ক্রীড়া ডেস্ক
চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২১ মিনিট আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
২৭ মিনিট আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগে