
চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি চলতি মাস থেকে প্রথম বিদ্যুৎচালিত গাড়ি বাজারে ছাড়তে যাচ্ছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে কোম্পানিটি বিদ্যুৎচালিত গাড়ি বাজারে প্রতিযোগিতায় নামছে। আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শাওমির নতুন এই গাড়ির বাজারমূল্য এখনো প্রকাশ করা হয়নি। আগামী ২৮ মার্চ গাড়ির বিক্রয়মূল্য জানানোর কথা রয়েছে।
চীনের পঞ্চমস্থানীয় স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান শাওমি জানিয়েছে, এরই মধ্যে বিক্রির অর্ডার নেওয়ার জন্য ২৯টি শহরে তাদের ৫৯টি শাখা খোলা হয়েছে।
চীনে স্বয়ংক্রিয় গাড়ির বাজারে শাওমির আগমনের ফলে বিওয়াইডি, টেসলার মতো বড়বড় কোম্পানির মধ্য প্রতিযোগিতা আরও তীব্র হবে।
গত বছরে স্পিড আল্ট্রা ৭ (এসইউ৭) গাড়িটি উদ্বোধনের পরেই শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানান, বিশ্বের শীর্ষ ৫ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নেওয়াই তাদের লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ বছরে শাওমি গাড়ি উৎপাদন শিল্পে প্রায় ১০০০ কোটি ডলার বিনিযোগ করবে।
লেই জুন বলেন, এসইউ ৭ গাড়িটিতে ‘সুপার ইলেকট্রিক মটর’ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যার ফলে গাড়িটি টেসলা ও পোর্শের কিছু কিছু মডেল থেকেও দ্রুত চলতে পারে।
শাওমি গাড়ির শেয়ার্ড অপারেটিং সিস্টেমের সঙ্গে ব্র্যান্ডটির ফোন ও অন্যান্য যন্ত্রের সংযোগের ব্যবস্থা রয়েছে। কোম্পানিটির বিশ্বাস এই সুবিধা ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করবে।
গাড়ি উৎপাদন ও বিক্রয়ে শাওমিকে এমন অবস্থায় অনুমোদন দেওয়া হয়েছে যখন চীনা প্রশাসন বিভিন্ন বাধাধরা নিয়ম তৈরি করে অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করছে।
বেইজিংয়ে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়িনির্মাণ প্রতিষ্ঠান বিএআইসি গ্রুপের একটি প্লান্টে এসইউ ৭ তৈরি করা হবে। ধারনা করা হচ্ছে, এই প্লান্ট থেকে বছরে ২ লাখ গাড়ি নির্মাণ করা সম্ভব হবে।
শাওমি অটোমোবাইলের যাত্রা শুরু হতেই চীনের বৈদ্যুতেক গাড়ির বাজারে প্রতিযোগিতা আরও তীব্রতর হয়ে পড়েছে।
গত কয়েক মাসে বিওয়াইডি তাদের গাড়ির দাম ব্যপক হারে কমিয়ে দিয়েছে। ইলন মাস্কের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার বিত্রয়মূল্যেও এর প্রভাব পড়েছে। ফলে চীনে টেসলা গাড়ির দাম হাজার ডলার থেকেও বেশি কমাতে বাধ্য হয়েছেন মাস্ক।
আজকের ঘোষণার পর শেয়ার বাজারে শাওমির শেয়ার মূল্য ১০ শতাংশ বেড়েছে।

চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি চলতি মাস থেকে প্রথম বিদ্যুৎচালিত গাড়ি বাজারে ছাড়তে যাচ্ছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে কোম্পানিটি বিদ্যুৎচালিত গাড়ি বাজারে প্রতিযোগিতায় নামছে। আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শাওমির নতুন এই গাড়ির বাজারমূল্য এখনো প্রকাশ করা হয়নি। আগামী ২৮ মার্চ গাড়ির বিক্রয়মূল্য জানানোর কথা রয়েছে।
চীনের পঞ্চমস্থানীয় স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান শাওমি জানিয়েছে, এরই মধ্যে বিক্রির অর্ডার নেওয়ার জন্য ২৯টি শহরে তাদের ৫৯টি শাখা খোলা হয়েছে।
চীনে স্বয়ংক্রিয় গাড়ির বাজারে শাওমির আগমনের ফলে বিওয়াইডি, টেসলার মতো বড়বড় কোম্পানির মধ্য প্রতিযোগিতা আরও তীব্র হবে।
গত বছরে স্পিড আল্ট্রা ৭ (এসইউ৭) গাড়িটি উদ্বোধনের পরেই শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানান, বিশ্বের শীর্ষ ৫ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নেওয়াই তাদের লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ বছরে শাওমি গাড়ি উৎপাদন শিল্পে প্রায় ১০০০ কোটি ডলার বিনিযোগ করবে।
লেই জুন বলেন, এসইউ ৭ গাড়িটিতে ‘সুপার ইলেকট্রিক মটর’ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যার ফলে গাড়িটি টেসলা ও পোর্শের কিছু কিছু মডেল থেকেও দ্রুত চলতে পারে।
শাওমি গাড়ির শেয়ার্ড অপারেটিং সিস্টেমের সঙ্গে ব্র্যান্ডটির ফোন ও অন্যান্য যন্ত্রের সংযোগের ব্যবস্থা রয়েছে। কোম্পানিটির বিশ্বাস এই সুবিধা ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করবে।
গাড়ি উৎপাদন ও বিক্রয়ে শাওমিকে এমন অবস্থায় অনুমোদন দেওয়া হয়েছে যখন চীনা প্রশাসন বিভিন্ন বাধাধরা নিয়ম তৈরি করে অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করছে।
বেইজিংয়ে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়িনির্মাণ প্রতিষ্ঠান বিএআইসি গ্রুপের একটি প্লান্টে এসইউ ৭ তৈরি করা হবে। ধারনা করা হচ্ছে, এই প্লান্ট থেকে বছরে ২ লাখ গাড়ি নির্মাণ করা সম্ভব হবে।
শাওমি অটোমোবাইলের যাত্রা শুরু হতেই চীনের বৈদ্যুতেক গাড়ির বাজারে প্রতিযোগিতা আরও তীব্রতর হয়ে পড়েছে।
গত কয়েক মাসে বিওয়াইডি তাদের গাড়ির দাম ব্যপক হারে কমিয়ে দিয়েছে। ইলন মাস্কের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার বিত্রয়মূল্যেও এর প্রভাব পড়েছে। ফলে চীনে টেসলা গাড়ির দাম হাজার ডলার থেকেও বেশি কমাতে বাধ্য হয়েছেন মাস্ক।
আজকের ঘোষণার পর শেয়ার বাজারে শাওমির শেয়ার মূল্য ১০ শতাংশ বেড়েছে।

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোন সিরিজটি উন্মোচন করা হয়। এই সিরিজের প্রধান আকর্ষণ ১২০ এক্স জুম সক্ষমতা।
২ ঘণ্টা আগে
ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
২ দিন আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
৩ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৫ দিন আগে