ফিচার ডেস্ক
মোবাইল ফোন প্রতিষ্ঠান টেকনো সম্প্রতি হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে উন্মোচন করেছে তাদের স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশন। টেকনোর মাসব্যাপী চলমান ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশের বাজারে এসেছে স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন ও স্পার্ক ৩০ বাম্বলবি।
নতুন সংস্করণের এই মোবাইল ফোনগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স এবং সঙ্গে দীর্ঘস্থায়িত্ব। এ ছাড়া এসব ডিভাইসে আরও আছে আইকনিক ট্রান্সফরমারস ডিজাইন, চমৎকার ভিজ্যুয়াল ফিচার, উন্নত এই আই ক্যামেরা এবং বেশ কিছু আইকনিক ট্রান্সফরমারস রিলেটেড ফিচারস।
সর্বোচ্চ ১৫০০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং ১৭০০ নিটস পিক ব্রাইটনেসসহ ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ এফএইচডি+ অ্যামোলেড স্ক্রিন নিশ্চিত করবে অনবদ্য এক অভিজ্ঞতা। ব্যবহারকারীরা যেন সহজে ডিভাইসটি অ্যাকসেস করতে পারেন, সে জন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ডিভাইসে আরও রয়েছে মিডিয়াটেক লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর (অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ) এবং ১২৮ জিবি রম, ১৬ জিবি র্যাম। ফলে পারফরম্যান্স সেকশনে পাওয়া যাবে দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা। উন্নত অভিজ্ঞতার জন্য এই ডিভাইসে আরও আছে সুপার ওয়াই-ফাই এবং আলট্রা-ফার্স্ট ৪.৫জি লাইটনিং নেটওয়ার্ক।
টেকনোর চলমান ফ্যান ফেস্টিভ্যালে এ মোবাইল ফোন পাওয়া যাবে ২০ হাজার ৯৯৯ এবং ১৭ হাজার ৯৯৯ টাকায়। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া টেকনো ফ্যান ফেস্টিভ্যাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
মোবাইল ফোন প্রতিষ্ঠান টেকনো সম্প্রতি হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে উন্মোচন করেছে তাদের স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশন। টেকনোর মাসব্যাপী চলমান ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশের বাজারে এসেছে স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন ও স্পার্ক ৩০ বাম্বলবি।
নতুন সংস্করণের এই মোবাইল ফোনগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স এবং সঙ্গে দীর্ঘস্থায়িত্ব। এ ছাড়া এসব ডিভাইসে আরও আছে আইকনিক ট্রান্সফরমারস ডিজাইন, চমৎকার ভিজ্যুয়াল ফিচার, উন্নত এই আই ক্যামেরা এবং বেশ কিছু আইকনিক ট্রান্সফরমারস রিলেটেড ফিচারস।
সর্বোচ্চ ১৫০০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং ১৭০০ নিটস পিক ব্রাইটনেসসহ ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ এফএইচডি+ অ্যামোলেড স্ক্রিন নিশ্চিত করবে অনবদ্য এক অভিজ্ঞতা। ব্যবহারকারীরা যেন সহজে ডিভাইসটি অ্যাকসেস করতে পারেন, সে জন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ডিভাইসে আরও রয়েছে মিডিয়াটেক লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর (অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ) এবং ১২৮ জিবি রম, ১৬ জিবি র্যাম। ফলে পারফরম্যান্স সেকশনে পাওয়া যাবে দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা। উন্নত অভিজ্ঞতার জন্য এই ডিভাইসে আরও আছে সুপার ওয়াই-ফাই এবং আলট্রা-ফার্স্ট ৪.৫জি লাইটনিং নেটওয়ার্ক।
টেকনোর চলমান ফ্যান ফেস্টিভ্যালে এ মোবাইল ফোন পাওয়া যাবে ২০ হাজার ৯৯৯ এবং ১৭ হাজার ৯৯৯ টাকায়। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া টেকনো ফ্যান ফেস্টিভ্যাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
বর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়।
৩ ঘণ্টা আগেচলতি বছরের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০-অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। এদিকে উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য উন্নত হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে পুরোনো মডেলের ২৪ কোটি কম্পিউটার ইলেকট্রনিক বর্জ্য হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া
২১ ঘণ্টা আগেটিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের সময় পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি।
১ দিন আগেজিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
৪ দিন আগে