অনলাইন ডেস্ক
চ্যাটিংয়ের জন্য ‘টাইপিং ইন্ডিকেটর’ ফিচার চালু করল মেটার আরেক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কে টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্টভাবে চিহ্নিত করবে।
এখন তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি দেখা যাওয়ায় সহজেই জানা যাবে কে কথোপকথনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্যই ফিচারটি চালু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচারে “...” ধরনের ভিজ্যুয়াল নির্দেশক দেখা যাবে, যা চ্যাট স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত হবে এবং যে ব্যবহারকারী টাইপ করছেন, তার প্রোফাইল ছবি সেখানে দেখা যাবে।
বিশেষত, গ্রুপ চ্যাট-এ এই ফিচারটি বেশ কার্যকরী হবে। কারণ একাধিক ব্যবহারকারী একসঙ্গে টাইপ করলে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্য়াটে দেখা যাবে। এই সব ফিচার অনেক চ্যাটিংকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছে।
এই ফিচারটি প্রথমবার অক্টোবর মাসে চালুর খবর পাওয়া গিয়েছিল এবং তখন এটি শুধুমাত্র নির্দিষ্ট বেটা টেস্টাররা ব্যবহার করতে পারত।
টাইপিং ইনডিকেটরের পাশাপাশি গত মাসে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ। এটি ভয়েস মেসেজ পাঠানোকে আরও সুবিধাজনক করে তুলেছে। নাম থেকেই বোঝা যায়, এই ফিচারটি ব্যবহারকারীদের অন্যদের পাঠানো ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তর করে। তবে শুধুমাত্র প্রাপকই এই ট্রান্সক্রিপশন দেখতে পাবেন, প্রেরক এটি দেখতে পারবেন না।
সম্প্রতি ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ নতুন ফিচার নিয়ে আসছে মেটা। ফিচারটি বিভিন্ন ম্যাসেজ, মিডিয়া ও ডকুমেন্টগুলো অন্যান্য অ্যাপে সরাসরি শেয়ার বা ফরোয়ার্ড করার সুবিধা দেবে। ম্যাসেজিং অ্যাপের নিচের দিকে একটি নতুন অপশন যুক্ত করা হবে, যাতে অন্য অ্যাপ্লিকেশনগুলোতে দ্রুত কনটেন্ট শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। এটি ব্যবহারকারীদের সময় ও শ্রম দুটিই বাঁচাবে।
এই ফিচারটি কনটেন্ট শেয়ারের প্রক্রিয়া উন্নত করবে, যা চ্যানেল মালিকদের তাদের চ্যানেলগুলোতে সরাসরি বার্তা, ছবি, ভিডিও এবং জিআইএফ পাঠানোর সুযোগ দেবে এবং এর জন্য তাদের মিডিয়া ফাইলগুলো ফোনে সেভ করে পুনরায় আপলোড করার প্রয়োজন হবে না।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চ্যাটিংয়ের জন্য ‘টাইপিং ইন্ডিকেটর’ ফিচার চালু করল মেটার আরেক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কে টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্টভাবে চিহ্নিত করবে।
এখন তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি দেখা যাওয়ায় সহজেই জানা যাবে কে কথোপকথনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্যই ফিচারটি চালু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচারে “...” ধরনের ভিজ্যুয়াল নির্দেশক দেখা যাবে, যা চ্যাট স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত হবে এবং যে ব্যবহারকারী টাইপ করছেন, তার প্রোফাইল ছবি সেখানে দেখা যাবে।
বিশেষত, গ্রুপ চ্যাট-এ এই ফিচারটি বেশ কার্যকরী হবে। কারণ একাধিক ব্যবহারকারী একসঙ্গে টাইপ করলে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্য়াটে দেখা যাবে। এই সব ফিচার অনেক চ্যাটিংকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছে।
এই ফিচারটি প্রথমবার অক্টোবর মাসে চালুর খবর পাওয়া গিয়েছিল এবং তখন এটি শুধুমাত্র নির্দিষ্ট বেটা টেস্টাররা ব্যবহার করতে পারত।
টাইপিং ইনডিকেটরের পাশাপাশি গত মাসে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ। এটি ভয়েস মেসেজ পাঠানোকে আরও সুবিধাজনক করে তুলেছে। নাম থেকেই বোঝা যায়, এই ফিচারটি ব্যবহারকারীদের অন্যদের পাঠানো ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তর করে। তবে শুধুমাত্র প্রাপকই এই ট্রান্সক্রিপশন দেখতে পাবেন, প্রেরক এটি দেখতে পারবেন না।
সম্প্রতি ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ নতুন ফিচার নিয়ে আসছে মেটা। ফিচারটি বিভিন্ন ম্যাসেজ, মিডিয়া ও ডকুমেন্টগুলো অন্যান্য অ্যাপে সরাসরি শেয়ার বা ফরোয়ার্ড করার সুবিধা দেবে। ম্যাসেজিং অ্যাপের নিচের দিকে একটি নতুন অপশন যুক্ত করা হবে, যাতে অন্য অ্যাপ্লিকেশনগুলোতে দ্রুত কনটেন্ট শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। এটি ব্যবহারকারীদের সময় ও শ্রম দুটিই বাঁচাবে।
এই ফিচারটি কনটেন্ট শেয়ারের প্রক্রিয়া উন্নত করবে, যা চ্যানেল মালিকদের তাদের চ্যানেলগুলোতে সরাসরি বার্তা, ছবি, ভিডিও এবং জিআইএফ পাঠানোর সুযোগ দেবে এবং এর জন্য তাদের মিডিয়া ফাইলগুলো ফোনে সেভ করে পুনরায় আপলোড করার প্রয়োজন হবে না।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
প্রতিনিয়তই আসছে নতুন নতুন প্রযুক্তি। আর নতুন বছর মানে নতুন মডেলের ইলেকট্রনিক পণ্যের সমাহার। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। বছর জুড়ে নিত্যনতুন পণ্য উন্মোচন হলেও বিশ্বের নামীদামি প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে এক বিশেষ ইভেন্টে।
১ দিন আগেদৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই
২ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিত
২ দিন আগেশিশুর সুন্দর ভবিষ্যতের জন্য আনন্দময় শৈশব অত্যন্ত জরুরি। তবে শৈশবে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে বিলিয়নয়ের হতে পারতেন না বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অভিভ
২ দিন আগে