Ajker Patrika

ডকুমেন্ট স্ক্যানের ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ডকুমেন্ট শেয়ারিং মেনুর মধ্যে দেখা যাবে। ছবি: জুগোমোবাইল
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি ডকুমেন্ট শেয়ারিং মেনুর মধ্যে দেখা যাবে। ছবি: জুগোমোবাইল

নথি বা ডকুমেন্ট শেয়ারিং প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপটির মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন এবং অন্যদের কাছে পাঠাতে পারবেন।

পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে যারা হোয়াটসঅ্যাপের সর্বশেষ আইওএস আপডেট (ভার্সন ২৪.২৫. ৮০) ব্যবহার করছেন তারা মূলত ফিচারটি দেখতে পারবেন।

নতুন ফিচারটি ডকুমেন্ট শেয়ারিং মেনুর মধ্যে দেখা যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে দ্রুত ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। এর ফলে আলাদা কোনো বাইরের স্ক্যানিং টুল বা অ্যাপের প্রয়োজন হবে না। এটি ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের সকল ব্যবহারকারীর জন্য চালু করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি আরও ব্যবহারকারীরা দেখতে পাবে।

বিশেষ করে যাদের প্রতিদিন অনেক ডকুমেন্ট স্ক্যান করে অন্যদের সঙ্গে শেয়ার করতে হয়, তাদের জন্য ফিচারটি বেশ কার্যকরী। এক অ্যাপ থেকে আরেক অ্যাপে যাওয়ার প্রয়োজনীয়তা দূর করেছে এই ফিচার। ফলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট স্ক্যান, এডিট ও শেয়ার করা যাবে।

হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনু খোলার পর ‘স্ক্যান’ অপশনটি দেখা যাবে। এই অপশনটি তাদের ফোনের ক্যামেরা চালু করবে। ডকুমেন্টটি স্ক্যান করার পর তাত্ক্ষণিকভাবে স্ক্যানটি দেখতে পারবেন ব্যবহারকারীরা এবং প্রয়োজন অনুযায়ী এডিটও করতে পারবেন।

স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা ডকুমেন্টটির মার্জিনও ঠিক করে দেয় হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীরা নিজেও পছন্দ মতো সেগুলো ক্রপ করতে পারবে। এডিট শেষ হলে সহজেই ডকুমেন্টটি একক বা গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

ফিচারটি ব্যক্তিগত এবং ব্যবসায়িক উভয় ধরনের কাজে সাহায্য করবে। যেমন: অফিশিয়াল নথি বা নোট শেয়ার। তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানটি খুব উন্নতমানের হবে।

হোয়াটঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো এই ফিচারটি চালু হওয়ার তথ্য সর্বপ্রথম জানায়। এই ফিচারটি সকল ব্যবহারকারীর জন্য চালু হচ্ছে। ফিচারটি ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে এবং তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রয়োজন কমিয়ে দেবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের সঙ্গেও চ্যাটজিপিটি যুক্ত করা হয়েছে। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চ্যাটজিপিটির সঙ্গে আলাপ আলোচনা করা যাবে এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে। এই সংস্করণ অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপের তুলনায় আরও মৌলিক অভিজ্ঞতা দেবে। হোয়াটসঅ্যাপে চ্যাটবটটি ব্যবহার করার জন্য নতুন করে অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন নেই।

তবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহারে কিছু সীমা নির্ধারণ করেছে ওপেনএআই। ব্যবহারকারীরা যখন এই সীমার কাছাকাছি পৌঁছাবেন, তখন তারা একটি নোটিফিকেশন পাবেন। পরবর্তীতে চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করে বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন। এ ছাড়া গ্রুপ চ্যাটে চ্যাটজিপিটি কাজ করবে না। ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিতে বার্তা পাঠানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত