চুরি বা গোয়েন্দা বাহিনী থেকে সুরক্ষায় আইফোনে ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৪: ৪১
Thumbnail image
এসব স্মার্টফোনের সুরক্ষা ব্যবস্থা বাইপাস করতে গেলেই তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাচ্ছিল। ছবি: অ্যাপল

আইফোনে আইওএস ১৮ দশমিক ১ আপডেটের মাধ্যমে নতুন সুরক্ষা ফিচার চালু করেছে অ্যাপল। চোর ও গোয়েন্দা বাহিনীদের জন্য স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করা কঠিন করে তুলছে ফিচারটি। কারণ দীর্ঘসময় আইফোন আনলক করা না হলে নতুন ফিচারের মাধ্যমে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়।

এক প্রতিবেদনে বলা হয়, কিছু আইফোন মডেল ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তারা। তবে এসব স্মার্টফোনের সুরক্ষা ব্যবস্থা বাইপাস করতে গেলেই তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাচ্ছিল।

এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, রিবুটগুলো আইওএস ১৮–এর নতুন একটি ফিচারের কারণে ঘটেছে। এই ফিচারটি নাম ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘৪০৪ মিডিয়া’–এর প্রতিবেদনে বলা হয়, ডিট্রয়েটের পুলিশ কর্মকর্তারা কিছু আইফোন ইউনিট ফরেনসিক পরীক্ষা করার জন্য জব্দ করেছিল এবং সেগুলো স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাচ্ছিল। এতে করে এসব ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করা আরও কঠিন হয়ে পড়ছিল। কারণ এগুলো আনলক করার জন্য ব্যবহৃত টুলগুলো অকার্যকর হয়ে পড়ে।

এক নথিতে মিশিগানের পুলিশ বলে, অ্যাপল একটি ফিচার চালু করেছে যা অন্য ডিভাইসের সঙ্গে ‘যোগাযোগ’ করে এবং রিবুট সিগন্যাল পাঠায়। তবে আইওএস ১৮ দশমিক ২ এর কোড পর্যালোচনার করার পর এই তত্ত্বটি খারিজ হয়।

সোশ্যাল মিডিয়া ‘মাস্টোডন’–এ এক নিরাপত্তা গবেষক বলেন, অ্যাপল আসলে ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ নামের ফিচার চালু করেছে যা ফোনের নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত নয়। আইফোনের আইওএস ১৮ দশমিক ১ আপডেট থাকলে ফিচারটি কাজ করবে। এই ফিচারের ফলে বেশিক্ষণ ফোনটি আনলক করা না হলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিবুট নিবে।

ফিচারটি কাজ করে যেভাবে

স্মার্টফোনের দুই অবস্থায় ডেটা এনক্রিপ্ট করে অ্যাপল—প্রথমবার আনলকের আগে (বিএফইউ) ও প্রথম আনলকের পরে (এএফইউ)। প্রথমটি হলো সেই অবস্থায় যখন একটি আইফোন পুনরায় চালু হয়েছে এবং হ্যান্ডসেটটি শুধুমাত্র কল গ্রহণ করতে পারে। এটি একটি উচ্চতর নিরাপত্তা মোড, যা প্রথমবার ডিভাইসটি আনলক করার পর এবং ফেস আইডি বা টাচ আইডি সক্রিয় করার মাধ্যমে নিষ্ক্রিয় হয়।

এর পর আইফোনটি ততক্ষণ ‘এএফইউ’ মোডে থাকে যতক্ষণ না পর্যন্ত ফোনটি আরেকবার রিবুট হয়। অর্থাৎ সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বা চোররা নির্দিষ্ট টুলস ব্যবহার করে ডিভাইসটি আনলক করতে এবং এর কনটেন্টে প্রবেশ করতে পারেন। তবে যখন একটি আইফোন বিএফইউ অবস্থায় থাকে, তখন এই টুলগুলো ব্যবহার করে ডিভাইসে প্রবেশ করার প্রক্রিয়া আরও কঠিন হয়ে যেতে পারে।

অ্যাপল এর আগেও একটি ফিচার চালু করেছে যা আইফোনকে অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করে। ২০১৬ সালে আইফোন আনলক করতে পারেনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই)। । সেই সময় আইফোনে একটি সিস্টেম চালু করেছিল অ্যাপল। ডিভাইসটি নির্দিষ্ট সময় ধরে আনলক না করা হলে ইউএসবি পোর্টের মাধ্যমে ডেটা এক্সচেঞ্জ বা ডিবাগিং কার্যক্রম সীমিত বা নিষ্ক্রিয় করে দেয় এই সিস্টেম।

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত