Ajker Patrika

ট্রান্সফরমারস এডিশন নিয়ে এল টেকনো

ফিচার ডেস্ক  
ট্রান্সফরমারস এডিশন নিয়ে এল টেকনো

মোবাইল ফোন প্রতিষ্ঠান টেকনো সম্প্রতি হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে উন্মোচন করেছে তাদের স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশন। টেকনোর মাসব্যাপী চলমান ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশের বাজারে এসেছে স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন ও স্পার্ক ৩০ বাম্বলবি।

নতুন সংস্করণের এই মোবাইল ফোনগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স এবং সঙ্গে দীর্ঘস্থায়িত্ব। এ ছাড়া এসব ডিভাইসে আরও আছে আইকনিক ট্রান্সফরমারস ডিজাইন, চমৎকার ভিজ্যুয়াল ফিচার, উন্নত এই আই ক্যামেরা এবং বেশ কিছু আইকনিক ট্রান্সফরমারস রিলেটেড ফিচারস।

সর্বোচ্চ ১৫০০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং ১৭০০ নিটস পিক ব্রাইটনেসসহ ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ এফএইচডি+ অ্যামোলেড স্ক্রিন নিশ্চিত করবে অনবদ্য এক অভিজ্ঞতা। ব্যবহারকারীরা যেন সহজে ডিভাইসটি অ্যাকসেস করতে পারেন, সে জন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ডিভাইসে আরও রয়েছে মিডিয়াটেক লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর (অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ) এবং ১২৮ জিবি রম, ১৬ জিবি র‌্যাম। ফলে পারফরম্যান্স সেকশনে পাওয়া যাবে দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা। উন্নত অভিজ্ঞতার জন্য এই ডিভাইসে আরও আছে সুপার ওয়াই-ফাই এবং আলট্রা-ফার্স্ট ৪.৫জি লাইটনিং নেটওয়ার্ক।

টেকনোর চলমান ফ্যান ফেস্টিভ্যালে এ মোবাইল ফোন পাওয়া যাবে ২০ হাজার ৯৯৯ এবং ১৭ হাজার ৯৯৯ টাকায়। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া টেকনো ফ্যান ফেস্টিভ্যাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত