
দৈনন্দিন বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করা হয়। এর মধ্যে মিউজিক শোনা, ছবি তোলা ও ভিডিও ধারণ উল্লেখযোগ্য। তবে ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে মিউজিক বন্ধ হয়ে যায়। । ভিডিও ধারণের সময় অনেকেই ফোনের মিউজিক চালু রাখতে চান। তাই অপারেটিং সিস্টেমে আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করল অ্যাপল। ভিডিও ধারণের সময় আর মিউজিক বন্ধ হয়ে যাবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, অ্যাপলের আইওএস ১৮-এর বেটা সংস্করণে ভিডিও করার সময় মিউজিক চালু থাকতে দেখা গেছে। ফলে মিউজিক, পডকাস্ট বা অন্য কোনো অডিও বন্ধ না করেই আইফোন ভিডিও ধারণ করে। এটি এয়ারপড সংযোগ থাকলে বা না থাকলেও কাজ করবে।
ফোনে থাকা গান ও অডিওগুলো সরাসরি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে এই ফিচার বেশ কাজে দেবে।
ফিচারটি যেভাবে চালু করবেন
ফিচারটি চালু করা খুব সহজ। এর জন্য আইফোনে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম থাকতে হবে। এর চূড়ান্ত সংস্করণ এখনো উন্মোচন করা হয়নি। তবে এর পাবলিক বেটা সংস্করণ ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে এটি পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় এতে কিছু ত্রুটি থাকতে পারে। তাই এই সংস্করণ ব্যবহারের আগেই আইফোনে একটি ব্যাকআপ রাখা ভালো।
অপারেটিং সিস্টেম আপডেট করার পর আইফোন ফিচারটি চালু করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোনের সেটিংসে প্রবেশ করুন।
২. এরপর ক্যামেরা অপশন থেকে ‘রেকর্ড সাউন্ড’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘অ্যালাও অডিও প্লেব্যাক’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন।
ফিচারটি চালু হবে ভিডিও রেকর্ডিং এর সময়েও মিউজিক বন্ধ হবে না।
আইওএস ১৭ ও আগের সংস্করণের আইফোনেও কিছু কৌশল অবলম্বন করলে ভিডিও ধারণের সময়ও মিউজিক চালু রাখা যায়। এর জন্য কুয়িকটেক ভিডিও ধারণ করতে হবে। মিউজিক চালু করে ফোনের ক্যামেরা চালু করুন। এরপর শাটার বাটনে (ছবি তোলার বাটন) ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে বাটনটি লাল হয়ে যাবে এবং আইফোন ভিডিও রেকর্ড শুরু করবে। বাটনটি ছেড়ে দিলে ভিডিও রেকর্ডিং বন্ধ হবে। তবে স্ক্রিন থেকে আঙুল সরিয়েও ভিডিও রেকর্ডিং চালু রাখার জন্য ধরে রাখা অবস্থায় বাটনটি ডানপাশের লক বাটনে টেনে নিয়ে আসুন। এরপর বাটনটি থেকে আঙুল সরিয়ে ফেললেও ভিডিও ধারণ হতে থাকবে। আর ভিডিও ধারণ বন্ধ করতে চাইলে লাল রঙের মাঝের স্টপ বা বন্ধ বাটনে ট্যাপ করুন।

দৈনন্দিন বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করা হয়। এর মধ্যে মিউজিক শোনা, ছবি তোলা ও ভিডিও ধারণ উল্লেখযোগ্য। তবে ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে মিউজিক বন্ধ হয়ে যায়। । ভিডিও ধারণের সময় অনেকেই ফোনের মিউজিক চালু রাখতে চান। তাই অপারেটিং সিস্টেমে আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করল অ্যাপল। ভিডিও ধারণের সময় আর মিউজিক বন্ধ হয়ে যাবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, অ্যাপলের আইওএস ১৮-এর বেটা সংস্করণে ভিডিও করার সময় মিউজিক চালু থাকতে দেখা গেছে। ফলে মিউজিক, পডকাস্ট বা অন্য কোনো অডিও বন্ধ না করেই আইফোন ভিডিও ধারণ করে। এটি এয়ারপড সংযোগ থাকলে বা না থাকলেও কাজ করবে।
