Ajker Patrika

সঠিকভাবে ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫: ৩৪
সঠিকভাবে ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে

স্মার্টফোনের পাশাপাশি প্রতিদিন ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করা হয়। ফলে ইয়ারফোন ও এর কেসে দ্রুত ময়লা জমে যেতে পারে। ইয়ারফোনগুলোর কার্যকারিতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। তবে এগুলো সঠিকভাবে পরিষ্কার না করলে ইয়ারফোনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 

ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কারের জন্য যেসব বিষয় খেয়াল রাখতে হবে 
১. পরিষ্কার করার সময় কোনো ব্লুটুথ ইয়ারফোনকে পানি বা তরল পদার্থে নিমজ্জিত করা যাবে না। 
২. ধারাল বস্তু দিয়ে ইয়ারফোনগুলো পরিষ্কার করা যাবে না। যেমন—সেফটি পিন ব্যবহার করা যাবে না। 
৩. আলতোভাবে এগুলো পরিষ্কার করতে হবে। 

ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে 
হাতের কাছের জিনিস দিয়েই ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে। 

টুথপিক: ইয়ারফোনের ময়লা বের করার জন্য টুথপিক ব্যবহার করা যেতে পারে। তবে এটি আলতোভাবে করতে হবে। তা না হলে টুথপিক ইয়ারফোনে ক্ষতি করতে পারে। 

কিউ টিপ: কান পরিষ্কারের কিউ–টিপ ব্যবহার করে এয়ারফোন ও চার্জিং কেসের ময়লাগুলো বের করা যায়। 

নরম মেকআপ ব্রাশ: পরিষ্কার নরম মেকআপ ব্রাশ ব্যবহার করে এয়ারফোনের ময়লাগুলো আলতোভাবে ঝেড়ে ফেলা যায়। 

মাইক্রোফাইবার কাপড়: সানগ্লাস, চশমার জন্য দোকান থেকে চার কোনা কাপড় দেওয়া হয়, সেগুলোকে মাইক্রোফাইবার ক্লথ বলা হয়। এগুলো অনেক নরম। তাই এই কাপড় ব্যবহার করে আলতোভাবে ঘষে ঘষে এয়ারফোনগুলো পরিষ্কার করা যায়। 

এয়ারফোনের সঙ্গে প্লাস্টিকের টিপসগুলো পরিষ্কার করার জন্য শুধু সেগুলো খুলে কুসুম গরম সাবানপানিতে ৩০ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে পারেন। এরপর কাপড় দিয়ে মুছে বাতাসে শুকাতে দিতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে টিপসগুলো আবার এয়ারফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে। 

তথ্যসূত্র: ম্যাশাবল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত