Ajker Patrika

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

ক্রাড়ী ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

নতুন রানি পেল অস্ট্রেলিয়ান ওপেন। এলেনা রাইবাকিনাকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা। ২২ তম বাছাইকে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৬-৪,৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই। 

তবে রানির আসনে বসার জন্য দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছেন রাইবাকিনা ও সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে চাচ্ছিলেন না। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে রাইবাকিনা জিতলে পরের সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে প্রতিপক্ষের চেয়েও দুর্দান্ত খেলে ৬-৩ সেটে জয় পান তিনি। 

তৃতীয় সেটটি ছিল আরো দুর্দান্ত। নিজেদের সার্ভ ও ব্রেক পয়েন্ট জিতে দুজনই সমানতালে এগিয়ে যাচ্ছিলেন। নির্ধারিত সেটে চতুর্থবারের চ্যাম্পিয়নশীপ পয়েন্টের চেষ্টায় ৬-৪ ব্যবধানে ম্যাচ জেতেন পঞ্চম বাছাই সাবালেঙ্কা। 

এ জয়ে শুধু অস্ট্রেলিয়ান ওপেনে নয় ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন সাবালেঙ্কা। ভিক্টোরিয়ান আজারেঙ্কার পর দ্বিতীয় বেলারুশিয়ান হিসেবে রড লেভার অ্যারেনায় চ্যাম্পিয়ন হলেন তিনি। সাবালেঙ্কার প্রথমবার হলেও ২০১২ ও ২০১৩ সালে দুইবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন আজারেঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত