটবল ছাড়তে বাধ্য হয়েছেন অনেক প্রতিভাবান ফুটবলার। দারুণ সম্ভাবনা থাকার পরও ক্যারিয়ার থেমেছে অপ্রত্যাশিতভাবে। সে তালিকার একজন হতে পারতেন এদের মিলিতাও। চোটের কারণে হতাশ হয়ে ফুটবল ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
১০ ঘণ্টা আগেব্যাটিং ব্যর্থতা; শব্দটি এখন যেন বাংলাদেশ দলের নিত্যসঙ্গী। টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে হারালেও জাকের আলীর দলের বাজে ব্যাটিং রীতিমতো হতাশ করেছে ভক্তদের। সংস্করণ বদলে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু ব্যাটিং দুর্দশা থেকে বের হতে পারছে না তারা।
১১ ঘণ্টা আগে