অনলাইন ডেস্ক
স্মার্টফোনের পাশাপাশি প্রতিদিন ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করা হয়। ফলে ইয়ারফোন ও এর কেসে দ্রুত ময়লা জমে যেতে পারে। ইয়ারফোনগুলোর কার্যকারিতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। তবে এগুলো সঠিকভাবে পরিষ্কার না করলে ইয়ারফোনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কারের জন্য যেসব বিষয় খেয়াল রাখতে হবে
১. পরিষ্কার করার সময় কোনো ব্লুটুথ ইয়ারফোনকে পানি বা তরল পদার্থে নিমজ্জিত করা যাবে না।
২. ধারাল বস্তু দিয়ে ইয়ারফোনগুলো পরিষ্কার করা যাবে না। যেমন—সেফটি পিন ব্যবহার করা যাবে না।
৩. আলতোভাবে এগুলো পরিষ্কার করতে হবে।
ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে
হাতের কাছের জিনিস দিয়েই ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে।
টুথপিক: ইয়ারফোনের ময়লা বের করার জন্য টুথপিক ব্যবহার করা যেতে পারে। তবে এটি আলতোভাবে করতে হবে। তা না হলে টুথপিক ইয়ারফোনে ক্ষতি করতে পারে।
কিউ টিপ: কান পরিষ্কারের কিউ–টিপ ব্যবহার করে এয়ারফোন ও চার্জিং কেসের ময়লাগুলো বের করা যায়।
নরম মেকআপ ব্রাশ: পরিষ্কার নরম মেকআপ ব্রাশ ব্যবহার করে এয়ারফোনের ময়লাগুলো আলতোভাবে ঝেড়ে ফেলা যায়।
মাইক্রোফাইবার কাপড়: সানগ্লাস, চশমার জন্য দোকান থেকে চার কোনা কাপড় দেওয়া হয়, সেগুলোকে মাইক্রোফাইবার ক্লথ বলা হয়। এগুলো অনেক নরম। তাই এই কাপড় ব্যবহার করে আলতোভাবে ঘষে ঘষে এয়ারফোনগুলো পরিষ্কার করা যায়।
এয়ারফোনের সঙ্গে প্লাস্টিকের টিপসগুলো পরিষ্কার করার জন্য শুধু সেগুলো খুলে কুসুম গরম সাবানপানিতে ৩০ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে পারেন। এরপর কাপড় দিয়ে মুছে বাতাসে শুকাতে দিতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে টিপসগুলো আবার এয়ারফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
স্মার্টফোনের পাশাপাশি প্রতিদিন ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করা হয়। ফলে ইয়ারফোন ও এর কেসে দ্রুত ময়লা জমে যেতে পারে। ইয়ারফোনগুলোর কার্যকারিতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। তবে এগুলো সঠিকভাবে পরিষ্কার না করলে ইয়ারফোনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কারের জন্য যেসব বিষয় খেয়াল রাখতে হবে
১. পরিষ্কার করার সময় কোনো ব্লুটুথ ইয়ারফোনকে পানি বা তরল পদার্থে নিমজ্জিত করা যাবে না।
২. ধারাল বস্তু দিয়ে ইয়ারফোনগুলো পরিষ্কার করা যাবে না। যেমন—সেফটি পিন ব্যবহার করা যাবে না।
৩. আলতোভাবে এগুলো পরিষ্কার করতে হবে।
ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে
হাতের কাছের জিনিস দিয়েই ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে।
টুথপিক: ইয়ারফোনের ময়লা বের করার জন্য টুথপিক ব্যবহার করা যেতে পারে। তবে এটি আলতোভাবে করতে হবে। তা না হলে টুথপিক ইয়ারফোনে ক্ষতি করতে পারে।
কিউ টিপ: কান পরিষ্কারের কিউ–টিপ ব্যবহার করে এয়ারফোন ও চার্জিং কেসের ময়লাগুলো বের করা যায়।
নরম মেকআপ ব্রাশ: পরিষ্কার নরম মেকআপ ব্রাশ ব্যবহার করে এয়ারফোনের ময়লাগুলো আলতোভাবে ঝেড়ে ফেলা যায়।
মাইক্রোফাইবার কাপড়: সানগ্লাস, চশমার জন্য দোকান থেকে চার কোনা কাপড় দেওয়া হয়, সেগুলোকে মাইক্রোফাইবার ক্লথ বলা হয়। এগুলো অনেক নরম। তাই এই কাপড় ব্যবহার করে আলতোভাবে ঘষে ঘষে এয়ারফোনগুলো পরিষ্কার করা যায়।
এয়ারফোনের সঙ্গে প্লাস্টিকের টিপসগুলো পরিষ্কার করার জন্য শুধু সেগুলো খুলে কুসুম গরম সাবানপানিতে ৩০ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে পারেন। এরপর কাপড় দিয়ে মুছে বাতাসে শুকাতে দিতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে টিপসগুলো আবার এয়ারফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৬ ঘণ্টা আগে