অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের চ্যাটিংকে আকর্ষণীয় করতে স্টিকার শেয়ার করেন অনেকেই। তাই পছন্দের স্টিকার প্যাকগুলো বন্ধুদের সঙ্গে শেয়ারের জন্য প্ল্যাটফর্মটিতে স্টিকার শেয়ারিং ফিচার চালু করেছে মেটা।
আইওএস ও অ্যান্ড্রয়েডে উভয় প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের ফিচারটি পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের একসঙ্গে একটি পুরো স্টিকার প্যাক লিংকের মাধ্যমে পাঠানোর সুযোগ দেয়। প্রাপকেরা স্টিকার প্যাকের লিকে ট্যাপ করলে সেটি তাদের ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে। এই ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্রাউজ করা স্টিকার প্যাকগুলোর সঙ্গে কাজ করে।
হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাকগুলো শেয়ারের পদ্ধতি
এই ফিচারটি ব্যবহারের জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। তবে আপনার ডিভাইসে এই ফিচারটি না দেখা গেলে এটি সক্রিয় হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
এখন হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাকগুলো শেয়ারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন এবং সেই চ্যাটটি নির্বাচন করুন যেখানে আপনি স্টিকার প্যাক শেয়ার করতে চান।
২. মেসেজ কম্পোজার বারে ‘স্টিকার’ বাটনে ট্যাপ করুন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই বাটনটি বাম পাশে ও আইওএস ডিভাইসে ডান পাশে থাকে।
৩. এবার স্টিকার ট্যাবে ট্যাপ করুন। এখন নিচের দিকে সাম্প্রতিক এবং প্রিয় স্টিকারগুলোর পাশে অন্যান্য স্টিকার প্যাকগুলো পাওয়া যাবে। এগুলো ডান দিকে স্ক্রল করতে থাকুন। নিচে স্ক্রল করুন।
৪. যেই স্টিকার প্যাকটি শেয়ার করতে চান, সেই প্যাকটি খুঁজে বের করুন। কাঙ্ক্ষিত স্টিকার প্যাকের নামের ডান দিকে থাকা ‘তিন-ডট মেনু’-তে ট্যাপ করুন।
৫. এরপর ‘সেন্ড’ (কাগজের প্লেনের মতো আইকন) -এ ট্যাপ করুন। এখন স্টিকার প্যাকের একটি লিংক তৈরি হবে।
৬. স্টিকার প্যাকের লিংকে সবুজ রঙের ‘সেন্ড’ বাটন ব্যবহার করে পাঠান।
স্টিকার প্যাক ডাউনলোড এবং ইনস্টল করার পদ্ধতি
কোনো ব্যবহারকারী স্টিকার প্যাক পাঠানে সহজেই তা ডিভাইসে ইনস্টল করা যাবে। এ জন্য ডিভাইনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যেখানে স্টিকার প্যাকের লিংকটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটি চালু করুন।
২. এখন ‘ভিউ স্টিকার প্যাক’-এ ট্যাপ করুন।
৩. স্টিকার প্যাকটি স্ক্রল করে দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি এটি ইনস্টল করতে চান।
৪. এখন ‘অ্যাড টু মাই স্টিকার’-এ ট্যাপ করুন।
এর ফলে স্টিকার প্যাকটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডাউনলোড ও ইনস্টল হবে।
হোয়াটসঅ্যাপের চ্যাটিংকে আকর্ষণীয় করতে স্টিকার শেয়ার করেন অনেকেই। তাই পছন্দের স্টিকার প্যাকগুলো বন্ধুদের সঙ্গে শেয়ারের জন্য প্ল্যাটফর্মটিতে স্টিকার শেয়ারিং ফিচার চালু করেছে মেটা।
আইওএস ও অ্যান্ড্রয়েডে উভয় প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের ফিচারটি পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের একসঙ্গে একটি পুরো স্টিকার প্যাক লিংকের মাধ্যমে পাঠানোর সুযোগ দেয়। প্রাপকেরা স্টিকার প্যাকের লিকে ট্যাপ করলে সেটি তাদের ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে। এই ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্রাউজ করা স্টিকার প্যাকগুলোর সঙ্গে কাজ করে।
হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাকগুলো শেয়ারের পদ্ধতি
এই ফিচারটি ব্যবহারের জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। তবে আপনার ডিভাইসে এই ফিচারটি না দেখা গেলে এটি সক্রিয় হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
এখন হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাকগুলো শেয়ারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন এবং সেই চ্যাটটি নির্বাচন করুন যেখানে আপনি স্টিকার প্যাক শেয়ার করতে চান।
২. মেসেজ কম্পোজার বারে ‘স্টিকার’ বাটনে ট্যাপ করুন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই বাটনটি বাম পাশে ও আইওএস ডিভাইসে ডান পাশে থাকে।
৩. এবার স্টিকার ট্যাবে ট্যাপ করুন। এখন নিচের দিকে সাম্প্রতিক এবং প্রিয় স্টিকারগুলোর পাশে অন্যান্য স্টিকার প্যাকগুলো পাওয়া যাবে। এগুলো ডান দিকে স্ক্রল করতে থাকুন। নিচে স্ক্রল করুন।
৪. যেই স্টিকার প্যাকটি শেয়ার করতে চান, সেই প্যাকটি খুঁজে বের করুন। কাঙ্ক্ষিত স্টিকার প্যাকের নামের ডান দিকে থাকা ‘তিন-ডট মেনু’-তে ট্যাপ করুন।
৫. এরপর ‘সেন্ড’ (কাগজের প্লেনের মতো আইকন) -এ ট্যাপ করুন। এখন স্টিকার প্যাকের একটি লিংক তৈরি হবে।
৬. স্টিকার প্যাকের লিংকে সবুজ রঙের ‘সেন্ড’ বাটন ব্যবহার করে পাঠান।
স্টিকার প্যাক ডাউনলোড এবং ইনস্টল করার পদ্ধতি
কোনো ব্যবহারকারী স্টিকার প্যাক পাঠানে সহজেই তা ডিভাইসে ইনস্টল করা যাবে। এ জন্য ডিভাইনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যেখানে স্টিকার প্যাকের লিংকটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটি চালু করুন।
২. এখন ‘ভিউ স্টিকার প্যাক’-এ ট্যাপ করুন।
৩. স্টিকার প্যাকটি স্ক্রল করে দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি এটি ইনস্টল করতে চান।
৪. এখন ‘অ্যাড টু মাই স্টিকার’-এ ট্যাপ করুন।
এর ফলে স্টিকার প্যাকটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডাউনলোড ও ইনস্টল হবে।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান এক্সএআই নতুন করে ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এর ফলে কোম্পানিটির মূলধন দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলার এবং বাজারমূল্য হয়েছে ৫০ বিলিয়ন ডলার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৮ মিনিট আগেচীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তাহলে তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এব
১৮ ঘণ্টা আগেইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই তাঁদের চ্যাটবট গ্রোক–এর স্বতন্ত্র আইওএস অ্যাপ নিয়ে এসেছে। এক্সএআই–এর এই নতুন উদ্যোগটি গ্রোক চ্যাটবটকে আরও বিস্তৃত ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করেছে।
২০ ঘণ্টা আগেহিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট তৈরির পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানায়, হিউম্যানয়েড রোবট তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে ওপেনএআই-এর কর্মীরা।
২১ ঘণ্টা আগে