অনলাইন ডেস্ক
টিভির রিমোট নিয়ে প্রায়ই ভোগান্তি পোহাতে হয় ব্যবহারকারীদের। কারণ টিভি চালু করার সময় অনেকই রিমোট খুঁজে পান না বা ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে বিড়ম্বনায় পড়েন। এসব ক্ষেত্রে নিজের স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন।
স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আইআর ব্লাস্টার থাকতে হবে। আর আপনার টিভিটিও স্মার্টটিভি হতে হবে। খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই ফিচারটি সেট করে ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনের গুগল টিভি অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটি না থাকলে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
২. আপনার ফোন ও টিভি একই ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে নাকি তা নিশ্চিত করতে হবে।
৩. গুগল টিভি অ্যাপে নিচের দিকে ডানের ‘রিমোট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘স্ক্যানিং ফর ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। তাহলে আপনার ঘরের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা সবগুলো ডিভাইসের তালিকা দেখা যাবে।
৫. তালিকা থেকে নিজের টিভির নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৬. এরপর ফোন ও টিভি লিংক করার জন্য কতগুলো নির্দেশনা স্ক্রিনে দেখা যাবে। সেগুলো অনুসরণ করুন।
৭. টিভি ও ফোন লিংক হয়ে গেলে স্মার্টফোনটি দিয়েই টিভি নিয়ন্ত্রণ করা যাবে।
নিজের ফোনে আইআর ব্লাস্টার রয়েছে নাকি তা নিয়ে অনিশ্চয়তায় থাকলে ফোনটির মডেলের নাম লিখে যেকোনো ব্রাউজারে সার্চ করুন। এরপর যেকোন প্রযুক্তি ওয়েবসাইট থেকে ফোনের স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নেন। স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবেন যে, আপনার ফোনে আইআরব্লাস্টার ফিচার আছে নাকি নেই।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
টিভির রিমোট নিয়ে প্রায়ই ভোগান্তি পোহাতে হয় ব্যবহারকারীদের। কারণ টিভি চালু করার সময় অনেকই রিমোট খুঁজে পান না বা ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে বিড়ম্বনায় পড়েন। এসব ক্ষেত্রে নিজের স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন।
স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আইআর ব্লাস্টার থাকতে হবে। আর আপনার টিভিটিও স্মার্টটিভি হতে হবে। খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই ফিচারটি সেট করে ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনের গুগল টিভি অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটি না থাকলে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
২. আপনার ফোন ও টিভি একই ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে নাকি তা নিশ্চিত করতে হবে।
৩. গুগল টিভি অ্যাপে নিচের দিকে ডানের ‘রিমোট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘স্ক্যানিং ফর ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। তাহলে আপনার ঘরের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা সবগুলো ডিভাইসের তালিকা দেখা যাবে।
৫. তালিকা থেকে নিজের টিভির নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৬. এরপর ফোন ও টিভি লিংক করার জন্য কতগুলো নির্দেশনা স্ক্রিনে দেখা যাবে। সেগুলো অনুসরণ করুন।
৭. টিভি ও ফোন লিংক হয়ে গেলে স্মার্টফোনটি দিয়েই টিভি নিয়ন্ত্রণ করা যাবে।
নিজের ফোনে আইআর ব্লাস্টার রয়েছে নাকি তা নিয়ে অনিশ্চয়তায় থাকলে ফোনটির মডেলের নাম লিখে যেকোনো ব্রাউজারে সার্চ করুন। এরপর যেকোন প্রযুক্তি ওয়েবসাইট থেকে ফোনের স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নেন। স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবেন যে, আপনার ফোনে আইআরব্লাস্টার ফিচার আছে নাকি নেই।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৭ ঘণ্টা আগে