অনলাইন ডেস্ক
নতুন সাবস্ক্রাইবার পেতে বা বন্ধু ও পরিবারের সদস্যের দেখাতে বিভিন্ন মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলটি শেয়ার করেন অনেকেই। এবার চ্যানেল শেয়ারের প্রক্রিয়াটি আরও সহজ করতে ‘কিউআর কোড’ ফিচার যুক্ত করেছে ইউটিউব। কিউআর কোডটি স্ক্যান করলেই কোনো ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল চালু হবে।
এক বিবৃতিতে ইউটিউব বলেছে, ‘বিশ্বজুড়ে ক্রিয়েটর কমিউনিটির জন্য কিউআর কোড ফিচারটি চালু করছি। এই আপডেটের মাধ্যমে চ্যানেল শেয়ারের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছি আমরা।’
ফিচারটির সবচেয়ে ভালো দিক হলো—সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই কিউআর কোড শেয়ার করা যাবে। এমনকি এটি কোনো কাগজেও প্রিন্ট করা যাবে। ফলে কিউআর কোডটি স্ক্যান করলেই এটি সরাসরি ব্যবহারকারীর ডিভাইসকে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে রিডাইরেক্ট করবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে। এটি ইউটিউবের ‘ইউ’ ট্যাব থেকে ব্যবহার করা যাবে। শেয়ার চ্যানেলের অপশনগুলো থেকে স্ক্রল করলেই এই ফিচার দেখা যাবে।
কিউআর কোড অপশন নির্বাচন করা পর একটি নতুন পেজ চালু হবে। সেখানে চ্যানেলের নাম থাকবে। চ্যানেলের লোগো কিউআর কোডের মাঝখানে থাকবে ও এর নিচে ইউটিউবের লোগোও যুক্ত থাকবে। এটি দেখতে ক্রোম ব্রাউজারের কিউআর কোড ফিচারের মতো।
চ্যানেল ক্রিয়েটররা স্ক্রিনশট তুলে বা ‘সেভ টু ক্যামেরা রোল’ ব্যবহার করে কিউআর কোডটি গ্যালারিতে সংরক্ষণ করতে পারবেন। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এটি ব্যবহার করতে পারবেন। কিউআর কোডটি ২৪০০×২৪০০ পিক্সেল রেজল্যুশনে সেভ হয়।
প্রায় সব ফোনের ক্যামেরা দিয়েই এসব কোড স্ক্যান ব্যবহার করা যাবে। এ ছাড়া গুগল লেন্স অ্যাপ বা কিউআর কোড স্ক্যানার অ্যাপও ব্যবহার করে এটি স্ক্যান করা যাবে।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অনেকেই ইউটিউব চ্যানেলের কিউআর কোড তৈরি করতেন। ইউটিউবের নতুন ফিচারটি ফলে বাইরের কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তা নেই।
আবার নিজের চ্যানেল ছাড়া অন্য কারও চ্যানেলও কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা যাবে। এ জন্য ইউটিউবের কোনো চ্যানেলের পেজ চালু করতে হবে। চ্যানেলের তিন ডট বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এরপর অপশনগুলো থেকে ‘কিউআর কোড’ ফিচারটি ব্যবহার করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ বাইটস
নতুন সাবস্ক্রাইবার পেতে বা বন্ধু ও পরিবারের সদস্যের দেখাতে বিভিন্ন মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলটি শেয়ার করেন অনেকেই। এবার চ্যানেল শেয়ারের প্রক্রিয়াটি আরও সহজ করতে ‘কিউআর কোড’ ফিচার যুক্ত করেছে ইউটিউব। কিউআর কোডটি স্ক্যান করলেই কোনো ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল চালু হবে।
এক বিবৃতিতে ইউটিউব বলেছে, ‘বিশ্বজুড়ে ক্রিয়েটর কমিউনিটির জন্য কিউআর কোড ফিচারটি চালু করছি। এই আপডেটের মাধ্যমে চ্যানেল শেয়ারের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছি আমরা।’
ফিচারটির সবচেয়ে ভালো দিক হলো—সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই কিউআর কোড শেয়ার করা যাবে। এমনকি এটি কোনো কাগজেও প্রিন্ট করা যাবে। ফলে কিউআর কোডটি স্ক্যান করলেই এটি সরাসরি ব্যবহারকারীর ডিভাইসকে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে রিডাইরেক্ট করবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে। এটি ইউটিউবের ‘ইউ’ ট্যাব থেকে ব্যবহার করা যাবে। শেয়ার চ্যানেলের অপশনগুলো থেকে স্ক্রল করলেই এই ফিচার দেখা যাবে।
কিউআর কোড অপশন নির্বাচন করা পর একটি নতুন পেজ চালু হবে। সেখানে চ্যানেলের নাম থাকবে। চ্যানেলের লোগো কিউআর কোডের মাঝখানে থাকবে ও এর নিচে ইউটিউবের লোগোও যুক্ত থাকবে। এটি দেখতে ক্রোম ব্রাউজারের কিউআর কোড ফিচারের মতো।
চ্যানেল ক্রিয়েটররা স্ক্রিনশট তুলে বা ‘সেভ টু ক্যামেরা রোল’ ব্যবহার করে কিউআর কোডটি গ্যালারিতে সংরক্ষণ করতে পারবেন। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এটি ব্যবহার করতে পারবেন। কিউআর কোডটি ২৪০০×২৪০০ পিক্সেল রেজল্যুশনে সেভ হয়।
প্রায় সব ফোনের ক্যামেরা দিয়েই এসব কোড স্ক্যান ব্যবহার করা যাবে। এ ছাড়া গুগল লেন্স অ্যাপ বা কিউআর কোড স্ক্যানার অ্যাপও ব্যবহার করে এটি স্ক্যান করা যাবে।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অনেকেই ইউটিউব চ্যানেলের কিউআর কোড তৈরি করতেন। ইউটিউবের নতুন ফিচারটি ফলে বাইরের কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তা নেই।
আবার নিজের চ্যানেল ছাড়া অন্য কারও চ্যানেলও কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা যাবে। এ জন্য ইউটিউবের কোনো চ্যানেলের পেজ চালু করতে হবে। চ্যানেলের তিন ডট বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এরপর অপশনগুলো থেকে ‘কিউআর কোড’ ফিচারটি ব্যবহার করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ বাইটস
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৩ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৪ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৪ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৪ দিন আগে