অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভলভো ও সেলফ ড্রাইভিং সেন্সর নির্মাতা প্রযুক্তিপ্রতিষ্ঠান লুমিনার চালু করবে তাদের প্রথম স্বচালিত গাড়ি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি এ তথ্য জানিয়েছে। তবে তারা কবে থেকে এই গাড়ি চালু করবে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় জানায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লুমিনারের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মিত গাড়িটিকে কিছু সীমিত পরিস্থিতিতে ড্রাইভিংয়ের কাজগুলো সম্পূর্ণরূপে করার অনুমতি দেবে ভলভো। ভলভোর কৌশলগত ও ব্যবসায়িক মালিকানা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার পেট্রোফস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্বচালিত গাড়িটি বিক্রির জন্য ২০২৩ সালে উন্মুক্ত করা হবে। কিন্তু ভলভো এখনো এর জন্য নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করেনি।
ভলভো বলছে, কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার আগে রাইড পাইলট প্রযুক্তির গাড়িটি গ্রাহকদের জন্য চালু করা হবে না। কোম্পানিটি বলছে, যথাযথ অনুমোদনের পর তারা চলতি বছরেই ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক উৎপাদনের আগে রাইড পাইলট প্রযুক্তির পরীক্ষামূলক চালনা শুরু করবে। এই পরীক্ষামূলক চালনার ফলে রাইড পাইলটিং ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এটি আগামী বছর গাড়িটি উন্মুক্ত করার আগে নিরাপদ ড্রাইভিং প্রযুক্তিটিকে মানসম্মত করতে সাহায্য করবে। তবে রাইড পাইলটিং ব্যবস্থা আরও উন্নত করার ব্যয় সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
আলেকজান্ডার পেট্রোফস্কি আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তাঁদের আয়ের উল্লেখযোগ্য একটি অংশ এই সফটওয়্যার বিক্রি থেকে আসবে।
লুমিনার গাড়িটি নির্মাণের জন্য লাইডার সেন্সর প্রযুক্তি সরবরাহ করবে, যা গাড়িটিকে রাস্তার একটি ত্রিমাত্রিক মানচিত্র দেখতে সহায়তা করবে। জানা গেছে, গাড়িটি ৫টি রাডার সেন্সর, ৮টি ক্যামেরা ও ১৬টি আলট্রাসনিক সেন্সরের ওপর নির্ভর করে চলবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভলভো ও সেলফ ড্রাইভিং সেন্সর নির্মাতা প্রযুক্তিপ্রতিষ্ঠান লুমিনার চালু করবে তাদের প্রথম স্বচালিত গাড়ি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি এ তথ্য জানিয়েছে। তবে তারা কবে থেকে এই গাড়ি চালু করবে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় জানায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লুমিনারের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মিত গাড়িটিকে কিছু সীমিত পরিস্থিতিতে ড্রাইভিংয়ের কাজগুলো সম্পূর্ণরূপে করার অনুমতি দেবে ভলভো। ভলভোর কৌশলগত ও ব্যবসায়িক মালিকানা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার পেট্রোফস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্বচালিত গাড়িটি বিক্রির জন্য ২০২৩ সালে উন্মুক্ত করা হবে। কিন্তু ভলভো এখনো এর জন্য নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করেনি।
ভলভো বলছে, কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার আগে রাইড পাইলট প্রযুক্তির গাড়িটি গ্রাহকদের জন্য চালু করা হবে না। কোম্পানিটি বলছে, যথাযথ অনুমোদনের পর তারা চলতি বছরেই ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক উৎপাদনের আগে রাইড পাইলট প্রযুক্তির পরীক্ষামূলক চালনা শুরু করবে। এই পরীক্ষামূলক চালনার ফলে রাইড পাইলটিং ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এটি আগামী বছর গাড়িটি উন্মুক্ত করার আগে নিরাপদ ড্রাইভিং প্রযুক্তিটিকে মানসম্মত করতে সাহায্য করবে। তবে রাইড পাইলটিং ব্যবস্থা আরও উন্নত করার ব্যয় সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
আলেকজান্ডার পেট্রোফস্কি আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তাঁদের আয়ের উল্লেখযোগ্য একটি অংশ এই সফটওয়্যার বিক্রি থেকে আসবে।
লুমিনার গাড়িটি নির্মাণের জন্য লাইডার সেন্সর প্রযুক্তি সরবরাহ করবে, যা গাড়িটিকে রাস্তার একটি ত্রিমাত্রিক মানচিত্র দেখতে সহায়তা করবে। জানা গেছে, গাড়িটি ৫টি রাডার সেন্সর, ৮টি ক্যামেরা ও ১৬টি আলট্রাসনিক সেন্সরের ওপর নির্ভর করে চলবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১০ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৩ ঘণ্টা আগে