ফোনে থাকা গান ও অডিওগুলো সরাসরি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে এই ফিচার বেশ কাজে দেবে।
ফিচারটি যেভাবে চালু করবেন
ফিচারটি চালু করা খুব সহজ। এর জন্য আইফোনে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম থাকতে হবে। এর চূড়ান্ত সংস্করণ এখনো উন্মোচন করা হয়নি। তবে এর পাবলিক বেটা সংস্করণ ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে এটি পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় এতে কিছু ত্রুটি থাকতে পারে। তাই এই সংস্করণ ব্যবহারের আগেই আইফোনে একটি ব্যাকআপ রাখা ভালো।
অপারেটিং সিস্টেম আপডেট করার পর আইফোন ফিচারটি চালু করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোনের সেটিংসে প্রবেশ করুন।
২. এরপর ক্যামেরা অপশন থেকে ‘রেকর্ড সাউন্ড’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘অ্যালাও অডিও প্লেব্যাক’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন।
ফিচারটি চালু হবে ভিডিও রেকর্ডিং এর সময়েও মিউজিক বন্ধ হবে না।
আইওএস ১৭ ও আগের সংস্করণের আইফোনেও কিছু কৌশল অবলম্বন করলে ভিডিও ধারণের সময়ও মিউজিক চালু রাখা যায়। এর জন্য কুয়িকটেক ভিডিও ধারণ করতে হবে। মিউজিক চালু করে ফোনের ক্যামেরা চালু করুন। এরপর শাটার বাটনে (ছবি তোলার বাটন) ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে বাটনটি লাল হয়ে যাবে এবং আইফোন ভিডিও রেকর্ড শুরু করবে। বাটনটি ছেড়ে দিলে ভিডিও রেকর্ডিং বন্ধ হবে। তবে স্ক্রিন থেকে আঙুল সরিয়েও ভিডিও রেকর্ডিং চালু রাখার জন্য ধরে রাখা অবস্থায় বাটনটি ডানপাশের লক বাটনে টেনে নিয়ে আসুন। এরপর বাটনটি থেকে আঙুল সরিয়ে ফেললেও ভিডিও ধারণ হতে থাকবে। আর ভিডিও ধারণ বন্ধ করতে চাইলে লাল রঙের মাঝের স্টপ বা বন্ধ বাটনে ট্যাপ করুন।

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার এক মাস পার হয়েছে। দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই প্রথম নিজেকে মুক্ত অনুভব করছে অ্যামি। ১৪ বছর বয়সী এই কিশোরী জানাল, সে এখন ফোন থেকে বিচ্ছিন্ন থাকতে পারছে এবং তার দৈনন্দিন রুটিন বদলে গেছে।
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটির কাছে স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন অনেকেই করে থাকেন। তবে সেই স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ মানার বিষয়ে ওপেনএআই অনেকবারই সতর্ক করেছে। তবে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকায় এবার নতুন এক সেবা নিয়েছে ওপেনএআই।
২ দিন আগে
উবার তাদের বৈশ্বিক রাইড-শেয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছে নতুন প্রজন্মের কাস্টম রোবোট্যাক্সি। সোমবার লাস ভেগাসে এই স্বচালিত যান উন্মোচন করে প্রতিষ্ঠানটি। গুগল-মালিকানাধীন ওয়েমোর ঘাঁটি সান ফ্রান্সিসকো থেকেই রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা করেছে উবার।
৪ দিন আগে
একটা সময় ছিল, যখন প্রযুক্তি মানে ছিল শুধু যন্ত্র। আজ সেই ধারণা বদলে গেছে। প্রযুক্তি এখন আমাদের সঙ্গী, সহকর্মী, এমনকি কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণকারীও। ঘুম ভাঙা থেকে শুরু করে অফিসের কাজ, চিকিৎসা, পড়াশোনা, কেনাকাটা—সবখানেই এখন প্রযুক্তির ছোঁয়া।
৫ দিন আগে