Ajker Patrika

হোয়াটসঅ্যাপের পছন্দের স্টিকার প্যাকগুলো অন্যদের পাঠাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আইওএস ও অ্যান্ড্রয়েডে উভয় প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের ফিচারটি পাওয়া যাবে। ছবি: ডিজিটাল ট্রেন্ডস
আইওএস ও অ্যান্ড্রয়েডে উভয় প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের ফিচারটি পাওয়া যাবে। ছবি: ডিজিটাল ট্রেন্ডস

হোয়াটসঅ্যাপের চ্যাটিংকে আকর্ষণীয় করতে স্টিকার শেয়ার করেন অনেকেই। তাই পছন্দের স্টিকার প্যাকগুলো বন্ধুদের সঙ্গে শেয়ারের জন্য প্ল্যাটফর্মটিতে স্টিকার শেয়ারিং ফিচার চালু করেছে মেটা।

আইওএস ও অ্যান্ড্রয়েডে উভয় প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের ফিচারটি পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের একসঙ্গে একটি পুরো স্টিকার প্যাক লিংকের মাধ্যমে পাঠানোর সুযোগ দেয়। প্রাপকেরা স্টিকার প্যাকের লিকে ট্যাপ করলে সেটি তাদের ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে। এই ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্রাউজ করা স্টিকার প্যাকগুলোর সঙ্গে কাজ করে।

হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাকগুলো শেয়ারের পদ্ধতি
এই ফিচারটি ব্যবহারের জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। তবে আপনার ডিভাইসে এই ফিচারটি না দেখা গেলে এটি সক্রিয় হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।

এখন হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাকগুলো শেয়ারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.
ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন এবং সেই চ্যাটটি নির্বাচন করুন যেখানে আপনি স্টিকার প্যাক শেয়ার করতে চান।
২. মেসেজ কম্পোজার বারে ‘স্টিকার’ বাটনে ট্যাপ করুন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই বাটনটি বাম পাশে ও আইওএস ডিভাইসে ডান পাশে থাকে।
৩. এবার স্টিকার ট্যাবে ট্যাপ করুন। এখন নিচের দিকে সাম্প্রতিক এবং প্রিয় স্টিকারগুলোর পাশে অন্যান্য স্টিকার প্যাকগুলো পাওয়া যাবে। এগুলো ডান দিকে স্ক্রল করতে থাকুন। নিচে স্ক্রল করুন।
৪. যেই স্টিকার প্যাকটি শেয়ার করতে চান, সেই প্যাকটি খুঁজে বের করুন। কাঙ্ক্ষিত স্টিকার প্যাকের নামের ডান দিকে থাকা ‘তিন-ডট মেনু’-তে ট্যাপ করুন।
৫. এরপর ‘সেন্ড’ (কাগজের প্লেনের মতো আইকন) -এ ট্যাপ করুন। এখন স্টিকার প্যাকের একটি লিংক তৈরি হবে।
৬. স্টিকার প্যাকের লিংকে সবুজ রঙের ‘সেন্ড’ বাটন ব্যবহার করে পাঠান।

স্টিকার প্যাক ডাউনলোড এবং ইনস্টল করার পদ্ধতি
কোনো ব্যবহারকারী স্টিকার প্যাক পাঠানে সহজেই তা ডিভাইসে ইনস্টল করা যাবে। এ জন্য ডিভাইনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.
যেখানে স্টিকার প্যাকের লিংকটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটি চালু করুন।
২. এখন ‘ভিউ স্টিকার প্যাক’-এ ট্যাপ করুন।
৩. স্টিকার প্যাকটি স্ক্রল করে দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি এটি ইনস্টল করতে চান।
৪. এখন ‘অ্যাড টু মাই স্টিকার’-এ ট্যাপ করুন।

এর ফলে স্টিকার প্যাকটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডাউনলোড ও ইনস্টল হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত