Ajker Patrika

টেনিস কোর্টে আরেক ‘গ্রেটা থুনবার্গ’!

ক্রীড়া ডেস্ক
টেনিস কোর্টে আরেক ‘গ্রেটা থুনবার্গ’!

ক্লাস বর্জন করে বৈশ্বিক উষ্ণতার কথা মনে করিয়ে দিতে সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে সাড়া ফেলেছিলেন গ্রেটা থুনবার্গ। ১৯ বছর বয়সী কিশোরীকে অনেকে ‘ভবিষ্যৎ প্রজন্মের নেত্রী’ মানেন।

জলবায়ু পরিবর্তনের হাত থেকে বিশ্বকে বাঁচাতে গ্রেটার মতো আরও অনেককেই সোচ্চার হতে দেখা গেছে। এবার সেরকমই এক ঘটনার জন্ম হয়েছে টেনিস কোর্টে।

জার্মানিতে গত রাতে হ্যালি ওপেনের ফাইনাল চলার সময় কোর্টে ঢুকে পড়েন এক তরুণী। নিজের সংগঠনের একটি টি শার্ট পরে পরিবেশবাদী স্লোগান দিতে থাকেন তিনি। দানিল মেদভেদেভ-হুবার্ট হুরকাৎস ম্যাচের প্রথম সেট সবে শুরু হয়েছিল। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধাওয়া করতে শুরু করলে নেটের পাশ দিয়ে দৌড়াতে থাকেন তিনি। একটু পরেই অবশ্য আটকা পড়েন ওই তরুণী। তাঁকে টেনে-হিঁচড়ে কোর্টের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।

পরে জানা গেছে, ওই তরুণী ‘লেৎসটে জেনারেশন’ নামের জলবায়ু বিষয়ক একটি জার্মান সংগঠনের কর্মী। গ্রেটা থুনবার্গকে নিজের আদর্শ মানেন তিনি। বৈশ্বিক উষ্ণতার হাত থেকে পৃথিবীকে বাঁচাতেই টেনিস কোর্টে ঢুকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। 

হ্যালি ওপেনের ফাইনালে যেহেতু টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা মেদভেদেভ খেলছিলেন, তাই কোর্টকেই নিজের বার্তা পৌঁছে দেওয়ার উপযুক্ত মঞ্চ ভেবে রেখেছিলেন ওই তরুণী। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। তাঁকে কেউ উসকানি দিয়ে টেনিস কোর্টে পাঠিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। 

কদিন আগে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও এক পরিবেশকর্মী কোর্টে ঢুকে পড়েছিলেন। তবে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে জার্মানিতেই। হামবুর্গ ওপেনের একটি ম্যাচে কোর্ট বদলের সময় কিংবদন্তি মনিকা সেলেসকে ছুরিকাঘাত করেছিলেন গুন্তার পারশে নামের এক ব্যক্তি। কাঁধে আঘাত পাওয়ায় প্রাণে বেঁচে যান সেলেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত