অনলাইন ডেস্ক
থার্ড পার্টি অ্যাপ ছাড়া আইফোনে এতদিন কল রেকর্ড করা যেত না। তবে আইওএস ১৮.১-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে অ্যাপল। এখন সহজেই আইফোনে কল রেকর্ড করা যাবে।
ফোন অ্যাপের এই ফিচার কথোপকথন রেকর্ডিংয়ের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন (ভয়েস থেকে টেক্সটে রূপান্তর) তৈরি করতে পারবে। তবে এখনই সব ভাষায় ট্রান্সক্রাইব ফিচারটি কাজ করবে না। প্রাথমিকভাবে ইংরেজি (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া), স্প্যানিশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো), মান্দারিন চাইনিজ (চীন মূল ভূমি), ক্যানটোনিজ (হংকং) ও কোরিয়ান (দক্ষিণ কোরিয়া) ভাষায় কল রেকর্ডিংগুলো ট্রান্সক্রাইব হবে।
ফিচারটির মাধ্যমে কারও গোপনীয়তা বিঘ্ন হবে না। কারণ কেউ রেকর্ডিং শুরু করলে সব অংশগ্রহণকারী স্বয়ংক্রিয়ভাবে একটি ঘোষণা শুনবে। এর মাধ্যমে কলার ও রিসিভার উভয়ই জানতে পারবে যে, কল রেকর্ড হচ্ছে।
সাধারণ ফোন কল ছাড়া ফেসটাইমেও কল রেকর্ডিং ফিচারটি কাজ করবে।
ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে, সব রেকর্ডিং স্থানীয়ভাবে নোট অ্যাপে সংরক্ষণ করা হয়। এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
এ ছাড়া রেকর্ড করা কল রেকর্ডগুলোর সারসংক্ষেপও তৈরি করে দিতে পারবে অ্যাপলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। তাই দীর্ঘ কল রেকর্ড আবার শুনতে হবে না। গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে আইফোন।
আইফোনের কল রেকর্ড চালু করবেন যেভাবে
আইফোনে কল রেকর্ডের ফিচারটি ব্যবহার জন্য ডিভাইসটিতে আইওএস ১৮.১ আপডেট থাকতে হবে। এর আগের সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ফিচার ব্যবহার করা যাবে না।
১. আইফোনের ফোন অ্যাপকে ব্যবহার করে যে কাউকে কল করুন।
২. কল স্ক্রিনে ওপরের বাম কোনায় থাকা ‘ওয়েভফর্ম’ বা তরঙ্গের মতো আইকনে ট্যাপ করুন। এর ফলে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখা যাবে। এই কাউন্টডাউনের পাশে একটি ‘X’ চিহ্ন থাকবে। এই চিহ্নে ট্যাপ করে কল রেকর্ডিং ফিচারটি বন্ধ করা যাবে। যখন কাউন্টডাউন শেষ হবে, আইফোনে কলটি রেকর্ড করা হচ্ছে বলে একটি ঘোষণা শোনা যাবে এবং রেকর্ডিং শুরু হবে।
৩. কল রেকর্ডিং শুরু হওয়ার পর দুই উপায়ে তা বন্ধ করা যাবে। সবচেয়ে সহজ হলো লাল ‘এন্ড কল’ বাটনে ট্যাপ করা, যা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং বন্ধ করে দেয়। ফোন কলে থেকে রেকর্ডিং বন্ধ করতে চাইলে স্ক্রিনে থাকা অডিও ভিজুয়ালাইজারের পাশে লাল রঙের বাটনে ট্যাপ করতে হবে।
কল রেকর্ডিংটি খুঁজে পাবেন যেভাবে
কল রেকর্ডিংগুলো আইফোনের ‘নোটস’ অ্যাপে অডিও ফাইল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়। এর সঙ্গে রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপটগুলো যুক্ত থাকে। নোটস থেকে পছন্দমতো রেকর্ডগুলো আবার শোনা যাবে বা লিখত আকারে রেকর্ডিংগুলো ব্যবহারকারী পড়ে নিতে পারবেন। এই রেকর্ডগুলো ডিলিট বা শেয়ারও করা যাবে।
তথ্যসূত্র: টমস গাউড ও ম্যাকরিউমার
থার্ড পার্টি অ্যাপ ছাড়া আইফোনে এতদিন কল রেকর্ড করা যেত না। তবে আইওএস ১৮.১-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে অ্যাপল। এখন সহজেই আইফোনে কল রেকর্ড করা যাবে।
ফোন অ্যাপের এই ফিচার কথোপকথন রেকর্ডিংয়ের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন (ভয়েস থেকে টেক্সটে রূপান্তর) তৈরি করতে পারবে। তবে এখনই সব ভাষায় ট্রান্সক্রাইব ফিচারটি কাজ করবে না। প্রাথমিকভাবে ইংরেজি (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া), স্প্যানিশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো), মান্দারিন চাইনিজ (চীন মূল ভূমি), ক্যানটোনিজ (হংকং) ও কোরিয়ান (দক্ষিণ কোরিয়া) ভাষায় কল রেকর্ডিংগুলো ট্রান্সক্রাইব হবে।
ফিচারটির মাধ্যমে কারও গোপনীয়তা বিঘ্ন হবে না। কারণ কেউ রেকর্ডিং শুরু করলে সব অংশগ্রহণকারী স্বয়ংক্রিয়ভাবে একটি ঘোষণা শুনবে। এর মাধ্যমে কলার ও রিসিভার উভয়ই জানতে পারবে যে, কল রেকর্ড হচ্ছে।
সাধারণ ফোন কল ছাড়া ফেসটাইমেও কল রেকর্ডিং ফিচারটি কাজ করবে।
ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে, সব রেকর্ডিং স্থানীয়ভাবে নোট অ্যাপে সংরক্ষণ করা হয়। এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
এ ছাড়া রেকর্ড করা কল রেকর্ডগুলোর সারসংক্ষেপও তৈরি করে দিতে পারবে অ্যাপলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। তাই দীর্ঘ কল রেকর্ড আবার শুনতে হবে না। গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে আইফোন।
আইফোনের কল রেকর্ড চালু করবেন যেভাবে
আইফোনে কল রেকর্ডের ফিচারটি ব্যবহার জন্য ডিভাইসটিতে আইওএস ১৮.১ আপডেট থাকতে হবে। এর আগের সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ফিচার ব্যবহার করা যাবে না।
১. আইফোনের ফোন অ্যাপকে ব্যবহার করে যে কাউকে কল করুন।
২. কল স্ক্রিনে ওপরের বাম কোনায় থাকা ‘ওয়েভফর্ম’ বা তরঙ্গের মতো আইকনে ট্যাপ করুন। এর ফলে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখা যাবে। এই কাউন্টডাউনের পাশে একটি ‘X’ চিহ্ন থাকবে। এই চিহ্নে ট্যাপ করে কল রেকর্ডিং ফিচারটি বন্ধ করা যাবে। যখন কাউন্টডাউন শেষ হবে, আইফোনে কলটি রেকর্ড করা হচ্ছে বলে একটি ঘোষণা শোনা যাবে এবং রেকর্ডিং শুরু হবে।
৩. কল রেকর্ডিং শুরু হওয়ার পর দুই উপায়ে তা বন্ধ করা যাবে। সবচেয়ে সহজ হলো লাল ‘এন্ড কল’ বাটনে ট্যাপ করা, যা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং বন্ধ করে দেয়। ফোন কলে থেকে রেকর্ডিং বন্ধ করতে চাইলে স্ক্রিনে থাকা অডিও ভিজুয়ালাইজারের পাশে লাল রঙের বাটনে ট্যাপ করতে হবে।
কল রেকর্ডিংটি খুঁজে পাবেন যেভাবে
কল রেকর্ডিংগুলো আইফোনের ‘নোটস’ অ্যাপে অডিও ফাইল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়। এর সঙ্গে রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপটগুলো যুক্ত থাকে। নোটস থেকে পছন্দমতো রেকর্ডগুলো আবার শোনা যাবে বা লিখত আকারে রেকর্ডিংগুলো ব্যবহারকারী পড়ে নিতে পারবেন। এই রেকর্ডগুলো ডিলিট বা শেয়ারও করা যাবে।
তথ্যসূত্র: টমস গাউড ও ম্যাকরিউমার
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
৯ ঘণ্টা আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৪ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৫ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৫ দিন আগে