নিজের এআই ছবি তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে

অনলাইন ডেস্ক
Thumbnail image

হোয়াটসঅ্যাপে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ইমাজিন মি’ নামে নতুন প্রযুক্তি যুক্ত করছে মেটা। এর মাধ্যমে নিজের ছবিই এআই দিয়ে ভিন্ন রূপে উপস্থাপন করা যাবে। নিজের ছবির সঙ্গে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডও জুড়ে দেবে মেটার এআই।

যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বেশ কয়েকটি দেশে হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবট যুক্ত করেছে মেটা। এই চ্যাটবটের আওতায় এআইভিত্তিক ফিচারটি যুক্ত করা হবে।

নতুন আপডেটটি অ্যাপটির অ্যান্ড্রয়েডের বেটা ২.২৪. ১৪.১৩ সংস্করণে দেখতে পেয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। এই প্ল্যাটফর্মে কয়েকটি সেলফি তুলে আপলোড করার পর এআইকে বিভিন্ন নির্দেশনা দিলে তা আপনার ছবিকে নতুন রূপ দিতে পারবে। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

ফিচারটি যেভাবে কাজ করবে
ডাব্লুএবেটাইনফো ফিচারটির একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। ব্যবহারকারীরা নিজের একাধিক সেলফি তোলার পর হোয়াটসঅ্যাপের চ্যাটবটটি এআই ছবি তৈরি করে দেবে। 

এআই ইমেজ তৈরির জন্য এআই চ্যাটবটে ‘Imagine me’ টাইপ করতে হবে। এরপর পছন্দমতো ছবির ব্যাকগ্রাউন্ড নির্বাচন করা যাবে। কোনো বন বা মহাকাশের মতো ব্যাকগ্রাউন্ড ছবিতে যুক্ত করা যাবে। সেই সঙ্গে কাস্টমাইজ স্টিকারও তৈরি করে দেবে এই ফিচার। সেটিংস থেকে ছবিগুলো ডিলিট করার সুযোগও থাকবে। 

নির্দেশনাগুলো ছাড়া ব্যক্তিগত মেসেজগুলো পড়তে পারবে না মেটার এআই। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা বিঘ্ন হবে না। ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের মধ্যেই শেয়ার করবে মেটা। 

এই ছবি তৈরির ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে না। এটি সেটিংস থেকে চালু করে নিতে হবে। সব ডিভাইসে ফিচারটি আসতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা। 

ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে মেটা এআই তৈরি করা হয়েছে। চ্যাটবটটি গত মাসে ভারতে চালু করা হয়। চ্যাটবটটিতে লামা ৩ লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) সমর্থন রয়েছে। 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত