ক্রীড়া ডেস্ক
টেনিস ক্যারিয়ারে রেকর্ডের পর রেকর্ড গড়ে পড়ন্তবেলায় এখন রাফায়েল নাদাল। ৩৭ ছুঁই ছুঁই এই টেনিস তারকা সম্প্রতি চোটে আক্রান্ত হচ্ছেন নিয়মিত। চোটে পড়ে খেলতে পারছেন না অনেক টুর্নামেন্ট। ক্যারিয়ারের শেষটা এভাবে হোক, তা চান না স্প্যানিশ টেনিস তারকা।
২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে নিতম্বের চোটে পড়েন নাদাল। ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি মাস্টার্স, মাদ্রিদ ওপেনসহ বেশ কিছু টুর্নামেন্ট এড়িয়ে গেছেন তিনি। আর গতকাল সংবাদ সম্মেলনে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২২ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন থেকেও। দীর্ঘ ১৯ বছরে এই প্রথম লাল দুর্গে খেলা হচ্ছে না তাঁর। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়নও তিনি। চোটে পড়ে নাম প্রত্যাহার করার আক্ষেপ ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস তারকার, ‘এভাবে শেষ করার যোগ্য বলে আমি মনে করি না। ক্যারিয়ারজুড়ে যথেষ্ট পরিশ্রম করেছি, যেন সংবাদ সম্মেলনে এভাবে এসে বলতে না হয় (নাম প্রত্যাহার)।’
সর্বোচ্চ ২২ বার করে গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল ও নোভাক জোকোভিচ। ২২ বারের মধ্যে ১৪ বারই নাদাল জেতেন ফ্রেঞ্চ ওপেন। আর চোটে আক্রান্ত স্প্যানিশ এই টেনিস তারকা এবার না-ও খেলতে পারেন উইম্বলডন ওপেন। ২০২৪ সালে পেশাদার ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছেন তিনি।
টেনিস ক্যারিয়ারে রেকর্ডের পর রেকর্ড গড়ে পড়ন্তবেলায় এখন রাফায়েল নাদাল। ৩৭ ছুঁই ছুঁই এই টেনিস তারকা সম্প্রতি চোটে আক্রান্ত হচ্ছেন নিয়মিত। চোটে পড়ে খেলতে পারছেন না অনেক টুর্নামেন্ট। ক্যারিয়ারের শেষটা এভাবে হোক, তা চান না স্প্যানিশ টেনিস তারকা।
২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে নিতম্বের চোটে পড়েন নাদাল। ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি মাস্টার্স, মাদ্রিদ ওপেনসহ বেশ কিছু টুর্নামেন্ট এড়িয়ে গেছেন তিনি। আর গতকাল সংবাদ সম্মেলনে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২২ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন থেকেও। দীর্ঘ ১৯ বছরে এই প্রথম লাল দুর্গে খেলা হচ্ছে না তাঁর। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়নও তিনি। চোটে পড়ে নাম প্রত্যাহার করার আক্ষেপ ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস তারকার, ‘এভাবে শেষ করার যোগ্য বলে আমি মনে করি না। ক্যারিয়ারজুড়ে যথেষ্ট পরিশ্রম করেছি, যেন সংবাদ সম্মেলনে এভাবে এসে বলতে না হয় (নাম প্রত্যাহার)।’
সর্বোচ্চ ২২ বার করে গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল ও নোভাক জোকোভিচ। ২২ বারের মধ্যে ১৪ বারই নাদাল জেতেন ফ্রেঞ্চ ওপেন। আর চোটে আক্রান্ত স্প্যানিশ এই টেনিস তারকা এবার না-ও খেলতে পারেন উইম্বলডন ওপেন। ২০২৪ সালে পেশাদার ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছেন তিনি।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
১১ মিনিট আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১২ ঘণ্টা আগে